• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, February 16, 2023

    New

    আসসালামু আলাইকুম,
    কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

    অনেক দিন হলো Android Games নিয়ে কোনো পোস্ট করা হয় না। তাই ভাবলাম আজ ১০ টি Android Games নিয়ে পোস্ট করি যেগুলো multiplayer type এর।

    কেননা Multiplayer games নিয়ে এর আগে আমি আলাদা ভাবে তেমন কোনো পোস্ট করিনি।

    তাহলে চলুন শুরু করা যাক।

    5) Game Name : Pure Sniper

    Game Developer : Miniclip.com

    Game Size : 104 MB

    Required OS : 5.1+

    Game Type : Offline

    Game Released Date : November 15, 2021

    Game Version : 500124

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

    প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ২৭ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

    100 MB এর ভিতর আপনি অনেক ভালো গ্রাফিক্স + গেমপ্লে পাচ্ছেন। গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে।

    গেমটিতে আপনি Slow Motion এ Shoot করতে পারবেন। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Guns, Pistols, Bullets, Grenades পেয়ে যাবেন।

    গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Location + Characters পেয়ে যাবেন। গেমটির Gun shooting control বেশ Smooth। গেমটিতে আপনি ৪০০ এরও অধিক Mission পেয়ে যাবেন।

    গেমটি রেগুলার আপডেট করে নতুন নতুন Missions, Events, Guns ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    Pure Sniper: Gun Shooter Games - Gameplay image of android game

    Pure Sniper: Gun Shooter Games - Gameplay image of android game

    Pure Sniper: Gun Shooter Games - Gameplay image of android game

    Pure Sniper: Gun Shooter Games - Gameplay image of android game

    Pure Sniper: Gun Shooter Games - Gameplay image of android game

     

    4) Game Name : Sniper 3D

    Game Developer : Fun Games For Free

    Game Size : 136 MB

    Required OS : 4.4+

    Game Type : Offline

    Game Released Date : November 13, 2014

    Game Version : 3.45.3

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

    শুরুতেই বলে দিই এই গেমটি প্লে-স্টোরে ৫০ কোটিবারেরও বেশি ডাউনলোড হওয়ার মাইলফলক ক্রস করে ফেলেছে। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

    গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। কেননা Simple এর ভিতরে অনেক সুন্দর গ্রাফিক্স, কন্ট্রোল ও গেমপ্লে এই গেমটি অফার করে। এছাড়াও নতুন নতুন যেসব Sniping Games তৈরি করে পাবলিশ করা হচ্ছে সেগুলো এই গেমের Basic Concept এর উপরই Based করে বানানো হচ্ছে।

    এই গেমটির জনপ্রিয়তাই প্রমান করে একটি গেম সুন্দরভাবে ডেভেলপ করা হলে মানুষ সেটা পছন্দ করবেই আর গেমের কোম্পানির নামই যে সবকিছু নয় সেটাও এই গেম প্রমান করে।

    যাই হোক, গেমটি আপনি mod version খেললে বেশি মজা পাবেন। এই গেমটিতে প্রত্যেকটি Mission এর জন্য আলাদা আলাদা Characters + Location আপনি দেখতে পাবেন।

    একটি ভালো Sniping Game এ যে যেসব গুনাবলি থাকা উচিত তা সবই আপনি পাবেন এখানে। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে।

    গেমটির কন্ট্রোল + গেমপ্লে আপনাকে মুগ্ধ করবে। কারন যেকোনো ডিভাইসেই আপনি স্মুথলি গেমটিকে Enjoy করতে পারবেন।

    গেমটিতে আপনি ১৫০ টিরও বেশি Sniper Rifles এবং অন্যান্য Weapons পেয়ে যাবেন। এখানে মোট ৬টি আলাদা আলাদা গেমমোড হয় অনেক কিছুই পেয়ে যাবেন।

    এখানে আপনি Slow Motion Effect সহ অনেক ধরনের ফিচারই দেখতে পাবেন। Gun Skin + Character Design গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে গেমটিতে।

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

     

    3) Game Name : Black Desert Mobile

    Game Developer : PEARL ABYSS

    Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)

    Required OS : 5.0+

    Game Type : Online

    Game Released Date : December 9, 2019

    Game Version : 2.5.12

    Game Link : Playstore

    এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।

    গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।

    এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।

    এই গেমটিতে প্রত্যেকটি Character
    কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।

    আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।

    গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।

    গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।

    Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।

     

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

     

    2) Game Name : Kritika : The White Knights

    Game Developer : Com2uS Holdings Corporation

    Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)

    Required OS : 5.0+

    Game Released Date : May 29, 2014

    Game Version : 4.20.2

    Game Link : Playstore

    এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।

    গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

    এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।

    এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।

    গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।

    এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।

    গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    1) Game Name : Battle Bay

    Game Developer : Rovio Entertainment Corporation

    Game Size : 287 MB

    Game released date : May 3, 2017

    Required OS : 5.0+

    Game Version : 4.9.7

    Game Link : Playstore

    Angry Birds গেমটি খেলেন নি কিংবা গেমটির নাম শুনেননি বা গেমটির সাথে পরিচিত নন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

    Angry Birds যে কোম্পানিটি তৈরি করেছে সেই কোম্পানিটি এই গেমটিকেও তৈরি করেছেন।

    ২০১৭ সালে যখন গেমটি রিলিজ হয় তখন অনেক সাড়া ফেলেছিল গেমারদের কাছে। ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে গেমটি নিয়ে প্রচুর চর্চা ছিল। এর beta version release হওয়া থেকেই গেমটির জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায়।

    তাই তো গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে এখন পর্যন্ত ১ কোটিবারেরও বেশিবার। গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

    গেমটির রেটিং কম মনে হলেও এক সময় এই গেমের রেটিং অনেক ভালো ছিলো। তাই বলে কি গেমটি এখন আর ভালো নেই? অবশ্যই আছে। গেমটি আপনি বর্তমানের যেকোনো ভালো ডিভাইসেই অনেক Smoothly Run করাতে পারবেন।

    গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে। তাই Bugs & Crashes এর দেখা আপনি খুবই কম পাবেন। গেমটির গ্রাফিক্স অতুলনীয়। আপনি Addictive হয়ে যাবেন। এটি এমন একটি গেম যেখানে আপনি Battle Ship এ থেকে অন্যান্য Player দের সাথে যুদ্ধ করবেন।

    বিভিন্ন Ship, Weapons ইত্যাদি Collect করে সেগুলো নিয়ে খেলতে পারবেন। আপনার ডিভাইস যত ভালো এবং বড় হবে ততই মজা লাগবে গেমটি খেলে। গেমটিতে Multiplayer Mode ও রয়েছে।

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    Screenshot image

    তো এই ছিল আমাদের ১০ টি Unique গেমস যেগুলো আশা করছি কেউ কেউ খেললেও সবাই খেলেননি। যারা খেলেছেন তাদেরকে Congratulations বলে বাকীদের সুযোগ করে দিতে চাচ্ছি।

    ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পোস্টের জন্যে কোনো সাজেশন দিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।

    আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
    ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
    ধন্যবাদ।
    THIS IS 4HS4N
    LOGGING OUT…..

    The post ৫ টি Multiplayer Android Games যেগুলোর গ্রাফিক্স অসাধারণ! (Part-1) appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ViuGXQw
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel