• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, February 11, 2023

    New

    আসসালামু আলাইকুম। ট্রিকবিডিতে আপনাদেরকে স্বাগতম।
    আশা করি সকলেই ভালো আছেন।
    আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

    আমরা যারা রুটেড ইউজার আছি আমরা কোন রমটি ব্যবহার করব স্টক নাকি কাস্টম – এ বিষয়ে আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো।

    আমি একজন রুটেড ইউজার আমি আমার ফোনটিকে রুট করেছি এবং কাস্টম রম ফ্ল্যাশ করেও বেশ কিছুদিন চালিয়েছি।

    সুতরাং এ বিষয়ে আমার বেশ কিছুটা ধারণা হয়েছে ও অভিজ্ঞতা হয়েছে তো সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব।

    রুট করার পর আমরা সবাই কাস্টম রম ফ্ল্যাস করার জন্য মরিয়া হয়ে উঠি। জেনেবুঝে হোক বা না জেনেই হোক।
    আমরা ভাবি কাস্টম রম ফ্লাস করলে হয়তো আমাদের ফোনের পারফরম্যান্স অনেক গুণ বেড়ে যাবে আমরা আগের চেয়ে অনেক বেশি স্পিড পাব ও স্টেবিলিটি পাব আসলে এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা কেননা কাস্টম রুমে অনেক ধরনের বাগ থাকে বিশেষ করে আমরা যারা ডেইলি ইউজের জন্য কাস্টম রম ইন্সটল করতে চাচ্ছি তাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রভাব ফেলবে।

    যেমন ধরুন আমি একটা রম ইন্সটল করলাম কিন্তু রমটা ইনস্টল করার পর আমার ফোনের ক্যামেরাটা ঠিকমতো কাজ করতেছে না।
    অথবা গুগল প্লে স্টোর ঠিক মতো কাজ করতেছে না।
    আবার কোন সময় লোকেশন, ওয়াইফাই, ব্লুটুথ কিংবা কলিংও ঠিকমতো কাজ করে না।
    এসবের পিছনে মূল কারণ কি জানেন?আমরা যখন কোন ফোন কিনি তখন ফোনের কোম্পানির লোকজন অনেকজন ডেভলপার হায়ার করে ফোনের প্রতিটি ফিচার চেক করে তারপর ফোনটি বাজারজাত করে।

    কিন্তু আমরা যখন কোন কাস্টম রম ইন্সটল করি এসব রম আসলে খুব কম সংখ্যক ডেভলপার দিয়ে তৈরি করা হয় এবং তেমন একটা যাচাই করা হয় না সব ফিচার সেজন্য অনেক বাগ রয়ে যায়।

    কাস্টম রম এর বিষয়টা অনেকটাই এমন যে আপনি একটা বিষয়ে ভালো পারফরম্যান্স পাচ্ছেন কিন্তু আরেকটা বিষয় আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে।

    সেজন্য ফোন রুট করার সাথে সাথে মরিয়া হয়ে কাস্টম রম ইনস্টল করার জন্য পাগল হওয়ার কোন কারণ নেই।
    বিশেষ করে আমরা যারা শাওমি, অপো,ভিভো ফোন ইউজ করি আমাদের স্টক রমেই অনেক ভালো পারফমেন্স এবং এখানে অনেক বেশি ফিচার রয়েছে যা আমরা কাস্টম রমে পাবো না


    আশা করি আপনাদের মাঝে একটু হলেও ধারণা দিতে পেরেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন আজকের মত এতটুকুই।

    আল্লাহ হাফেজ।

    The post রুটেড ইউজার? তাহলে কোনটা বেটার- কাস্টম রম নাকি স্টক রম?বাস্তবতা ভিত্তিক আলোচনা। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/fU0rxbi
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel