আপনার ভিডিওটি ডাব হয়ে যাবে যেকোনো ভাষায় মাত্র এক ক্লিকেই! তাও আবার আপনার ভয়েসে ডাব with demo !
ডাবিং কি ?
ডাবিং (ইংরেজি ভাষা: Dubbing), এছাড়াও পুনরায়-রেকর্ডিং হিসাবে পরিচিত, চলচ্চিত্র নির্মাণের এবং ভিডিও উত্পাদনে ব্যবহৃত একটি পোস্ট উৎপাদন প্রক্রিয়া, যা কণ্ঠ্য রেকর্ডিং (সংলাপ চাই) মূল রেকর্ডিং ধাপে পরবর্তী ঘটে না। শব্দটি সাধারণত অন্য ভাষা ভাষী বিভিন্ন অভিনয় তাদের দ্বারা পর্দায় দেখানো অভিনেতা ভয়েসেস প্রতিকল্পন বোঝায়। ( Wikipedia )
এক কথায় , এক ভাষার কন্ঠকে অন্য ভাষায় রূপান্তর করা হচ্ছে ডাবিং ।
ডাবিং কেন প্রয়োজন ?
যত মানুষে ভাষা বোঝে অডিয়েন্স তত বেশি ! আর যত বেশি অডিয়েন্স তত ভিও তত আর্নিং । তাই আমাদের একই কনটেন্ট যত ভাষায় Available থাকবে তত বেশি ভিও হবে এবং আর্নিং হবে ।
ডাবিং কিভাবে করতে হয় ?
এখনো পর্যন্ত যেভাবে ডাব করা হয় সেটা খুবই সিমপল , ম্যানুয়ালি মুখ মিলিয়ে ভাষার রূপান্তর করা হয় । এর জন্য প্রয়োজন হয় দক্ষ আর্টিস্ট, অনেক টাকা আর অনেক সময় ।
ম্যানুয়ালি ডাবং করার বিকল্প – AI
এখন AI tools use করে মাত্র এক ক্লিকেই হয়ে যাবে ডাবিং ! এখনো প্রোফেশনালি এটি শুরু হয়নি । কারণ এখনো পারফেক্ট ফলাফল এটি দিতে সক্ষম হচ্ছে না ।
আমি একটি ভিডিও এর মাধ্যমে ডাব করে আপনার সামনে উপস্থাপন করছি ।
Click & Justify The Demo
Original – In English
Dubbed – In Hindi
কিভাবে ডাবিং করা যায়ঃ
প্রথমে আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে।
https://webapp.dubverse.ai/home
তারপরে কয়েক সেকেন্ড পর আপনার ভিডিওটা dubbed হয়ে যাবে ।
আপনি বাংলা সহ জরুরী প্রায় সকল ভাষায় ডাবিং করতে পারবেন । কোথাও সমস্যা মনে হলে নিজের ভয়েস ওভার দিতে পারবেন ।
এখানে একটাই সমস্যা, সেটি হচ্ছে ওয়াটার মার্ক ।
ওয়াটার মার্ক ছাড়া আনলিমিটেড টাইম ডাবিং হ্যাকস্ কমেন্ট বক্সে কমেন্ট করুন । ট্রিকবিডিতে এধরনের পোস্ট হয়তো allowed না । যায় হোক ভালো থাকবেন , সুস্থ থাকবেন। ট্রিকবিডির সাথেই থাকুন । ধন্যবাদ ।।।।
The post আপনার ভিডিওটি DUB হয়ে যাবে যেকোনো ভাষায় মাত্র এক ক্লিকেই! তাও আবার আপনার ভয়েসে DUB 😱 with demo appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/k46gOAh
via IFTTT
No comments:
Post a Comment