• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, May 30, 2025

    New

    আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি বাসী। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন । উইন্ডোজ এ বোরিং লাগছে? চলুন একটু ম্যাক এ ঘুরে আসি ।

    MacOs নিয়ে আর কি বলবো? সবাই জানেই কম বেশি । ম্যাক এর ইতিহাস পাতিহাঁস আর না বলি , এটি অ্যাপলের নিজস্ব একটি অপারেটিং সিস্টেম । যেটা মূলত তাদের ডিভাইস MacBook গুলো তে দিয়ে থাকে ।

    ম্যাক এর পারফরমেন্স , ইউজার ইন্টারফেস, স্টেবিলিটি, সিকিউরিটি এক কথায় অসাধারণ । এই বিষয়ে আরেকটি কথা, যেহেতু আপেল তাদের হার্ডওয়ার ও সফ্টওয়ার নিজেরাই ডিজাইন ও ডেভেলপ করে তাই ঐভাবে ম্যাক এর এক্সপেরিয়েন্স পাবেন না । এটাকে বলা হয় Hackintosh, যা অফিয়াল Macintosh কে মডিফাই করে এসব কম্পিউটার এ চলার উপযোগী করা।

    আর আমরা যেহেতু VMware এ ইন্সটল করব এখানে স্লো কাজ করবে, আর ম্যাক এর এনিমেশন, ব্লার ইফেক্ট গুলো পাবেন না, এগুলো পেতে হলে আরো কিছু মডিফিকেশন করা লাগবে , কার্নেল এক্সটেনশন অ্যাড করা লাগবে । সেই বিষয়ে পোস্ট চাইলে কমেন্ট এ জানাবেন।

    Let’s jump into the installing steps . 

    প্রথমে কিছু প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হবে ।

    ১. MacOs Sequioa এর iso ফাইল।

    Download Now

    (চাইলে পুরাতন ভার্সন ইউজ করতে পারেন , পিসি কনফিগারেশন অনুযায়ী)

    ২.   Python ইন্সটল করে নিবেন ( এটা দেখালাম না)

    ৩. Vmware+কিছু এক্সট্রা ফাইলস । Download Now

    ডাউনলোড করা রার ফাইল টা এক্সট্র্যাক্ট করে নিন ।

    Rar Password: Chanchal

     

    এরপর Unlocker ফোল্ডার ওপেন করে win-install.cmd ফাইলটি Run as administrator দিয়ে রান করুন ।

    Create a new Virtual Machine এ ক্লিক করুন ।

    Typical দিয়ে Next ক্লিক করুন ।

    I will install the operating system later দিয়ে নেক্সট ক্লিক করুন ।

    macOS 15 সিলেক্ট করে নেক্সট করুন ।

    যেকোনো একটি নাম দিয়ে নেক্সট করুন ।

    ডিস্ক সাইজ ১০০ জিবি এর মত দিয়ে Store virtual disk as a single file সিলেক্ট করে নেক্সট করুন । ডিস্ক সাইজ সর্বনিম্ন ৮০ জিবি রাখবেন ।

    Customize Hardware এ ক্লিক করুন ।

    Ram সেট করুন, আপনার পিসি এর কনফিগারেশন অনুযায়ী ।

    এবার Number of Processors এর জায়গায় ১ দিন , এবং নিচের টায় ৪/৮ দিবেন, মনে রাখবেন এটা Opencore এর সাথে মিল রাখতে হবে, এটা ৪ দিলে Opencore 4 ফাইল টা ব্যাবহার করতে হবে, ৮ দিলে Opencore 8

    এবার আবার Edit virtual machine settings এ ক্লিক করুন ।

    CD/DVD থেকে ডাউনলোড করা ম্যাক ওএস এর ISO ফাইল টা সিলেক্ট করবেন ।

    তারপর, Hard Disk থেকে Add এ ক্লিক করবেন ।

    Hard Disk সিলেক্ট করে নেক্সট দিবেন ।

    Use existing virtual disk এ ক্লিক করে নেক্সট দিবেন ।

    এবার যেই Core দিছিলেন ওই Core অনুযায়ি Opencore সিলেক্ট করুন, তারপর Finish দিন ।

    Keep existing format সিলেক্ট করুন । তারপর Ok দিয়ে বের হয়ে যান ।

    একবার আমাদের Opencore কে disk 1 এ রাখতে হবে, আর ১০০ জিবি ওই হার্ড ডিস্ক টা কে disk 2 তে , না বুঝলে শর্ট ভিডিও তা দেখে নিন ।

    এবার মেসিন টি রান করুন, Power on virtual machine এ ক্লিক করে ,

    তারপর Install macOS 15 Beta  তে ক্লিক করুন ।

    English সিলেক্ট করে নেক্সট দিন ।

    Disk Utility তে ক্লিক করুন ।

    তারপর যেখানে ইন্সটল করবেন , অর্থাৎ আগের বানানো ১০০ জিবি হার্ড ডিস্ক , সেটি সিলেক্ট করে Erase এ ক্লিক করুন ।

    (লিস্ট এ না থাকলে File>Show all drive )

    একটা নাম দিয়ে Erase করুন ।

    তারপর ক্লজ করে দিয়ে আবার Install macos 15 Beta তে ক্লিক করুন

    Agree তে ক্লিক করুন ।

    Erase করা ডিস্ক টা সিলেক্ট করে continue দিবেন ।

    তারপর ইন্সটল হতে থাকলে, কয়েক বার রিবুট হতে পারে, কিছু করতে হবেনা , এরর দেখানে Shut down করে আবার ওপেন করে ইন্সটল এ ক্লিক করবেন ।

    তারপর নরমালি সেটাপ করুন, Screenshots গুলা দেখুন ।


    Not now

    Sign up later , (এখন অ্যাপেল আইডি কাজ করবেনা , পরে কনফিগার করতে হবে )


    Setup later

    Continue

    Installation Done.

    এবার ফুল ডিসপ্লে করতে হবে । তার জন্য VMware ক্লজ করে আবার ওপেন করুন, তারপর Edit virtual machine settings এ ক্লিক করুন ।

    CD/DVD থেকে browse এ ক্লিক করে darwin.iso ফাইল টা সিলেক্ট করুন । ম্যাক এর iso ফাইল আর প্রয়োজন নেই ।

    Vmware Tools এ ক্লিক করুন ।

    Install VMware Tools এ ক্লিক করুন ।

    Allow দিন ।

    Install failed দেখালে Settings এ চলে যাবেন ।

    Setting এ Privacy & Security থেকে Allow করে দিবেন ।

    এরপর Reboot দিবেন অথবা VMware ক্লজ করে আবার ওপেন করে রান করবেন । ব্যাস কাজ শেষ ।

    তো আজ এই পর্যন্তই । আর Icloud ব্যাবহার করতে চাইলে কমেন্ট এ জানাবেন, পোস্ট করে দিব । আর যদি Animation , Blur চান তাও জানাবেন । 

    যেকোনো সমস্যায় আমাকে মেসেজ করতে পারেন ।

    আমার ফেসবুক , টেলিগ্রাম

    The post Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/Z2JCrV3
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel