অনলাইন অথবা অফলাইনে মেয়েদের জন্য ব্যবসা করার উপায় কি?
বর্তমানে নিজেকে একটা অবস্থানে দাঁড় করানোর মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য পুরুষের পাশাপাশি নারীরাও যথেষ্ট পরিশ্রম ও সাফল্য দেখিয়েছে।আমাদের দেশের মেয়েরাও যে শ্রম দিতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা এরা করিয়ে দেখিয়েছেন।এখন আপনি যদি একজন যুবতী নারী হিসেবে বেকার আর অলস জীবন নিয়ে আনন্দিত না থাকেন, কিংবা কাজের ব্যস্ত থাকতে চান।তবে আজই ব্যবসা বা অন্য কোনো কাজ এর মধ্যে চলে যান।আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তার নারী।যা অন্যান্য মেয়েদেরকেও উৎসাহিত করবে ভবিষ্যৎ জীবনে।এটাও হবে আপনার জন্যে একটা প্লাস পয়েন্ট, তখন নিজের মধ্যেও একটু ভালো লাগা কাজ করবে।নিম্নে অফলাইন অথবা ঘরে বসে অনলাইনে কাজ করা যাবে এমন কিছু ব্যবসার আলোচনা করবোঃ
কৃষি কাজঃ
নিজের বাড়ির ওঠানে কিংবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলেন বাগান।ফল-ফুল, সবজি প্রভৃতির গাছ লাগান।এক্ষেত্রে একদিকে পরিবেশের জন্যে যেমন ভালো হবে তেমনি অপরপক্ষে আপনার ইনকামের একটা সুন্দর উৎস হবে।মোটামুটি বেশি পরিসর জায়গা নিয়ে যদি বাগান করেন, তবে উৎপাদিত ফসল নির্দিষ্ট সময় পর পর বাজারে বিক্রি করতে পারেন।এছাড়া পারিবারিক চাহিদাও মেটাতে পারেন, যা আপনাদের পুষ্টির যোগান দিয়ে থাকবে।আবার বাজারজাত করলে অর্থিকভাবেও লাভবান হচ্ছেন।অর্থাৎ দুটো ক্ষেত্রে আপনাকে মুনাফার কাজ দিবে।আর এতে খুব একটা পুঁজিরও প্রয়োজন নেই।সুতরাং কম বাজেটে কৃষিকর্মটাই উত্তম।
অ্যাফিলিয়েটিং বা ডিজিটাল মার্কেটিং এর কাজঃ
আপনার যদি একেবারেই কোনো রকম পুঁজি না থাকে তবে ঘরে বসে একাজটিই হবে শ্রেয়তম।কারণ এক্ষেত্রে বাজেট শূন্য থাকলেও আপনি আর্ন করতে পারেন, তবে প্রয়োজনীয় কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে।যথাঃ স্মার্ট ফোন, ল্যাপটপ অথবা পিসি, ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ ব্যবস্থা।এগুলো থাকলেই অনলাইনের এই প্লাটফর্মে কাজ করতে পারবেন।আর সাথে কিছুটা অভিজ্ঞতা বা একর্মে উপযুক্ত হতে হবে বা শিখে নিতে হবে।কোনো একটি প্রডাক্টের প্রচার, রিভিউ ও বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে নিজস্ব ওয়েব পেইজ, অনলাইন যোগাযোগ মাধ্যম প্রভৃতিতে পণ্য বিক্রি করাই হলো মার্কেটিং এর কাজ।এছাড়াও আপনি ফাইভার বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং এর নানা রকম কাজ করতে পারবেন ঘরে থেকেই।অর্থাৎ অনলাইন এর দ্বারা শুধুমাত্র নেট কানেকশনের সহায়তায় বিশ্বের একপ্রান্তের কাজ অন্যপ্রান্ত থেকেই করে সাবমিট করতে পারেন।যা সত্যি অকল্পীনয় বিষয় হলেও আজ তা বাস্তবে রূপান্তরিত হয়েছে।আপনিও চাইলে উক্ত প্লাটফর্মে যোগদান করে হতে পারেন সফল ফ্রিল্যান্সার।
কাপড় সেলাইঃ
