• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, March 28, 2023

    New

    আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

    সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে 🥰

    মোবাইল ফোন হলো এমন এক ডিভাইস যা সচারচর আমাদের সবার কাছে একটা গুরুত্তপূর্ণ এক উপাদান।

    একটা সময় ছিল যখন বিভিন্ন নামী দামী মোবাইল ফোনে ইয়ারফোন জ্যাক দেওয়া হতো।

    কিন্তু বর্তমানে অনেক ফোন গুলোতে ইয়ারফোন জ্যাক দেওয়া হচ্ছে না।

    কিন্তু কেনো দেওয়া হচ্ছে না এর কারণ হয়তো অনেকই জানেন না,, অনেক এর মনে এমন প্রশ্ন জাগতে পারে।

    তো চলুন জেনে নেই কেন ইয়ারফোন দেওয়া হয় না অনেক ব্র্যান্ড এর মোবাইল ফোন গুলোতে।

    ফোনের সাথে ৩.৫ মি.মি ইয়ারফোন জ্যাক দেওয়া হতো কিন্তু এটি কে সরিয়ে ফেলার অন্যতম কারণ

    ফোন গুলোর ডিজাইন এবং পারফরমেন্সপরিবর্তন নিয়ে আনার জন্য।

    অন্য কারণ হলো বাজারে ফোন এর পাশাপাশি অন্যান্য মোবাইল ডিভাইস চাহিদা অনুযায়ী সরবরাহ করার জন্য ।

    গ্রাহক এর আগ্রহের পরিবর্তন করে অন্য সব পন্য এর বাজার বৃদ্ধি করার জন্য।

    বর্তমানে প্রায় সবাই পছন্দ করে তাদের মোবাইল ফোন ভারি না হয়ে পাতলা হবে

    এই জন্য মোবাইল ফোন অপারেটর গুলো ইয়ারফোন জ্যাক না দিয়ে মোবাইল এর ডিজাইনে নজর দিচ্ছে।

    আর বিশেষ করে নামী দামী ব্র্যান্ড এর ফোন গুলো বেশিরভাগ ওয়াটারপ্রুফ হয় যেমন আইফোন।

    এই ফোন গুলোর বর্তমান ভার্সনে ইয়ারফোন জ্যাক দেওয়া হয় না কারণ ৩.৫ মিমি জ্যাকের জন্য প্রয়োজনীয় ওপেন পোর্টের কারণে ফোনটি পানি প্রতিরোধী হয়ে উঠতে পারে না।

    যার ফলে এই ছোট অংশ টুকু বাদ দেওয়ার ফলে ফোন এর বাইরে ফাঁকা অংশ কম থাকে যার ফলে ফোন এ তরল পদার্থ এর সংমিশ্রন হয় না। এবং ওয়াটার প্রুফ হয়।

    দ্বিতীয় কারণ হলো ফোন এর পাশাপাশি অন্য সকল জিনিস যেমন ব্লুটুথ ডিভাইস হেডফোন ইত্যাদি এর জন্য কোম্পানী গুলো ইয়ারফোন জ্যাক দেই না।

    অনেকে আছেন ইয়ারফোন এ গান শুনেন কিন্তু ফোন এ ইয়ারফোন জ্যাক নেই তাই বাধ্য হয়ে বাইরে থেকে ওয়ারলেস প্রযুক্তি এর জিনিস কেনা লাগে। তাই নতুন পণ্য এর চাহিদা বাড়ে।

    অন্য দিকে ব্যবসা এর দিক বিবেচনায় মোবাইল ব্রণ্ডগুলো তাদের নিজস্ব আলাদা আলাদা ডিভাইস তৈরি করে যা ব্যবহার করা যায়। এবং তাদের মুনাফা বৃদ্ধি এর জন্য গ্রাহকের আলাদা করে কিনতে হয়।

    এই জন্য তারা মোবাইল ফোন থেকে ছোট ইয়ারফোন জ্যাক দেওয়া বাদ দিয়ে দেই। এবং আলাদা করে তারা তাদের মার্কেট প্লেসে তাদের নিজস্ব পণ্য নিয়ে আসে।

    তো এইসব কারনে অনেক ফোন গুলোতে ইয়ারফোন জ্যাক দেওয়া হয় না।

    এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন

    The post নামী দামী মোবাইল ফোনে ইয়ারফোন জ্যাক দেওয়া হয় না কেনো!! জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/9NfilJM
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel