• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, September 25, 2023

    New

    আসসালামু আলাইকুম ট্রিকবিডি এর সকল ভিজিটরদের স্বাগতম। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি বলে আবারো হাজির হলাম আপনাদের মাঝে শেয়ার করতে নতুন কিছু নিয়ে।

    আমাদের প্রায় সবারই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মোবাইল রয়েছে, আবার অনেকেই আছেন যে নতুন মোবাইল ফোন ইউজার আছেন, আজকে তাদের জন্য দারুন একটি ট্রিক শেয়ার করবো,, আমরা অনেকেই মোবাইল এ পাসওয়ার্ড দিয়ে রাখি কিন্তু ১৫ সেকেন্ড পর পর স্ক্রিন অফ হয়ে যায়

    যা আমাদের দরকারি সময় এ বিরক্তি এর কারণ হয়ে দাড়ায়, আজকে দেখাবো পাসওয়ার্ড দেওয়া থাকলেও হাতের এক সোয়াইপ এ মোবাইল আনলক হয়ে যাবে। অনেকেই এটি কে খারাপ কাজে ব্যবহার করতে পারে, সুতরাং অনুরোধ রইলো অন্য কারো ফোন এ এমন করবেন না।

    প্রথমেই আপনি আপনার ফোন এর সেটিং অপশন এ চলে যাবেন।

    এইবার এইখানে সিকিউরিটি অপশন এ ক্লিক করুন।

    এইখানে smart lock এ ক্লিক করুন।

    অনেক ক্ষেত্রে মোবাইল এর পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হতে পারে। এইবার আপনি on body ditect এ ক্লিক করুন।

    এইখানে চাপ দিয়ে ওপেন করে নিন।

    অবশ্যই সতর্কবার্তা টি পড়ে নিন কারণ এটি ওপেন করলে আপনি ছাড়া যেকেউ যদি আপনার ফোন ধরে তাহলে আনলক হয়ে যাবে।

    আপনার কাজ হয়ে গেছে এই দেখুন।

    এইবার আপনি আপনার পাওয়ার বাটন এ চাপ দিন ফোন লক হয়ে যাবে। তারপর এই যে keep unlock by trust agent লিখা থাকলে ওপরে সোয়াইপ করলেই ফোন আনলক হয়ে যাবে।

    তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। লিখার মধ্যে অনেক ক্ষেত্রে টাইপিং মিসটেক এর কারণে কিছু বানান ভুল হয়ে যায় অনুগ্রহপূর্বক বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Trickbd এর সাথেই থাকুন

    The post ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকলেও কোনো পাসওয়ার্ড ছাড়াই ফোন আনলক করবেন যেভাবে জেনে নিন!! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/fM2kRwT
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel