• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, February 23, 2023

    New

    প্রিয় ট্রিকবিডি ভিজিটর আশা করি ভালো আছেন।

    আজকে এডসেন্স এর নতুন আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।

    সম্প্রতি Adsense এর একটি নতুন আপডেট এসেছে যেটি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে এতে ব্লগারদের কিছুটা ক্ষতি হয়েছে বলা যায়। এতে করে আগের মতো Sub Domain দিয়ে Safelink দিয়ে আয় করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল আর কি।

    ত চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

    Adsense New Update :

    সাব ডোমেইন এ এডস দেখানো বন্ধ হয়ে যাচ্ছে ২০ মার্চ থেকে। এডসেন্স দিয়ে আগে মেইন Domain এ এডসেন্স এপ্রুভাল পাওয়ার পর Sub Domain এ অ্যাডস ব্যবহার করা যেত কোন ধরনের অ্যাপ্রুবাল ছাড়াই তবে গুগল এডসেন্সের নতুন আপডেটের ফলে, Sub Domain গুলোতে আগের মতো এড ব্যবহার করা যাবে না।

    একেবারেই ব্যবহার করা যাবে না তা নয় এক্ষেত্রে আসল ডোমেইনের মত অর্থাৎ মেইন Domain এর মত করে সাব ডোমেইন গুলো এডসেন্স এপ্রুভ এর জন্য আবেদন করতে হবে এরপর এর Approval পেলেই সাবডুমেনি এডস ব্যবহার করা যাবে।

    তাহলে এখন কি Blogspot সাব ডোমেইন এ এডসেন্স দিবে না ?

    উত্তর : হ্যাঁ অবশ্যই দিবে । এক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে Top Level Domain এর Sub Domain গুলো এখন থেকে আলাদা ডোমেইন হিসেবে পরিগণিত হবে।

    কবে থেকে কার্যকর হবে এই আপডেট :

    আগামী ২০ মার্চ থেকে এটি সকলের জন্য কার্যকর হবে বলে জানিয়েছেন এডসেন্স কতৃপক্ষ।

    Email এর স্কিনশট দেখুন :

    নিত্য নতুন প্রযুক্তি আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন Priyoforum.com

    The post Adsense এর নতুন আপডেট, চলে যাচ্ছে Sub Domain এর Facility appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/KRIdZUi
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel