• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, March 11, 2023

    New

    আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

    বর্তমান সময় আমরা বিশেষ করে ব্যাংকিং খাতের মধ্যে প্রায় যারা যারা সংযুক্ত আছি প্রায় 80 % মানুষ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করেন।

    ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এর বড় সুবিধা হলো ব্যাংকে না গিয়ে ATM এর মাধ্যমে ২৪ ঘন্টা টাকা উত্তোলন করা যায়।

    এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট করা যায়,, কেনা কাটা করা যায়,, বিদেশ ভ্রমন করা যায় ইত্যাদি বিভিন্ন সুবিধা আছে।

    কিন্তু তবুও বর্তমানে প্রযুক্তির সাহায্যে হ্যাকাররা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর তথ্য নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

    যার ফলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় পড়ছেন,এবং অনেকে সর্বস্ব হারিয়ে থাকছেন।

    মূলত ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দিয়ে যদি কখনো কোনো
    বিদেশি ওয়েবসাইট এ পেমেন্ট করেন অবশ্যই জেনে বুঝে পেমেন্ট করবেন

    আগে দেখে নিবেন সেই ওয়েবসাইট কতটুকু বিশ্বাস যোগ্য এবং সেটাই পেমেন্ট করলে ক্ষতি হবেন না তো ,, তাই জেনে বুঝে করবেন।

    হুট করে যদি আপনার জিমেইল একাউন্ট এ যেখানে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য আসে সেখানে লোভনীয় কোনো অফার আসে

    সেই অফার গুলোতে আপনারা ক্লিক করে আপনার পার্সোনাল ডাটা শেয়ার করবেন না, তাহলে হ্যাকার এর ফাঁদে পড়ে যাবেন।

    যদি কখনো কোনো অ্যাপস এ লগ ইন করার আগে আপনার ব্যাংক এর ওটিপি কোড চাই ভুল করেও দিবেন না,, তাহলে দেখা যাবে আপনার কার্ড এর অ্যাকসেস হ্যাকার এর কাছ যাবে।

    কখনই কোনো ফিশিং লিঙ্ক গুলো তে ক্লিক করবেন না,, সেইগুলো সরাসরি আপনার সব ডাটা কালেক্ট করে নিবে এবং আপনাকে ক্ষতির মুখে ফেলবে।

    যদি কখনো খাবার এর পেমেন্ট করেন তাহলে অবশ্যই চেক করে নিবেন যে আপনার টোটাল বিল কত,,

    না দেখে পেমেন্ট করে দিলে তারা আপনার থেকে বেশি পরিমাণ টাকা আদায় করে নিতে পারে।

    তো আপনারা যদি এইসব উপায় গুলো অবলম্বন করেন অবশ্যই ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

    তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে trickbd এর সাথেই থাকুন।

    The post ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করার সময় সচেতন থাকবেন যেভাবে জেনে নিন!! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/UvKlaqN
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel