• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, May 29, 2025

    New

    ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

    আজকে আমরা আলোচনা করবো ভাষা শিক্ষা নিয়ে। আপনারা যারা বিদেশে স্কিলড ভিসা কিংবা স্টাডি ভিসায় যেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই দেশের ভাষার উপর দক্ষতার বিকল্প নেই। যে কোনো দেশেই পার্ট টাইম জব বা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সম্পাদনে সেই ভাষার উপর দক্ষতা অর্জন করতে হয়।আজকে আলোচনার করবো এই বিষয়ে। আপনি যদি এমন কেউ হন যিনি চাচ্ছেন বিদেশি ভাষা শিখবেন, তাহলে এই অ্যাপটি আপনার জন্য।

    Busuu কেন ব্যবহার করবেন?



    ভাষা শেখার ক্ষেত্রে প্লে স্টোরের দিকে প্রথম সারিতে আছে busuu অ্যাপটি। আজ পর্যন্ত ১০ মিলিয়নের‌ও বেশি সময়বার এটি ডাউনলোড করা হয়েছে। এর ফিচার সমূহ বেশ আকর্ষণীয় আর বলা যায় ইউজার ফ্রেন্ডলি। লেকচারগুলোও বেশ গুছানো। আপনারা প্লেস্টোরের রেটিং দেখলেই বুঝতে পারবেন।

    অ্যাপটিতে আপনারা ১৪টি দেশের ভাষা পেয়ে যাচ্ছেন। আর এই লার্নিং স্ট্রাকচার‌ও বলা যায় যথেষ্ট ভালো। গ্রামাটিকাল বিষয়ে যথেষ্ট এক্সপ্লেনেশনের সাথে বর্ননা করা থাকে। তাছাড়া রয়েছে নির্দিষ্ট ক্যাটাগরি। যেমন A1,A2 ইত্যাদি জার্মান লেভেল।

    যেভাবে ফ্রি ট্রায়াল নিবেন

    ফ্রি ট্রায়াল নেয়ার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। এজন্য শুরুতে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন না। আপনারা kiwi browser দিয়ে অ্যাপ ওপেন করবেন
    এরপর এই লিংকটি ওপেন করবেন এখানে ক্লিক করূন

    এখানে learn for free এ ক্লিক করবেন। তাহলে নিচের মত ইন্টারফেস লোড নিবে।

    এখানে আপনার ভাষা সিলেক্ট করবেন। তারপর উপরে যে sign up অপশন আছে সেটি সিলেক্ট করে sign up করবেন। তাছাড়া continue with gmail ও দিতে পারেন।

    এখন আপনাকে হোম পেইজে নিয়ে যাবে। সেখানে আপনারা লেসনগুলো দেখতে পাবেন। তবে সেগুলো প্রথম অংশ বাদে বাকি অংশ লকড দেখাচ্ছে। আপনারা যদি সেগুলোর অ্যাকসেস নিতে চান তবে প্রিমিয়ামে ক্লিক করুন।

    এখানে start 7 day free trial এ ক্লিক করুন।

    এখন লাগবে একটি স্ক্রিপ্ট


    এক্সটেনশন লিংক ( এখানে ক্লিক করুন)
    আপনারা এই স্ক্রিপ্ট বা এক্সটেনশনটি kiwi browser এ ইম্পর্ট করে নিন।
    এক্সটেনশন যোগ করতে নিচের স্ক্রিনশট ফলো করুন

    এরপর আপনারা extension এর এখানে configure এর জায়গায় নিচের bin সিলেক্ট করবেন।

    Bin= 4312316013 এরপর সেভ করবেন

    এখানে পেমেন্ট মেথডে ছবির মতো বসাবেন। তারপর start free trial এ ক্লিক করুন। অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন।

    এ ধরনের ইরর আসবে। তবে আপনারা আবার start free trial এ ক্লিক করবেন। দেখবেন হিট করবে।

    দেখুন আমার প্রিমিয়াম চলে এসেছে। এভাবে আপনারা সবগুলো লেসনের অ্যাকসেস পেয়ে যাবেন।
    তো, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ট্রিকস নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, ধন্যবাদ।

    The post জার্মান, কোরিয়ান ভাষা শেখার অ্যাপ Busuu এ নিয়ে নিন ৭ দিনের ফ্রি ট্রায়াল! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ERyBSIo
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel