• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, April 11, 2024

    New

    টেলিগ্রাম। আপনি কি টেলিগ্রাম ইউজার। মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইমো, এর মতই আমাদের দেশে ও সারা পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, যারা টেলিগ্রাম ব্যবহার করছে তারা মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ কে বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই টেলিগ্রাম ব্যবহার করছে।

    তো এমনটা হওয়ার কারণ কি? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ গুলো নিচে সিরিয়াল অনুযায়ী উল্লেখ করলাম:-

    ‌১. আমাদের ব্যক্তিগত তথ্যগুলো মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ এর থেকে টেলিগ্রামে বেশি নিরাপদ থাকে।

    ২. টেলিগ্রাম এ রয়েছে শরীর কাপিয়ে তোলার মত ছোটো বড়ো অনেক অনেক ট্রিকস। যা মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ এ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

    ৩. ইউটিউব চ্যানেল এর মত টেলিগ্রাম এও রয়েছে টেলিগ্রাম চ্যানেল। যার মধ্য সাবস্ক্রাইব করার অপশন ও রয়েছে।

    ‌৪. মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। কিন্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হবার সম্ভাবনা ১% এরও কম। যা এককথায় হ্যাক হয়না বললেই চলে।

    ‌৫. টেলিগ্রামে রয়েছে অসংখ্য পরিমানে টেলিগ্রাম বট। বট হচ্ছে এমন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট যা সবাইকে অটোমেটিক রিপ্লাই করে। জি, কোনো টেলিগ্রাম বট কে আপনি কিছু টেক্সট করলে সেই অ্যাকাউন্ট থেকে কোনো মানুষ আপনাকে রিপ্লাই করবে না। সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট নিজেই আপনার টেক্সট পড়বে। তারপর সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ভাবে আপনার কাছে একটি রিপ্লাই আসবে। মেসেঞ্জার এ যে সমস্ত বট রয়েছে তা শুধুমাত্র Hi, Hello, I love You লিখতে পারে এবং মজা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বটের দিক দিয়ে একমাত্র টেলিগ্রাম অ্যাপস ই সবচাইতে সেরা। টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি হিসাব নিকাশ, লেখা পড়া, এমনকি টাকা ইনকাম ও করতে পারবেন। টাকা ইনকাম এর বট গুলো গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।

    ৬. মেসেঞ্জার এ আপনি গেম খেলতে চাইলে আপনাকে কিছুটা ঝামেলা পোহাতে হতে পারে। আর ম্যাসেঞ্জার এ গেম এর পরিমাণ ও খুব কম। কিন্ত একটি টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি ৫০০ এর উপরে গেম খেলতে পারবেন। এবং প্রতিটি গেমই আপনার জন্যে হবে সম্পূর্ণ ঝামেলামুক্ত।

    এখন আপনারাই বলুন। টেলিগ্রাম বেশি গুরুত্তপূর্ণ নাকি মেসেঞ্জার হোয়াটস অ্যাপ। এবং এখন আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী দুইটি ট্রিকস শেয়ার করবো যেগুলো আপনি মেসেঞ্জার কিংবা হোয়াটস অ্যাপ কিংবা অন্য কোনো মেসেঞ্জার অ্যাপস এ পাবেন না।

    Chats Group

    আমার আজকের শেয়ার করা ট্রিকস টি হচ্ছে চ্যাটস গ্রুপ। আমাদের সকলের মেসেঞ্জার অথবা হোয়াটস অ্যাপ এ এক সারিতে অনেক জনের চ্যাট থাকে। অর্থাৎ আমাদের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় সজন, পারা প্রতিবেশী, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, অফিসের লোকজন সকলকে আমরা এক সিরিয়ালে দেখতে পারি। যা দেখতেও কিছুটা বিরক্তিকর আবার নির্দিষ্ট করে কারো চ্যাট খুঁজতে গেলে সহজে খুঁজে পাওয়া যায়না। আবার এক জনকে পাঠানো মেসেজ ভুলে অন্য জনের কাছে চলে যেয়ে মাঝেমধ্যে খুবই নাজেহাল অবস্থায় পড়তে হয়।

