• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, September 5, 2022

    New

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

    আজকে হাজির হলাম comments hide and Comments Ranking নিয়ে। চলুন একটু বিস্তারিত জানা যাক।

    একটা উদাহরণ দেওয়া যাক,  আমরা সবাই কম বেশি ফেইসবুক ব্যবহার করে থাকি। কেউ একটু বেশি কেউ একটু কম, ছোট বড় সবাই ব্যবহার করি। এখন কথা হচ্ছে আমাদের সবারই বন্ধু বান্ধবী আছে আমরা রিয়েল লাইফে এবং  ভার্চুয়াল লাইফে বন্ধু বান্ধবীদের সাথে মজা করে কত কিছু না বলে থাকি। এর মজা করার সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি যেটা কিনা আমাদের খারাপ লাগার কারণ হতে পারে বা বড়রা দেখতে অসম্মতি হবে বা পরিবারের কেউ দেখলে আমাকে খারাপ ভাবতে পারে ।এই রকম থাকে না কত কথা।

    আজকে দেখাবো যেই কথায়  আপনার খারাপ লাগতে পারে বা অসম্মতি হতে পারেন  বা পরিবারের কাছে খারাপ হতে পারেন সেই কথা যদি ফেইসবুকে থেকে তুলে দেওয়া যায় কেমন হয় বিষয় না। আসলে আপনার পার্সনাল কিছু কথা যদি কেউ কমেন্ট বক্সে লিখে সেটা কেউ দেখতে পারবে না even আপনি ও না যদি না সেটা আপনি unhide করেন। হতে পারে সেই কথা টা কোন গালিগালাজ বা অন্য কিছু যেইটা হোক কেউ যেন সেটা না দেখতে পারে সেই ট্রিক আজকে দেখাবো চলুন শুরু করা যাক।

    প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাবো। আপনি আপনার পছন্দের মতো একটা ব্রাউজারে চলে যাবেন হ্যাঁ অবশ্যই সেই ব্রাউজারে যেন desktop Mod থাকে।

    এখন আমরা আমাদের ব্রাউজারের desktop mod অন করে নিবো এবং ফেইসবুকে লগইন করবো। যদি কারো desktop mod আসচ্ছে সমস্যা করে তাহলে আপনি web.Facebook.com ইন্টার করতে পারেন।

    লগইন হয়ে গেলে আমরা চলে যাবো settings & privacy তে।

    তারপর চলে যাবো settings এ ।

    এখন চলে যাবো profile and tagging অপশনে ।

    মার্ক করা জায়গায় লেখা আছে hide comments containing certain words from your profile এখানে আমার ভাষায় বলছি ।এই বক্সে আপনি না লিখে সেইভ করবেন সেটা আপনার যেকোন পোস্টে বা প্রোফাইলে হাইড হয়ে থাকবে ।মানে যদি অন্য কোন ব্যক্তি ওই লিখা দিয়ে আপনাকে কমেন্ট করে তাহলে ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনি যদি চান সেটা unhide করে দেখতে হবে।

    আমি আপনাদের দেখানোর জন্য কিছু একটা লিখে সেইভ করলাম। আপনি চাইলে emogi or sticker ও ব্যবহার করতে পারেন। আপনি ১০০০ word লিখতে পারবেন।

    আমি একটা temp আইডি দিয়ে আমার প্রোফাইলে কমেন্ট করলাম ।যেই লেখাতা আমার hide system এ লিখছি ।

    দেখতে পাচ্ছেন আটো হাইড হয়ে আছে। কেউ দেখতে পারবে না। যদি আপনি চান তাহলে হাইড কমেন্ট উপর ট্যাপ করে ধরে রাখবেন।

    এখন আনহাইড করলেই সেই লেখা গুলো দেখতে পারেন।

    তো এখন আশি কিভাবে আপনার কমেন্ট রেকিং করে রাখবেন। বুঝানোর জন্য কিছু কথা বলি , আপনি  খেলায় করলে দেখতে পারেন যে কিছু কিছু পোস্টে দেখবেন 50 টা কমেন্ট কিন্তু আপনার কাছে ৪০ টা সো করতাছে বাকি গুলো সো করে না ।আপনি যখন আপনার comments ranking চালু করবেন তখন আপনি বাকি ১০ সহ মোট 50 টা কমেন্ট দেখতে পারবেন।

    Comments ranking চালু করলে আপনি তিনটি অপশন দেখতে পারবেন

    • Most relevant comments
    • Newest Comments
    • All comments

    চলুন দেখে আশা যাক কিভাবে সেই অপশন চালু করবো।

    প্রথমে আমরা যে কোন একটা ব্রাউজারে চলে যাবো তারপর desktop মোড অন করে ফেইসবুকে লগইন করবো।

    তারপর settings and privacy তে চলে যাবো।

    তারপর settings চলে যাবো।

    তারপর public posts চলে যাবো।

    তারপর comments ranking অপশন পেয়ে যাবো তার ডানে edit option ক্লিক করবো।

    এখানে আপনারটা off থাকবে আপনি On করে দিবেন তাহলে কাজ শেষ। যদি ও এই ট্রিক অনেক পুরাতন তারপর ও শেয়ার করলাম। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

     page

    Facebook

    YouTube

    Telegram

     

    The post Facebook এর Auto specific কমেন্ট হাইড সিস্টেম কিভাবে On করবেন এবং সাথে থাকছে Facebook Comments ranking অপশন on করার ট্রিক। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/uTmLyEI
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel