আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এর ফলে আপনারা যেকোনো সময় যেকোনো জায়গায় সিম ছাড়াই টেলিগ্রাম অ্যাপে লগইন করতে পারবেন
প্রথমে OTP ছাড়া Login এর Settings চালু করতে হবে
১, এজন্য প্রথমে Telegram App ইন্সটল করে Open করে নিবেন, আমি নতুন নাম্বার দিয়ে টেলিগ্রাম Account খুলে দেখাচ্ছি । আপনার নাম্বার লিখে কনফার্ম করে নিন
২, Sign in with Google এ ক্লিক করে যেকোনো জিমেইল আইডি সিলেক্ট করে নিন, চাইলে উপরে Email লিখে কোড পাঠিয়ে ই-মেইলকেও টেলিগ্রাম নাম্বারের সাথে যুক্ত করতে পারেন
৩, এরপরে আপনার নাম্বারে কোড যাবে সেটি লিখুন
৪, নাম লিখে সেইভ করে নিলাম, এখন Menu বারে ক্লিক করুন
৫, Settings ➤ Privacy and Security তে দেখুন Login Email অপশন এবং আপনার ই-মেইল এসেছে কিনা
যদি আসে তো আপনার সেটিংস সেট করা হয়েছে
এখন OTP ছাড়াই লগইন হয় কিনা চেক করব
৬, এজন্য Plus messenger ইন্সটল করে Open করে নিই । এখন নাম্বার লিখে কনফার্ম করি
৭, নাহ! Plus Messenger এ লগইন হয় না । কোড টেলিগ্রাম অ্যাপে চলে এসেছে, কোড লিখে লগইন করতে হবে
অর্থাৎ, টেকনিক টি Plus Messenger এ কাজ করে না
চলুন দেখি, টেকনিকটি Telegram App এ কাজ করে কিনা?
৮, এজন্য প্রথমে Telegram Messenger অ্যাপ Open করে Menu বার থেকে Settings এ যাই
৯, এখন উপরের ত্রিডট মেনুতে ক্লিক করে Log Out এ ক্লিক করি
১০, এখন নিচের Log out এ ক্লিক করে আবার Log Out এ ক্লিক করি ।
১১, এরপর এখন Telegram messenger Open করে নিই এবং নাম্বার লিখে কনফার্ম করি
১২, দেখুন কোড Plus Messenger এ চলে এসেছে, কিন্তু আমরা OTP ছাড়াই Login করতে চাই
১৩, এজন্য Sign in with Google এ ক্লিক করে এই নাম্বারের সাথে যুক্ত জিমেইল আইডি সিলেক্ট করে নিলাম
১৪, ব্যাস, এখন কোড ছাড়াই অ্যাপে লগইন হয়ে গেল
আর এভাবেই আপনি কোনো প্রকার কোড ছাড়াই শুধু জিমেইল দিয়েই লগইন করতে পারবেন
১, আপনি চাইলে Sign in with Google এর পরিবর্তে উপরে E-mail লিখে কোড পাঠিয়ে ই-মেইলের কোডেই লগইন করতে পারি । সেক্ষেত্রেও Number এ কোড পাঠানো ছাড়াই লগইন সম্ভব ।
২, ট্রিকসটি Telegram, Telegram Beta, Telegram Web, Telegram X এ ১০০% কাজ করে
৩, Graph messenger, Plus Messenger এসব অ্যাপে এখনো কাজ করছে না, তবে টেলিগ্রাম থেকে সহজেই এসব অ্যাপে লগইন সম্ভব
The post [𝗪𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝗢𝗧𝗣] ➤ OTP ছাড়াই কিভাবে টেলিগ্রাম Account এ LogIn করবেন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/4TnOZUD
via IFTTT
No comments:
Post a Comment