বাড়িতে বসে অফলাইনে কাজের আরেকটা উপায় হচ্ছে সেলাই করা।তবে আপনি ফোনের সাহায্য নিয়ে দূরের অর্ডারও নিতে পারেন।এটাও কম বাজেটে আয়ের এক অন্যতম পদ্ধতি।একাজের মাধ্যমে আপনি অনায়াসেই মাসে প্রায় দশ হাজার টাকার বেশি ইনকাম করতেও পারেন।কিন্তু শুরুতে কিছুদিন সময় ব্যয় করে কাজটাকে রপ্ত করে নিন।কিভাবে কাপড় কাঁটে, সেলায় করে, কাপড়ে ডিজাইন করতে হয় ইত্যাদি কাজগুলা শিখে ফেলুন।তাহলেই অল্প সময়ে স্বল্প খরচে ভালোই টাকা পাচ্ছেন।
ফ্রীতে palki2 responsive premium blogger Template নিতে পড়ুন
টিউশনি করুনঃ
স্কুল বা কলেজ অথবা এডমিশন টেস্ট দিবে এমন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান।ব্যাচ করে সুবিধা মতো সময় করে তাদেরকে পড়াতে পারেন।এছাড়া শহরে হলে বাসায় গিয়েও স্কুলের ছাত্র বা কলেজের ছাত্রীদের পড়িয়ে আসতে পারেন।এতে অত্যন্ত আপনার হাত খরচের টাকাটা পাবেন।আর একটা কথা হচ্ছে শিক্ষার্থী অবস্থায় আপনি যদি টিউশনির মতো পেশায় জড়িয়ে যান, তবে আপনিও সারাদিন পড়াশুনায় ব্যস্ত থাকবেন।যা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন।এছাড়া এখানে পুঁজি বা কোনো প্রকার খরচ নেই।কাজটাও থাকছে নিজ স্বাধীন, থাকছে না কোনো চাপ।নিজের প্রয়োজন আর তাগিদ থেকেই তাহলে শুরু করে দিন।দেখবেন ধীরে ধীরে আপনার ভিন্ন রকম অনুভূতি হবে শিক্ষকতার পেশায়।
অনলাইন বা অফলাইনে মেয়েদের জন্য ব্যবসা করার উপায় জানুন
অন্যন্য কন্টেন্ট বানানঃ
ভিডিও কিংবা আর্টিকেলে ইউনিক জিনিস তুলে ধরুন।প্রচেষ্টা রাখুন কপিরাইটিং মুক্ত লেখা প্রকাশের।ভিডিও এর স্ক্রিপ্ট রাখুন অন্যন্য।যা ভিন্ন হবে অন্যদের থেকে, একটু আলাদা রকম মজাদার ও শিখনীয় বস্তু যেন থাকে আপনার কন্টেন্টে।শূন্য পুঁজিতে চাইলেও এই প্লাটফর্মে আয় করা যায়।ফেসবুক চ্যানেল, ফ্রি ব্লগার সাইট বা পেইড ব্লগ, ইউটিউব চ্যানেল এ ভিডিও আপলোড বা কন্টেন্ট প্রকাশের মাধ্যমে তা মনিটাইজ করে টাকা পাবেন মাসে মাসে।অর্থাৎ কিছু পরিশ্রম শুরুর দিকে করতেই হবে।
খাবার তৈরি মাধ্যমেঃ
কেক, আচার, বাসায় অর্ডার নেওয়া ইত্যাদির দ্বারা আর্ন করা যাবে এখনকার সময়ে।অর্থাৎ বাড়িতে বসে অযথা সময় অপচয় না করে প্রতিদিন দুএকটা খাবার বানিয়ে তা পৌঁছে দিয়েই টাকা পেতে পারেন।সুতরাং স্বল্প বাজেটের মাঝে এটাও হচ্ছে একটা উপকারী কাজ।যা নিয়মিত করতে পারলে আপনিও পাচ্ছেন মাসের শেষে হাজার দশেক টাকার মতো।
এছাড়াও বাসায় বিউটি পার্লার এর কাজটাও করতে পারেন।মেয়েদের অন্যতম একটা কর্ম হচ্ছে সাজা কিংবা সাজিয়ে দেওয়া, মেকাপ করা।তাই আপনার জন্যে একটা পারফেক্ট কাজ হবে।
small business insurance companies সম্পর্কে পড়ুন
তাহলে নিজের বুদ্ধিমত্তা, শ্রম আর ধৈর্য্য দিয়ে উপরোক্ত যেকোনো একটা ব্যবসায় লেগে পড়েন।দেখবেন একদিন ঠিকই সফলতার কাছে চলে গেছে নিজ অজান্তে।তাহলে আজ এখানেই লেখা শেষ দিলাম, আগামীর পোস্টে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।
The post অনলাইনে নারীদের জন্য ব্যবসা করার উপায় appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pTAsujG
via IFTTT
No comments:
Post a Comment