আসসালামু আলাইকুম
আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবারই কম বেশি ধারণা আছে । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আর্টিফিশিয়ালি ছবি তৈরি করার প্রক্রিয়া কেই বা না জানে।
সব থেকে বেশি প্রচলিত বা পপুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিকচার জেনারেটর midjourney। আপনার কল্পনা কে ব্যস্ত রূপ দিতে সক্ষম এই ইন্টেলিজেন্স। তবে মির্জার নিয়ে পুরোপুরি ফ্রি না কিছু ট্রায়ালের পরে আপনাকে pay করতে বলা হবে অথবা মেম্বারশিপ কিনতে বলা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে তা আরেকদিন জানবো ।
Bluewillow free alternative of midjourney :
তো midjourney থেকে বেটার কেন কারণ এটা একদম ফ্রি। এটা ব্যবহার করেও মেয়ের মতই একদম হুবহু প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ছবি তৈরি করা যায় তার কিছু নমুনা নিচে দেয়া হল।
প্রথমেই দেখে নিন কিভাবে আমরা যুক্ত হব
চ্যানেলটিতে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করে ইনভাইটটি একসেপ্ট করুন।
………………………………………..
link:
discord :
…………………………………………………….
তারপর যে কোন একটি চ্যানেলে গিয়ে আপনার কল্পনার কথাগুলোর আগে /imagine যুক্ত করে ইন্টার দিন বা মেসেজ সেন্ড করুন । ব্যাস বানানো হয়ে গেল আপনার কল্পনার সেই ছবিটি।
আর্টিফিশিয়াল ইমেজ জেনারেটরে কিভাবে নিজের মনের ভাবটা খুব সূক্ষ্মভাবে অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেটাই পাবেন অথবা কোন কোন ওয়ার্ড দিয়ে ভালো মানের ছবিটি জেনারেট করার একটা টিউটোরিয়াল দরকার হলে আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন।
Telegram group link :-
আজ এই পর্যন্তই আশা করি ভালো লাগলো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন।
Till next time .
– Mr polite.
The post 🔥Midjourney থেকে better full free ai image gen discord সার্ভার । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/hCvOxAm
via IFTTT
No comments:
Post a Comment