• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, September 12, 2023

    New

    আসসালামুলাইকুম,

    দীর্ঘ সময় পর ফিরে আসলাম । তো সরাসরি মূল টপিকে যাওয়া যাক । আজ আমরা এমন একটা ডিভাইস বানাবো যেটা দিয়ে ঘরের লাইট ফ্যান ইত্যাদি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারব গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপ থেকে । চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড দিয়েও সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে । এছাড়াও যেকোনো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই । সাথে তাপমাত্রা সেন্সর থাকবে । তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফ্যান অটো চালু এবং তাপমাত্রা কমলে অটো বন্ধ করার ফিচার থাকবে ! 

    আর আমি এটি  Giveaway করতে যাচ্ছি  ট্রিকবিডিতে ফিরে আসা উপলক্ষে । যে বিজয়ী হবেন তার জন্য আমার পক্ষ থেকে এটি ফ্রী গিফট হিসেবে দেবো । সবার জন্যেই ছোট্ট উপহার থাকবে । অংশগ্রহন করার নিয়ম শেষে দেওয়া থাকবে ।

    তো চলুন শুরু করা যাক ।

    এটা তৈরিতে যা যা প্রয়োজনঃ

    ১. Esp32 বা Esp8266 

    ২. রিলে মডিউল (৪ চ্যানেল এর)

    ৩. পুশ বাটন (৪ টি)

    ৪. Jumper Wire অথবা যেকোনো তার 

    ৫. DT-11 (temperature & humidity sensor) 

    ৬. IR Receiver & Remote

    ৭. প্লাস্টিক পিভিসি বোর্ড অথবা যেকোনো বোর্ড নিলেই হবে যেটা দিয়ে আমরা ডিভাইসটার বডি বানাবো

    সবগুলাই দারাজ অথবা লোকাল মার্কেটে পাওয়া যাবে । টোটাল ৫০০ টাকার কাছাকাছি খরচ হবে ।

    প্রথমে নিচের ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিন । ছবি টি আমি ডাউনলোড লিঙ্ক এ দিয়ে দিবো 

    ডায়াগ্রাম – ১

     

    তারপর এগুলো নিজের বানানো বক্সে সেটআপ করে নিন । এটা আমি নিজে বানিয়েছি । চাইলে এটার বদলে  সুইচ বক্স ব্যবহার করতে পারেন ।

    দ্বিতীয় ধাপে আমরা আমাদের esp-32 বা esp-8266 কে  ফ্ল্যাশ করব ।

    (নিচে ভিডিও দিয়ে দেবো, না বুঝলে দেখে নিবেন ।)

    ফ্ল্যাশ ফাইল গুলো এখান থেকে ডাউনলোড করে নিন 

    Download Now

    তারপর ফাইল গুলো Extract করে নিন ।

    Flash tool টি ওপেন করুন ।

    Esp32 কে USB দিয়ে পিসিতে কানেক্ট করুন

    পরপর ফ্ল্যাশ ফাইল গুলো ফোল্ডার থেকে  একে একে select করুন এবং  ডান পাশের বক্স এ ফোল্ডার এর নাম কপি করে পেস্ট করুন । ঠিক নিচের ছবির মত কনফিগার করে নিন ।

    এবার Erase বাটন চাপুন । কমপ্লিট হয়ে গেলে Start বাটন চাপুন । ব্যাস কাজ কমপ্লিট । এবার usb খুলে আবার লাগান ।

    ফোনে CADIO apps টি ডাউনলোড করে নিন ।

    তারপর ফোনে ওয়াইফাই ওপেন করে দেখবেন CADIO নামের SSID দেখাচ্ছে । ওটাই কানেক্ট করে CADIO APP টি ওপেন করুন । তারপর মেনু থেকে কনফিগারেশন এ যান । নিচের ছবির মত কনফিগার করে নিন ।

     

    বাকি সব যা আছে তাই রেখে দিন ।এবং টিক এ ক্লিক করুন । পরের পেজ এ আপানার ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন । দেখবেন ৪ টি সুইচ এড হয়ে গেছে ।

    এবার রিলে সুইচ এর সাথে আপনার বাসার লাইট ফ্যান বা যেকোনো ডিভাইস উপরের মত কানেকশন করে নিয়ে চাইলে অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন । এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে লিঙ্ক করে , ভয়েস কমান্ড দিয়েই অন অফ করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ।

    দ্বিতীয় পর্বে থাকবে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট লিঙ্ক করবেন এবং কিভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ।

    Giveaway তে অংশগ্রহন করার নিয়ম নিচের  লিঙ্ক  এ  দেওয়া আছে । 

    গিভাওয়ে লিঙ্ক

    যারা অংশগ্রহন করবেন তারা সবাই পাবেন ক্যানভা স্টুডেন্ট অথবা যেকোনো একটি বাংলা কোর্স । 

    আর বিজয়ী পাবেন এই ডিভাইস টি  

    তো আজ এ পর্যন্তই । এমন টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন । লিঙ্ক

    আল্লাহ হাফেজ ।

     

    The post লাইট ফ্যান চলবে আপনার কথায় ! নিজেই স্মার্ট সুইচ বানিয়ে নিন খুব সহজে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/VNoPlC6
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel