Spotify Lite Mod Tutorial
আসসালামু আলাইকুম।
আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে আমরা দেখবো কীভাবে Spotify Lite Mod করে এর সব প্রিমিয়াম ফিচার গুলো ব্যাবহার করবো। আর Chorki Premium পোস্টের শেষে পেয়ে যাবেন।
মুড করার জন্য আমাদের দুইটা App লাগবে সেগুলোর ডাউনলোড লিংক পোস্টের নিচে দেওয়া থাকবে।
প্রথমেই Play Store থেকে Spotify Lite এর লেটেস্ট ভার্সিটি ইন্সটল করে নিবো। আমার App টি এখন ফ্রি অবস্থায় আছে।
আপনার Account লগিন করতেও পারেন। আবার না করলেও সমস্যা নাই।
এবার MT Manager ওপেন করে উপরের বাম দিকে মেনু বাটনে ক্লিক করে। Extract অপশনটি সিলেক্ট করবো।
তারপর Locate বাটনে ক্লিক করবো।
এখানে (.apks) ফাইল পাবো এটা আমাদের Apk বানাতে হবে। Apk বানানোর জন্য আপনার NP ম্যানেজার App টাও ব্যাবহার করতে পারেন। তবে আমি আজকে Antisplit VIP App টি ব্যাবহার করবো।
Antisplit VIP ওপেন করার পর Select File বাটনে ক্লিক করবো।
তারপর MT2>apks ফোল্ডারে গিয়ে Spotify File টি সিলেক্ট করবো।
তারপর Merge বাটনে ক্লিক করবো। তাহলে apks থেকে apk তে কনভার্ট হয়ে যাবে। এখন MT Manager ওপেন করবো। তারপর Spotify File এ ক্লিক করে View বাটনে ক্লিক করবো।
এখন এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।
তারপর Dex Editor Plus সিলেক্ট করবো।
এখন Select All বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করবো।
এখন ডান কোনার Strings বাটনে ক্লিক করবো।
তারপর Filter বাটনে ক্লিক করবো।
এখানে সার্চ বক্সে premium লিখবো, Exactly match টিক মার্ক দিবো তারপর Ok বাটনে ক্লিক করুবো।
এখানে সব ক্যাপিটাল লেটার এ PREMIUM লিখা অপশনটিতে ক্লিক করবো।
এখন এখানে যেটাতে v1 লিখা থাকবে সেটাতে ক্লিক করবো।
যেই পেজ আসবে এখানে প্রথম লাইনে a: লিখা আছে এটা সিলেক্ট করবো। তারপর উপরের কম্পাসের মতো আইকোনে ক্লিক করুবো।
তারপর a লিখা লাইনে চাপ দিয়ে ধরে রাখবো।
তারপর Find usages বাটনে ক্লিক করবো।
তারপর Find all usages বাটনে ক্লিক করবো।
এখানে ৩ নাম্বার লাইনে ক্লিক করবো। এখানে এই লাইনটা সবসময় নাও থাকতে পারে । ৩ নাম্বারে লাইনটা না পেলে প্রতিটা লাইনে এককবার একবার করে ক্লিক কররবেন।
এখানে ৫৯ নাম্বার লাইনের b: সিলেক্ট করে Go to বাটনে ক্লিক করুন। এর আগে আমরা a সিলেক্ট করেছিলাম।
এরপর cond_16 লাইনের নিচে আগে যে লাইনটি কপি করেছিলাম সেই লাইনটি পেস্ট করবো ।
তারপর এখানে যেই লাইনটি পেস্ট কুরলাম সেটা একটু এডিট করতে হবে। এখানে sput এর পরিবর্তে sget লিখবো এবং নিচের লাইনে p2 / v2 যেটাই লিখা থাক্কুক না কেনো নিচের লাইনে যেটা লিখা থাকবো সে অনুসারে পরিবর্তন করতে হবে।
এরপর Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।
তারপর App টি Install করুন। এবং নতুন বা পুরাতন Account লগিন করুন। তাহলে দেখবেন অ্যাপটি মুড হয়ে গেছে।
যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন।
The post Spotify Lite Mod Tutorial – যেভাবে Spotify Lite মুড করবেন (Free Chorki Premium) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jarH649
via IFTTT
No comments:
Post a Comment