• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, May 30, 2025

    New

    হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর লিখতে বসলাম।

    যাইহোক আজকের পোস্ট আপনাদের কিছুটা উপকার এ আসবে। কিভাবে গুগল এডসেন্স approved এর policy issues ফিক্সড করবেন।

    চলুন শুরু করি

    গুগল এডসেন্স approval এর জন্য কিছু মৌলিক বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট কোয়ালিটি, সাইট এক্সেসবিলিটি, Required পেজ সমুহ।

    সাইট এক্সেসবিলিটি

    আমরা সাধারণত ফ্রি থিম দিয়েই সাইট এক্সেসবিলিটি পেয়ে যাই। এবং নেভিগেশন মেনু ঠিকঠাক কাজ করছে কিনা, কমেন্ট ফ্রম বা সার্চ ফ্রম এর ইনপুট ফিল্ড এবং সাইটের লিংক কম্পিউটার কিবোর্ড ট্যাব দিয়ে এক্সেস করলে ফোকাস করে কিনা এগুলো সাধারণ বিষয় চেক করে ঠিক করে নিতে হবে।

    সাইটৈর স্পিড অপটিমাইজেশন এবং ইমেজ webp কমপ্রেস করে নিলে ভালো হয়।

    কন্টেন্ট কোয়ালিটি

    পোস্ট এর মান ঠিক রাখতে আপনার ai কন্টেন্ট হলেও নিজে কঠোরভাবে রিভিউ করে এডিট করে নিন।

    Ai content দিয়েও adsense পাবেন তবে অবশ্যই নিজে রিভিউ করে এডিট করে নিতে হবে।

    Required পেজ সমুহ

    আসলে আমরা মূলতো এখানেই ভূল করি। Required পেজগুলো ঠিকই তৈরি করি কিন্তু তাতে সাইটের কন্টেন্ট নিষ এর সাথে মিলে না। Required পেজ গুলো অবশ্যই টপিক এর উপর ফোকাস করে তৈরি করতে হবে।

    এজন্য কয়েকটি Required পেজ জেনারেটর এর লিস্ট দিচ্ছি।

    1. About Us Generator
    2. Terms & Conditions Generator
    3. Privacy Policy Generator
    4. Disclaimer Generator

    এই জেনারেটর ব্যবহার করে আপনি বাংলা এবং ইংরেজি ভাষার জন্য required পেজ তৈরি করে নিতে পারেন।

    অথোরিটি

    আপনার সাইটের কন্টেন্ট এর বিশ্বাসযোগ্যতা বারানোর জন্য অবশ্যই অথোর প্রোফাইল থাকতে হবে। অনেক থিম এ অথোর প্রোফাইল সিস্টেম নাই। ঐ  থিম ব্যবহার করা বাদ দিন।

    এবং আপনার সাইটের জন্য সোসিয়াল মিডিয়া প্রোফাইল তৈরি করে সাইটে লিংক করুন।

    প্রয়োজনে ব্যাক লিংক এক্সচেঞ্জ করুন। আপনি চাইলে লিংক তৈরি করার জন্য ব্যাক লিংক এক্সচেঞ্জ সাইট ব্যবহার করুন। ব্যাক লিংক এক্সচেঞ্জ করলে আপনার এডসেন্স পেতে সমস্যা হবে না বরং আপনার সাইটের অথোরিটি ও বারবে।

    ইউনিক ডিজাইন

    আপনার সাইট কিছুটা ইউনিকভাবে ডিজাইন করার চেস্টা করুন। ফ্রি থিম ব্যবহার করলেও হোমপেজ অত্যন্ত কাস্টম ডিজাইন করে ব্যবহার করুন।

    আসা করি এই ছোটখাটো বিষয়ের দিকে নজর দিলেই আপনার এডসেন্স পেতে policy সমস্যা সাইট এর দিক থেকে ফিক্স হয়ে যাবে।

    ধন্যবাদ সবাইকে

    The post গুগল এডসেন্স এর পলিসি সমস্যার সমাধান appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/TGq2oSA
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel