• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, September 19, 2023

    New

    আসসালামু আলাইকুম।

    আশা করি সকলে ভালো আছেন।

    আজ আমি আপনাদের মাঝে Tecno spark go 2023 এই ফোনটির রিভিউ দিব।

    তো বেশি কথা না বলে চলে শুরু করা যাক।

    এই ফোনটি বাজারে লঞ্চ হয়েছে ২৪ জানুয়ার ২০২৩ সালে।

    ১০,৯৯০ টাকার এই ফোনটিতে ছিল অনেক কিছুই।

    মূলত এই ফোনটা কেনা ঠিক হবে কিনা তা সম্পর্কে জানাতে আজকের এই পোস্ট।

    এই ফোনের রিভিউ এত লেট করে দেয়ার কারণ হচ্ছে এই ফোনটি ব্যবহার করা দেখা হয়েছে যে এই ফোনটা কিরকম কাজ করে।

    তো চলুন বলাটা প্রথমে ভালো দিক নিয়ে।

    ১. ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালই

    কোন ইমেজ নেওয়ার পর তা মোটামুটি ভালই আসে।

    ২. প্রসেসর মোটামুটি কাজ চালাই নেয়ার মত।

    সামনের ক্যামেরা মোটামুটি চলে।

    ৩. whatsapp, facebook, imo, টুইটার ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদি ভালোই চলে।

    ৪. ফোনটা দেখতে সামনে থেকে খুবই সুন্দর।

    ৫. ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি। তাই চার্জ দেয়া নিয়ে টেনশন করতে হয় না।

    সব মিলায়ে কম বাজেটের মধ্যে ফোনটা ভালোই

    এবার চলুন ফোনটির মধ্যে কিছু সমস্যা আছে সেগুলো বলা যাক।

    ১. ফোনের পিছনের ক্যামেরা ভালো হলেও সামনের ক্যামেরা বেশি একটা ভালো না। আলোতে ঠিকঠাক ইমেজ উঠে। কিন্তু কম আলোতে কিছুটা ঘোলা ঘোলা আসে।

    ২. আবার যদি ফোনে গেম খেলার চেষ্টা করা হয় তাহলে প্রচুর lag করে ।

    ৩. ফ্রী ফায়ার বা অন্য কোন গেম like পাবজি খেললে অনেক সমস্যা হয়। এক কথায় বলতে গেলে লাগে কি করে প্রচুর পরিমাণে।

    ৪. আর ফোনটার একটা সমস্যা হচ্ছে ফোনটা অনেক গরম হয়ে যায়। সবই গরম হয়ে যায় কিন্তু এই ফোনটা একটু বেশি গরম হয়ে যায়।

    ৫. মাঝে মাঝে নরমালি ফোনটা দিয়ে কোন কিছু করার সময় হালকা একটু lag করে তা বোঝা যায়।

    6. এই স্মার্টফোনটি সামনের দিক থেকে দেখতে সুন্দর হলেও ব্যাক সাইট থেকে দেখতে খারাপ দেখায়। ক্যামেরার আকৃতি বড় হওয়ার কারণে।

    ৭. আর এই ফোনটি পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অন্য ফোনে তুলনা অনেক বেশি।

    আপনারা যদি স্মার্টফোন কিনতে চান তো আমার এই পোষ্টের সবকিছু যাচাই করে ফোনটি নিয়ে ঠিক হবে কিনা তা আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারেন।

    আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর স্মার্ট ফোন কেনার আগে অবশ্যই ফোনের রিভিউ দেখে কিনবেন।
    Telegram group link: https://ift.tt/h3Up6LR

    পরিশেষে সকলের জন্য রইল শুভকামনা। নিজের যত্ন নিবেন, পরিবারের যত্ন নিবেন।

    গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।

    আল্লাহ হাফেজ।

     

    The post Tecno spark go 2023 review appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/itBIRgo
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel