আসসালামু আলাইকুম
প্রিয় ভাইগন আশাকরি সবাই ভালো আছেন ।
আমরা অনেকেই আছি Facebook এবং Youtube ভিডিও তৈরী করতে চাই ,
কিন্তু নিজের ভয়েস ব্যবহার করতে চাইনা।
তারা চাইলে text to speech ব্যবহার করতে পারেন, Text to speech মানে আপনি কোন লিখা লিখে সেটাকে
রিয়েল ভয়েসে কনভার্ট করতে পারবেন। পরে ভিডিও এডিটিং মাধ্যমে সেটাকে ভিডিওতে যুক্ত করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক……………
১। প্রথমে আপনার ফোনের যেকোন একটি ব্রাউজার অপেন করে নিন।
২। এবার সার্চ বক্সে গিয়ে voicemaker.in এটি লিখে ,সার্চ আইকনে ক্লিক করুন।
৩। এখানে লাল বক্সে আপনার যে লিখাটা text to speech Convert করতে চান তা লিখুন,
এরপর লাল বক্সে নীল কালারের ১,২,৩,৪ এইগুলি আপনি কোন লাইনের পর কতক্ষন থামবে,
সব কিছু ক্লিক করে করে ঠিক করে নিবেন।
৪। AI Engine লাল কালারের ১নং বক্সঃ
থেকে আপনির ভয়েস কেমন চান,সে অনুযায়ী Standard TTS, Neural TTS যেকোন একটই সিলেক্ট করে নিবেন। তবে আমার কাছে Neural TTS এর মোডটি ভালো মনে হয়েছে।
Language and Regions লাল কালারের ২নং বক্সঃ
এখানে আপনার লিখা অনুযায়ী English, British লিখার বক্সে ক্লিক করে ভয়েস সেট করবেন,তবে আপনার লিখা ইংরেজি হলে English, British এটাই আমার কাছে ভালো মনে হয়েছে।
Voices লাল কালারের ৩নং বক্সঃ
এখানে আপনি ফ্রি ভয়েস হিসেবে Amy Female …Brian Male… Emma…Female পাবেন,
এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দেখবেন । যে ভয়েস ভালো লাগে সেটি সিলেক্ট করে দেখবেন।
৫। এরপর একটু নিছে আসবেন এবার CONVERT TO SPEECH ক্লিক করবেন, দেখবেন কনভার্ট হয়ে প্লে হয়ে যাবে।
আপনি চাইলে Voice Volume এর মাধ্যমে Volume কমাতে বাড়াতে পারবেন, Voice Speed এর মাধ্যমে ভয়েস স্পিড বাড়াতে কমাতে পারবেন ।
৬। এবার অডিওটি শুনতে play আইকনে ক্লিক করুন,
অডিওটি ডাউনলোউড করতে চাইলে, ডাউলোড আইকনে ক্লিক করুন অথবা
CONVERT TO SPEECH এর নিছে Downliad To MP3 ক্লিক করুন।
৭। ডাউনলোড আইকনে ক্লিক করার পর দেখবেন,ডাউনলোড হোয়েগেছে।
যদি বুঝতে সমস্যা হয়, এই ভিডিওটি দেখতে পারেন ।
আল্লাহ হাফেজ…।
The post Make text to speech video by android 2023 || Convert text to speech without any third party appp appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Q0haYks
via IFTTT
No comments:
Post a Comment