আসসালামু আলাইকুম
প্রিয় ট্রিকবিডির অথর ও কনট্রিবিউটর ভাইয়েরা আশা করি সবাই ভাল আছেন। আজকে যে বিষয় পোস্ট করতেছি তা ইতিমধ্যে থাম্ব নাই ল দেখেই বুঝে গেছেন।
আমাদের অনেকের ই অ্যান্ড্রয়েড মোবাইল একটুতেই গরম হয়ে যায়।
যে সমস্যাটা প্রায় সবারই পোহাতে হয়। বিশেষ করে যারা ভিডিও দেখতে যান তাদের এই সমস্যাটি দেখা যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহার ে ও এই বিষয়টি লক্ষ্য করা যায়। গেম খেলা ও মোবাইল গরম হওয়ার অন্যতম কারণ। এছাড়াও মোবাইলে ভিডিও অথবা অডিও কথা বললেও এই সমস্যাটি বেশি দেখা যায়।
অনেক কারণে স্মার্ট ফোন গরম হতে পারে। অতিরিক্ত চার্জিং স্মার্টফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ। অনেক সময় নকল চার্জার ব্যবহার করার কারণে স্মার্টফোন গরম হতে শুরু করে। তাছাড়াও আপনার মোবাইল ফোনে ম্যালের নামক ভাইরাসটি প্রবেশ করলে মোবাইল ফোন গরম হতে শুরু হয়। আরো অন্যান্য কারণে মোবাইল ফোন গরম হতে পারে
চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফোন ঠান্ডা রাখতে পারবেন।
#। মোবাইল ফোনে অনেক বাড়ি কভার ব্যবহার করবেন না। অনেক সময় ভাড়ি কভারের জন্য আপনার মোবাইল গরম হতে পারে ।
# অপ্রয়োজনে অ্যাপ ব্যাকগ্রাউন্ড রাখবেন না কারণ এই সকল অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে মোবাইল ফোন গরম হয়ে যায়। যেসব অ্যাপ অনেক পুরন ো সেগুলোকে আনইন্সটল অথবা আপডেট দিন এতে আপনার মোবাইলের ভাইরাসমুক্ত হবে মোবাইলের এসপেস খালি হবে এবং মোবাইল ঠান্ডা থাকবে।
#। একটানা অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করবেন না কারণ একটানা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে ব্যাটারি ও প্রফেসরের উপর অতিরিক্ত চাপ করতে শুরু করে আর সেই সময় মোবাইল ফোন গরম হতে থাকে।
তাই মোবাইল ব্যবহারের সময় নির্দিষ্ট সময় অন্তর বেরোতে নিলে মোবাইল ফোন গরম হওয়ার সম্ভাবনা কম থাকে।
#মোবাইলের ডিসপ্লে আর এ বেশিরভাগ ব্যাটারি শেষ করে ডিসপ্লের ব্যাকলাইটের সবচেয়ে বেশি ব্যাটারির প্রয়োজন হয় এই কারণে মোবাইল গরম হতে পারে গরম হতে থাকলে ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে দিলে সমস্যার সমাধান হতে পারে । অর্থাৎ প্রয়োজন বিহীন ডিসপ্লের আলো বেশি রাখবেন না কম রাখার চেষ্টা করবেন এতে চার্জ যাওয়া ও কমবে মোবাইল গরম হওয়াও কমবে এবং চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমবে
#। আপনার মোবাইলের মেমোরিতে ফাইল জানতে থাকলে মোবাইল গরম হতে থাকবে। এইজন্য প্রয়োজনীয় ফাইলগুলো গুগল ড্রাইভে রাখার চেষ্টা করুন। আর অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিন। এবং মোবাইল সমস্যা দেখা দিলে ফোন রিয়েস্টার করলে গরম হওয়ার সম্ভাবনা কমে।
#। মোবাইল ফোনে অতিরিক্ত চার্জ হলে মোবাইল গরম হতে পারে। তাই মোবাইলের চার্জ ৮০ থেকে ৯০ শতাংশ হলেই চার্জ করা বাদ দিয়ে দিবেন। এতে আপনার মোবাইল গরম হওয়ার আশঙ্কা কমবে।
# রোদ অথবা গরম আবহাওয়ায় মোবাইল চার্জ দিলে গরম হতে পারে আপনার মোবাইল। চার্জিং এর সময় মোবাইলে কথা বললে অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে অথবা গেম খেললে মোবাইল গরম হওয়ার আশঙ্কা 99%। অতিরিক্ত গরম হলে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখতে পারেন তবে এসি ঘর বা ফ্রিজে ভুলেও রাখবেন না।
#। ফোনে গেম খেলতে হলে বিরতি দিন কিছুক্ষণ পরপর পুরানো গেম অ্যাপ স্মার্ট মনে রাখবেন না এবং নিয়মিত আপডেট দিন
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
প্রযুক্তির নতুন নতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন
আরো পড়ুন
[এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন]
[মাত্র ১৩ এমবির একটি অ্যাপ দিয়ে হবে এবার লাইভ স্ট্রিম স্কিন ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট আরো অনেক সুবিধা]
[ফ্রি আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে সেরা সাইট]
[মোবাইলে এই অ্যাপস গুলো নাই তো থাকলে এখনই মুছে ফেলুন না হলে বিপদে পড়তে পারেন]
[আপনার ফেসবুক পেজের পোস্ট কপি হলে যেভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন]
[নিয়ে নিন জাগো নিউজ ২৪ এর ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ ফ্রিতে]
[নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লাইক বাটন প্লাগিন]
[অ্যাপ ছাড়া যেভাবে যে কোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন]
পোস্টটি পরার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ
The post স্মার্ট ফোন একটুতেই গরম হয়ে গেলে করণীয়। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Y2yp51e
via IFTTT
No comments:
Post a Comment