আসসালামুয়ালাইকুম
আমি জানি lucky patcher নিয়ে অনেক পোস্ট করা হয়েছে। তবে মূল অ্যাপ/গেম মডিফাই না করে হ্যাক করা যায় এমন পোস্ট নেই বা আমি খোঁজে পায়নি।
Lucky Patcher কি?
এটি একটি android tools app যা দিয়ে মূলত অ্যাপ বা গেম মডিফাই করে অ্যাপ এর জেমস,কয়েন,পয়েন্টস,ডায়মন্ড ইত্যাদি কেনা যায়। এটি দিয়ে আরও অনেক কিছু করা যায় যেমন:
১. In app Purchase Hack
২. Ad Blocker
৩. License হ্যাক
৪. App Patch
৫. Change app Activities and Permission
৬. Clone app এবং আরও অনেক কিছু।
এখন আমি যে পদ্ধতি দেখাবো সেটা করলে আপনাকে কষ্ট করে বার বার প্রতিটি অ্যাপ lucky pacther এর মাধ্যমে মডিফাই করতে হবে না। একবার করলেই, প্লে স্টোরে থেকে গেম নামবেন আর purchase এ ক্লিক করলে auto lucky patcher এ redirect হবে। তখন yes ক্লিক করলেই আপনার purchase কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি আপনার ডায়মন্ড/জেমস/কয়েন পেয়ে যাবেন।
প্রথমে lucky patcher installer ডাউনলোড করে ইনস্টল করে নিন লেখা টায় ক্লিক করে। Direct Download Link
আমি যে লিংক দিসি এখান থেকেই ডাউনলোড করবেন। এটা অফিসিয়াল সাইট । গুগল এ সার্চ দিলে বেশিরভাগ ম্যালওয়্যার অ্যাপ আসবে।
ইনস্টল হয়ে গেলে অ্যাপ ওপেন করে yes চাপ দিন।
তারপর ২য় বার ইনস্টল হলে Start Uninstalling The Installer চাপ দিন
অ্যাপ ইন্সটল হয়ে গেলে । এখন আপনাকে lsposed install করতে হবে magisk app এ।
Lsposed donwload link
magisk এর setting থেকে Zygisk অন করে নিবেন
তারপর modules এ গিয়ে install from storage এ চাপ দিয়ে, আপনার ডাউনলোড করা lsposed টি ইন্সটল করে নিবেন । যদি Zygisk error আসে তাহলে ফোন টা রিবুট দিয়ে আবার চেষ্টা করবেন।
lsposed install হয়লে ফোন রিবুট দিবেন । রিবুট দেয়ার পর দেখবেন নোটিফিকেশন এ lsposed অ্যাপ এর নোটিফিকেশন আছে ওখানে ক্লিক করে modules এ গিয়ে lucky patcher এ ঢুকে enable করে দিয়ে তারপর ফোন আবার রিবুট দিবেন
ফোন রিবুট হয়ে গেলে। Lucky patcher অ্যাপ এর ভিতর ঢুকে screenshot এ দেখানো অপশন গুলো অন করে apply এ চাপ দিবেন
তারপর নিচের screenshot এর মত করে google play store mod version আপনার ফোনে ইন্সটল করে নিবেন । আপনার error আসতে পারে। যেমন error:you must uninstall the original version। Error আসলে যা চাবে yes দিয়ে দিবেন বা ম্যানুয়ালি, মানে lucky patcher থেকে বা কোনো system app uninstaller থেকে play store uninstall করবেন (ম্যানুয়ালি আনইনষ্টল করলে কিছু xiaomi ফোন bootloop এ পড়তে পারে। সেক্ষেত্রে আপনার সিস্টেম এর দরকারি ফাইল ব্যাকআপ করে রাখবেন) । এবং রিবুট চাইবে রিবুট দিবেন। তারপর আবার ইনস্টল করার চেষ্টা করবেন। আশা করা যায় একবার রিবুট দেয়ার পরবর্তী তে ইনস্টল হবে। (যদি ৩৭.৫.২৪ ভার্সন টা ইনস্টল না হয় তবে ৩৩.০.১৬ ভার্সন টা ইনস্টল করার চেষ্টা করবেন।)
এখন ইনস্টল হয়ে গেলে। আপনার পছন্দের অফলাইন গেম ডাউনলোড করে purchase করার চেষ্টা করেন দেখবেন কাজ হয়ে যাবে।
এখন যে গেম এ প্লে store থেকে ডাউনলোড দিবেন সেটাই হ্যাক করতে পারবেন আলাদা ভাবে অ্যাপ মডিফাই করতে হবে না বার বার ।
কিছু কথা বলে রাখলে ভালো হয় যে 50%+ এই জন্য লেখিছি কারণ অনেক গেম আছে যেগুলো অনলাইন এ ভেরিিকেশন করে purchase সেগুলো কাজ করবে না। তাই বলে এমন না যে এটা শুদু অফলাইন গেম এই কাজ করবে, অনেক অনলাইন গেম আছে সেগুলো তেও কাজ করে এই মেথড ।
The post প্লে স্টোর এ ৫০%+ গেম/অ্যাপ এর কয়েন,জেমস,ডায়মন্ড ইত্যাদি হ্যাক করবেন যেভাবে মূল অ্যাপ মড করা ছাড়া। [Need Root] । Lucky Patcher । Lsposed appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/CZKOSmi
via IFTTT
No comments:
Post a Comment