• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, April 17, 2024

    New

    আসসালামু আলাইকুম,

    কি অবস্থা সবার? এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের Android Device টির Internal ও External (যদি থাকে) Storage কে FTP Server বানিয়ে কিভাবে অন্য ফোন বা পিসি দিয়ে Access নিয়ে সবকিছু Download, Upload, Move, Copy, Delete ইত্যাদি সব করতে পারবেন।

    তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক।

    এর জন্যে আমাদের প্রয়োজন পড়বে একটি ছোট্ট এপ্লিকেশনের। সেটি হচ্ছে

    App name : HTTP FS

    App Link : PLAYSTORE

     

    এবার আসি কিভাবে এটি ব্যবহার করবেন তার Details এ

    (১) শুরুতেই App টিতে ঢুকে permission দিয়ে দিবেন।

    (২) এরপর settings এ গিয়ে দেখতে পারবেন এখানে All logs দেখতে পাবেন। তার সাথে device start হওয়ার সাথে server start হবে এমন option ও রয়েছে।

    এছাড়াও app start হওয়ার সাথে server start হবে এমন option ও রয়েছে।

    এছাড়াও haptic vibration ও রয়েছে। আপনি battery permission দিয়ে দিলে background থেকে auto kill হবে না app টি। ফলে সারাদিন রাত ২৪ ঘন্টাই চালু রাখতে পারবেন আপনার server।

    (৩) server settings এ গিয়ে ip & port থেকে শুরু করে কোন storage এর কোন folder এর access দিবেন সেটিও আপনি ঠিক করে দিতে পারবেন।


    (৪) আপনি চাইলে password ও ssl (https) ব্যবহার করতে পারবেন।


    (৫) settings review হয়ে গেল। এবার বলি কিভাবে ব্যবহার করবেন। Home এ ফিরে যান।


    (৬) এরপর গোল (circle) button টিতে click করুন। এবার দেখুন 192.168.0.100 লিখা আর সাথে একটি QR CODE দেওয়া। অন্য ফোনে qr code scan করে বা address টি লিখলেই আপনি access পেয়ে যাবেন।

    pc এর ক্ষেত্রে qr code এর বদলে server ip address টি দিলেই হবে। এই ip address আপনি চাইলে পাল্টাতেও পারবেন।


    তো এই ছিল আমাদের আজকের টপিক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।

    ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
    ধন্যবাদ।
    THIS IS 4HS4N
    LOGGING OUT….

    The post আপনার হাতের ফোনটিকে FTP Server বানিয়ে ব্যবহার করুন এক ক্লিকে! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/LvRWFY1
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel