ট্রিকবিডির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরো একটি নতুন টপিক নিয়ে আসলাম। আজকের পোস্টে বলেছি যে কিভাবে গুগল ক্রোমে ডাউনলোড স্পীড বাড়িয়ে নিবেন খুব সহজেই এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস শেয়ার করেছি।
গুগল ক্রোমে বড় কোনো ফাইল ডাউনলোড করতে গেলে ডাউনলোড স্পীড কমে যায়। এজন্য ফাইলটি ডাউনলোড হতে অনেক সময় নেয়। এই সমস্যা সমাধানের জন্য গুগল ক্রোমে হাইড করা কিছু সেটিংস আছে। যেটি অন করলে ডাউনলোড স্পীড আগের থেকে কয়েকগুণ দ্রুত বেড়ে যাবে।
হাইড করা সেটিংস গুলো পাওয়ার জন্য গুগল ফ্ল্যাগ নামে একটি অ্যাড্রেস এ যেতে হবে। এজন্য ব্রাউজারের সার্চবারে “chrome://flags” লিখে সার্চ করলে এরকম একটা পেজ আসবে।
এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন। “Parallel Downloading” লিখে সার্চ করুন এবং ডিফল্ট বাটনে ক্লিক করে “Enabled” অপশন সিলেক্ট করে এনাবল করুন। এরপর Relaunch এ ক্লিক করে সেটিংসটি এক্টিভ করে নিন।
ব্যাস! এখন যেকোনো ফাইল ডাউনলোড করার চেষ্টা করলে দেখতে পারবেন যে আগের থেকে ডাউনলোড স্পীড বেড়ে গিয়েছে।
কিছু গুুত্বপূর্ণ ট্রিকস-
১. Incognito Screenshot
নাম দেখেই বুঝতে পারছেন যে এটির মাধ্যমে incognito মোডে স্ক্রীনশট নিতে পারবেন। সেম প্রসেস অনুসরণ করে সেটিংসটি এনাবল করে নিবেন। একই প্রসেস এজন্য বার বার বলছি না। সার্চ অপশনে “incognito screenshot” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
২. Dark Mod Web Content
অনেকেই ডার্ক মোড পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য সেটিংসটি। রাতের বেলা ওয়েবসাইট ব্রাউজ করার সময় লাইট থিম চোখে লাগে; যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। তাই লাইটনেস কমানোর জন্য ডার্ক থিমটি ব্যাবহার করতে পারেন। এই অপশনটি চালু করার জন্য “Auto Dark Mode for Web Contents” লিখে সার্চ দিয়ে এনাবল করে নিবেন।
৩. Lock Incognito
এই সেটিংসটি করার মাধ্যমে incognito মোডে লক দিয়ে রাখতে পারবেন অর্থাই incognito ট্যাবটি ওপেন করতে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে। সেটিংসটি করার জন্য নিচের স্ক্রীনশটগুলো অনুসরণ করুন।
৪. Incognito History
অনেকেই জানেন না যে আমরা যা কিছু incognito মোড ওপেন করে সার্চ করে থাকি তাও গুগল হিষ্টরিতে সেভ করে রাখে। হিস্টোরি গুলো ডিলেট করার জন্য incognito মোডে এই অ্যাড্রেস টি “chrome://net-internals/#dns” লিখে সার্চ দিবেন এবং “Clear host cache” এ ক্লিক করলেই ইনকোগনিটো হিস্টোরি ডিলেট হয়ে যাবে।
[যারা Remini ব্যাবহার করতে চান তারা এখান থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে সহজেই রিমিনি প্রিমিয়াম এর ট্রায়াল নিতে পারবেন]
আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে প্রায় সকল পেইড অ্যাকাউন্টস এবং বিভিন্ন ট্রিকস শেয়ার করা হয়।
The post Google Chrome এ ডাউনলোড স্পীড বাড়িয়ে নিন খুব সহজেই এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/RsKPjpN
via IFTTT
No comments:
Post a Comment