হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি NOKIA ব্র্যান্ডের নতুন একটি মোবাইল। এই মোবাইল দেখতে বাটন মোবাইলের মতোই দেখায়। কিন্তু বাস্তবে এটা স্ক্রিনটাচ মোবাইল।
এই মোবাইটি অন্য সব সাধারণত মোবাইলের মতো নয়। এতে আরো অনেক অসাধারণ ফিচারস রয়েছে। মোবাইলটির পুরো বড়ি দেখতে অন্যান্য সব বাটন মোবাইলের ন্যায় দেখালেও এর বাটনগুলো টিপতে হয়না। বাটন চাপ দেওয়ার বদলে শুধু হালকা টাচ করলেই হয়ে যায়। তাছাড়া এটি বাটন মোবাইল বলে যে জাভা(JAVA) অথবা সেম্বিয়ান(Symbian) হবে এমনটা নয়। মোবাইল’টিতে অপারেটিং সিস্টেম হিসেবে KaiOs ব্যবহার করা হয়েছে। এটিই হচ্ছে এই মোবাইলের মূল আকর্ষণ।
এটাতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে Qualcomm Snapdragon-210, গ্রাফিক্স হিসেবে ব্যবহার করেছে Adreno 304, ডিসপ্লে’তে রয়েছে ১৬মিলিয়ন কালার, যার কারণে ডিসপ্লেকে যথেষ্ট উজ্জ্বল দেখায়। ১.১ গিগাহার্জ ক্লক স্পিড দেয়া হয়েছে এটিতে।
৪জি নেটওয়ার্ক চলে মোবাইল’টিতে। নেটের গতি অনেক বেশি হবে। অন্যান্য স্মার্টফোনের মতো এটিতেও ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ম্যাসেন্জার,ইমু সহ আরো অনেকগুলো অ্যাপস। স্মার্টফোনের যাবতীয় সুবিধা নিতে পারবেন ছোট্ট এই মোবাইল’টিতে।
র্যাম রোম পেয়ে যাবেন ৫১২ এবং ৪ জিবি । মাইক্রো ইউএসবি সাপোর্ট থাকবে। প্রয়োজনীয় সকল অ্যাপস ব্যবহারের পাশাপাশি আপনি চাইলি টুকটাক গেইমিংও করতে পারবেন। এতো আরো থাকছে Wifi সাপোর্ট এবং Hotspot সহ আরো কিছু দরকারি ফিচারস। মোবাইলের ডিসপ্লে স্বাভাবিকের থেকে আরেকটু বড় সাইজের দিয়েছে। বড় ডিসপ্লে থাকায় গান শুনতে,ভিডিও দেখতে এবং দৈনন্দিন ব্যবহারেও আলাদা সুবিধা পেয়ে যাবেন।
আরো একটা অবাক করা বিষয় হচ্ছে এই ডিভাইসে যে ব্যাটারী দেওয়া হয়েছে সেটা একেবারেই ফিট করা। মোবাইল থেকে আপনি ব্যাটারি খুলতে পারবেন না। কারণ এই মোবাইলের পুরো বড়ি ব্যাটারি’সহ ফিটিং করা। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে।
Sim & Network : GSM(2G)/HSPA(3G)/LTE(4G), Dual sim slot,
Body : plastic back, plastic frame
Display : TFT Capacitive Touchscreen (16M Colors), 2.8″ Inch Display, 143 PPI density, & 240×320 pixels.
Operating System : KaiOs, Qualcomm Snapdragon 210 (28nm), Quad core Processor 1.1 Ghz clock speed, and Adreno 304 Graphics. HTML5
Memory : Internal 4 Gb Storage, Ram 512 Mb, external 32 Gb Memory supported.
Camera : Rear Camera 2 Mp, LED Flash Light,
Battery : Non Removable Li-Ion 1500 Mah
Color : opal white, topaz blue, onyx black.
Extra Features : Wifi, Hotspot, Bluetooth 4.0, Micro USB, OTG
Made by Finland,
Model : TA-1303
Price : 8000 BDT
সব দিক বিবেচনা করে বলা যায় যে, আপনি যদি মোবাইলটা ব্যবহার করেন,তাহলে একটু অন্যরকম অভুভব করবেন। কারণ এটি খুবই আনকমন একটা প্রোডাক্ট।
আমার আর্টিকেল’টি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো পোস্ট নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ…!!
The post মাত্র ৮০০০ টাকায় KaiOs পরিচালিত Nokia 8000 (4G)-মডেলের ব্র্যান্ড নিউ ফোন! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/72jkD4T
via IFTTT
No comments:
Post a Comment