• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, March 4, 2023

    New

    আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

    প্রযুক্তি এর ছোঁয়া এর জন্য সব কিছুতেই উন্নতি শুরু হয়েছে,, হাতে থাকা মোবাইল ও এর বাইরে নয়।

    বর্তমান সময়ে মানুষ সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইল বেশি ব্যাবহার করে তবে অনেকের কাছে এই মডেল টা বেশ পুরনো হয়ে গেছে।

    তারা নতুনত্ব আনতে চান, বর্তামান সময় মানুষ ফোল্ডিং ফোন ব্যাবহার করতে চান বেশি, তবে দুঃখজনক বিষয় হলো,, অধিক দাম এর জন্য

    এটি সবার নাগাল এর বাইরে, খুব কম সংখ্যক মানুষ এই ফোন ব্যাবহার করেন,, ইচ্ছে থাকলেও পছন্দের ফোন টি তারা নিতে পারেন না।

    তাই এইবার গ্রাহকদের কথা বিবেচনা করে টেকনো নতুন ফোল্ডিং আনতে চলেছে বেশ সাশ্রয় দাম এর মধ্যে ।

    টেকনো ফ্যান্টম ভি ফোল্ড নাম দিয়ে নতুন মডেল এর টেকনো ফোল্ডিং ফোন আনবে টেকনো।

    টেকনো এর এক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই ফোন টি স্যামসাং এর ফোল্ডিং ফোন এর সাথে পাল্লা দিবে।

    টেকনো খুব জলদি ফ্যান্টম ভি ফোল্ড ফোন টি রিলিজ করবে,, ফোন টি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এর মত হবে।

    ফোনটি বিশ্বের অনেক দেশের মধ্যে লঞ্চ হয়েছে খুব জলদি বাংলাদেশে আসবে এই ফোনটি অফিসিয়াল ভাবে।

    এই ফোন টি তে পাবেন ৭.৮৫ ইঞ্চির প্রাইমারি ফ্লেক্সিবল ডিসপ্লে যাতে সহজে ফোল্ড করা যায়। আর এই ডিসপ্লে তে শোনা যাচ্ছে ২কে ডিসপ্লে থাকতে পারে।

    ১২০ হার্টজ এর রিফ্রেশ রেট পাবেন যাতে ফোন চালানোর সময় আলাদা স্মুথ ফিল পাবেন।

    ৫০ মেগা পিক্সেল এর ক্যামেরা পাবেন, এবং ১২ জিবি জার্ম এবং ৫১২ জিবি পরিমাণ বিশাল ইন্টারনাল মেমোরি।

    এছাড়াও আরো অনেক কিছু ফিচার পাওয়া যাবে টেকনো এর এই ফোল্ডিং ফোন টি তে।

    ফোনটির দাম সম্পর্কে বিস্তারিত জানা যায় নী তবে ধারণা করা হচ্ছে ৫৬ থেকে ৬০ হাজার এর মধ্যেই ফোনটি পাওয়া যাবে, বাংলাদেশের বাজারে।

    তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য TRICKBD এর সাথেই থাকুন।

    যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

    আমার ফেসবুক আইডি

    The post কম বাজেটে ফোল্ডেবল ফোন নিয়ে আসলো টেকনো!! জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/Gv5LqP2
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel