আস্সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? আশা করি অনেক অনেক ভালো আছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল ।
এর আগে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করা নিয়ে একটা পোস্ট দিছিলাম , সেখানে পাইথন এর ব্যাবহার করেছিলাম । কারো কারো কিছু সমস্যা হয়েছে, তারা বলেছে যে পাইথন ছাড়া অন্য কোনো ট্রিক আছে নাকি । তাদের জন্যই মূলত আজকের পোস্ট টি ।
আজকের এই পোস্ট এ দেখবো যে কমান্ড প্রমোট দিয়েই ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন । আর এই পোস্ট এ একটা ইন্টারেস্টিং বিষয় হলো :-
এটা দেখতে ওয়াইফাই এ কানেক্টেড থাকতে হবেনা । মানে আপনার কম্পিউটার এ যেসব ওয়াইফাই এর পাসওয়ার্ড সেভ করা আছে সব দেখতে পারবেন ।
এর জন্য তেমন কোনো ঝামেলা করতে হবেনা । জাস্ট টিউটোরিয়াল টা ফলো করুন । তো আর কথা না বাড়াই , কাজে চলে যাচ্ছি ।
প্রথমে আপনার উইন্ডোজ এর Cmd- Command Prompt অ্যাপ্লিকেশন টা ওপেন করে নিন ।
তারপর লিখুন netsh wlan show profiles
লিখে Enter প্রেস করুন ।
তারপর আপনার সেভ থাকা ওয়াইফাই গুলো দেখতে পাবেন ।
তারপর লিখুন netsh wlan show profile ” ” key=clear
আপনারা ” ” এর ভিতরে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখবেন সেটার নাম দিবেন । দিয়ে Enter প্রেস করবেন।
তারপর দেখুন ওয়াইফাই তার পাসওয়ার্ড শো করতেছে।
তো আজ এই পর্যন্তই , সবাই ভালো থাকুন , ট্রিক বিডির সাথেই থাকুন । আল্লাহ হাফেজ ।
The post দেখে নিন উইন্ডোজ এর সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড, কানেক্টেড থাকা ছাড়াই দেখা যাবে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/fnwGxeB
via IFTTT
No comments:
Post a Comment