Howdy,
আজকে হাজির হলাম দুইটি টপিকস নিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এবং ফ্রী কিছু proxy ।
কেন আমরা Termux দিয়ে ভিডিও ডাউনলোড করবো ?
প্রথমে বলি এটি একটি ওপেন সোর্স অ্যাপ ।তার উপর আমার যতটুকু মনে হচ্ছে 90% সেইভ আছে। ১০০% সেইভ কখনও দেওয়া যাবে না। যদি ও এটা ১০০% সেইভ।
মূল কথায় আসি ,
আমরা YouTube থেকে ভিডিও ডাউনলোড করার জন্য thirtyparty অ্যাপস ব্যবহার করে থাকি। সেটা হতে পারে Vidmate , tubemate, snaptube আরো অন্যান্য অ্যাপ। যে thirtyparty অ্যাপস গুলো ব্যবহার করছি তারা ফ্রীতে দিচ্ছে ঠিক সাথে বিজ্ঞাপন ও দেখায় ।আমাদের যাতে বিজ্ঞাপন না দেখায় তার জন্য মোড ভার্সন গুলো ব্যবহার করি। কিন্তু আপনি হয়তো যানেন না সেই মোড অ্যাপে আসলেই ম্যালওয়্যার আছে কিনা বা সেই অ্যাপস এর ডাটাবেজ এখন কার কাছে আছে । এখানে আপনার ফোনে সকল গুরুত্বপূর্ণ ফাইল চুরি হতে পারে আপনার ফোনে ম্যালওয়্যার বসাবস করতে পারে।
অসুবিধা :
আপনি হয়তো জানেন না এখন অনেক পাওয়ার ফুল ম্যালওয়্যার আছে যাদের কে কোন scanner অ্যাপস ধরতে পারে না। তাই thirtyparty অ্যাপস আমাদের জন্য একদম সেইভ না।
আরেকটা কথা thirtyparty গুলো ভালো পরিমাণ মেগাবাইট প্রয়োজন হয় ,আপনার স্টোরেজ ২০০/৩০০ মেগাবাইট অনায়াসে খেয়ে ফেলে।
সুবিধা :
যদি আমরা termux ব্যবহার কি তাইলে উপরে যে ভয়টা সেটা ৯০% সেইভ আছে। সাথে ফোনের স্টোরেজ ও কম খাবে। তো আর বকবক না করে কাজে চলে আশা যাক।
প্রথমে termux এ যাবো এবং আপডেট করে নিবো। আমি জানি আপনারা জানেন কিভাবে আপডেট করতে হয় তাই আর দেখাচ্ছি না ।
এখন আমরা যেহেতু গিটহাব থেকে ফাইলটি ডাউনলোড করবো তাই গিট প্যাকেজটি ইনস্টল করতে হবে ।
pkg install git -y
এর পাইথন প্যাকেজটি ও লাগবে
pkg install python -y
এখন ফাইলটি ডাউনলোড করবো।
git clone https://ift.tt/OgJ2a59
ফাইলটি ডাউনলোড শেষ হলে আমরা ls দিবো।
এখন ডাউনলোড করা ফাইলটির ভিতরে প্রবেশ করবো।
cd BashTube
এখন আমরা requirements install করবো ।
pip3 install -r requirements.txt
এখন আমরা টুলসটি ওপেন করবো।
python bashtube.py
দেখতে পারছেন আমাদের টুলসটি রান হয়ে গেছে ।
এখন আমরা চাইলে ডাউনলোড করতে পারবো আপলোড করতে পারবো সাথে আমরা কেমন ফরমেটে ডাউনলোড করবো সেটাও সিলেক্ট করতে পারবো। আমি ডাউনলোড করে দেখাচ্ছি তাই ১ দিবো।
এখন আপনি ইউটিউব থেকে যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন যেটার লিংক কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন এবং ইন্টার দিবেন ।
দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড হচ্ছে। আমার স্পিড দেখেন।
কোথায় সেইভ হইছে সেইটা দেখাচ্ছে।
আপনি যদি ভিডিও লো কোয়ালিটি দিয়ে ডাউনলোড করতে চান তাহলে ৩ দিয়ে সেটা সিলেক্ট করে নিবেন ।
4 দিয়ে টুলস থেকে বের হয়ে যাবো ।
এখন ভিডিওটি যেই ফোল্ডার আছে সেখানে প্রবেশ করবো ।
cd downloaded
দেখতে পাচ্ছেন আমার দুইটি ডাউনলোড করা ।আমি ১ নাম্বারটি ফোনে নিবো তার জন্য লিখবো ।
mv (file name full) /sdcard/
চাইলে cp দিয়ে ও নিতে পারেন।
MV = move
Cp = Copy
দেখতে পাচ্ছেন ফোনে চলে আচ্ছে ।
এইভাবে যেকোন ভিডিও নাটক, মুভি ডাউনলোড করতে পারেন।
এই টুলসটির ভিতরে দুইটি ফরমেট আছে 720p,480p
যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন।
…………………………………….O……………………………………….
এখন দেখাবো কিছু proxy যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন । এখানে বিভিন্ন টাইপের proxy রয়েছে যেমন, socks4 ,socks 5 আরো কিছু।
তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।
ইতি মধ্যে আমরা termux তে আপডেট করেছিলাম তাই এখন আপডেটের প্রয়োজন নাই। সরাসরি ফাইলটি ডাউনলোড করবো।
git clone https://github.com/mishakorzik/Free-Proxy
ডাউনলোড হলে ls দিবো।
এবং ফাইলটির ভিতরে প্রবেশ করবো ।
cd Free-Proxy
এখন আমাদের setup করতে হবে ।
bash setup.sh
সেটআপ হতে একটু সময় লাগবে ।
সেটআপ শেষ হলে টুলসটি রান করবো ।
bash FreeProxy.sh
এখানে বিভিন্ন দেশের proxy পেয়ে যাবেন ।
Proxy কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার থেকে ভালো আপনারা জানেন তাই সেটা নিয়ে বলছি না।
তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
YouTube
The post Termux দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সাথে থাকছে কিছু FreeProxy । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/eO7R2vt
via IFTTT
No comments:
Post a Comment