    মেসেঞ্জার কিংবা হোয়াটস অ্যাপ কিংবা অন্যান্য সকল মেসেঞ্জার অ্যাপ গুলোতে এই সমস্যাটি সমাধানের কোনো উপায় নেই। কিন্তু টেলিগ্রাম আপনাকে দিচ্ছে এই সমস্যাটি সমাধানের জন্য খুবই কার্যকরী ও চমক দেওয়ার মতো একটি ট্রিকস। যা পুরোই অবাক করার মতো। এই ট্রিকস এর মাধ্যমে আপনি আপনার টেলিগ্রাম এর চ্যাট গুলোকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী গ্রুপ করে রাখতে পারবেন।

    প্রথমে আপনাকে আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে। এরপর উপরে থাকা 3 Dot অপশন এ ক্লিক করুন।

    নিচে দেখুন Chat Folder নামে একটি অপশন আছে। Chat Folder অপশন এ ক্লিক করুন।

    নাম্বার 1 অপশনে আপনি আপনার আপনার চ্যাট গুলোর জন্য যেই গ্রুপ টি খুলবেন সেই গ্রুপ বা ফোল্ডারের একটি নাম দিতে পারবেন। ২ নাম্বার অপশন থেকে আপনি আপনার টেলিগ্রাম এর চ্যাট গুলো ফোল্ডারে যোগ করতে পারবেন। আর তিন নাম্বার অপশন এ আপনার ফোল্ডার থেকে চ্যাট গুলো রিমুভ করতে পারবেন।

    দেখুন আমার চ্যাট ফোল্ডারের একটি নাম দেওয়া হয়ে গেছে। এবং কিছু ফ্রেন্ড এর চ্যাট এই ফোল্ডারে যুক্ত করা হয়ে গেছে। এবং কিছু ফ্রেন্ড এর চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। আপনার কিছু ফ্রেন্ড দের আপনি অ্যাড অথবা রিমুভ করতে চাইলে অ্যাড অথবা রিমুভ করে আমার নিচের দেখানো উপরের Save বাটনে ক্লিক করতে ভুল করবেন না।

    সেভ করা হয়ে গেলে সেটিং থেকে ও থ্রি ডট থেকে ব্যাক করে বাহিরে চলে আসুন। এবার দেখুন আমার স্কিনে আমি যেই নাম দিয়ে ফোল্ডার তৈরি করেছিলাম সেই নামে একটি অপশন চলে এসেছে। Friends এ ক্লিক করুন।

    এবার নিচে দেখুন আমি যে সমস্ত ফ্রেন্ড দের চ্যাট আমার ফোল্ডারে যোগ করেছি তাদেরকে নিচে দেখা যাচ্ছে।

    অবশেষে টেলিগ্রাম ব্যবহার এবং এই ট্রিকস টি ব্যবহার করার বিষয়ে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত এবং আমার কিছু পূর্ববরতী অভিজ্ঞতা শেয়ার করছি। আমি ঠিক যেই কারণে টেলিগ্রাম ব্যবহার করি সেটা জানাচ্ছি। উপরের ঠিক সবগুলো কারণেই আমি টেলিগ্রাম ব্যবহার করি তবে আমার আরো একটি নির্দিষ্ট কারণ রয়েছে। সেটা হচ্ছে আমার কিছু বন্ধুরা আমার মতোই টেলিগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন এবং আমরা একসাথে টেলিগ্রাম ব্যবহার করি।

    যেই ট্রিকস টি আমি শেয়ার করছি সেটা আমার ফোনে অলরেডী ব্যবহৃত হচ্ছে। আমি এখন কন্টাক গুলো খুবই সহজে মেনটেইন করতে পারি। এবং এক জাগার মেসেজ অন্য জাগায় পাঠানোর ঝুঁকিও খুবই কম। আমি এই ট্রিকসকে খুবই স্বস্তিতে ব্যবহার করছি। এজন্য ট্রিকসটি আপনাদেরকেও সাজেস্ট করলাম।

    The post টেলিগ্রাম ব্যবহারের উপুযুক্ত কারণ এবং ইহার দুর্দান্ত একটি ট্রিকস! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/V0XjwWk
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel