• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, May 26, 2025

    New

    Kdenlive হল লিনাক্সের অন্যতম জনপ্রিয় একটা ভিডিও এডিটর।

    কেডেনলাইভে টাইটেল, এফেক্টস, হিস্টোগ্রাম, ও মাল্টিট্র্যাক সাপোর্ট আছে। LLM দিয়ে নাকি এডিটের সময়ই টাইমলাইনে সাবটাইটেল জেনারেট করা যায়। ব্যাপারটা বেশ কুল!

    ফিচার নিয়ে আরো জানতে ভিজিট করুন Kdenlive features offical page.

    তবে এক্সপোর্টিংয়ের সময় আমি একটা সমস্যা লক্ষ্য করেছি, কেডেনলাইভে h.264 ফরম্যাটের ভিডিও, যেমন mp4, matroska এক্সপোর্ট করা যায় না। এরর দেখায় যে, unsupported video codec: libx264

    unsupported video codec libx264 kdenlive linux

    unsupported video codec: libx264 সমস্যার কারন কি?

    অনলাইন ঘেঁটে যা বুঝলাম, libx264 লাইব্রেরির অনুপস্থিতিতে এই সমস্যার সৃষ্টি হয়।

    তবে সব লিনাক্স ডিস্ট্রোতে এই সমস্যা হয় না। কারন কিছু সিস্টেমে এসব লাইব্রেরি আগে থেকে ইনস্টলড থাকে।

    আমি ফেডোরা লিনাক্স ইউজ করছি, এটাতে খুব সম্ভবত libx264 লাইব্রেরির সাপোর্ট নেই। পরে আরো গবেষনার পর আমি নিচে বর্ণিত সমাধানগুলো নিয়ে হাজির হলাম।

    সমাধান #১

    libx264 এররের চটজলদি সমাধান হিসেবে আপনি .webm ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তবে ঐ ফরম্যাটে ভিডিও কোয়ালিটি বেশ লো।

    kdenlive webm export

    সমাধান #২

    এই সমস্যার আরেকটা কারন ffmpeg ইনস্টল না থাকা।

    ffmpeg হল অডিও, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফরম্যাট প্রসেস করার জন্য একটা ওপেন সোর্স টুলস ও লাইব্রেরির সমাহার।

    লিনাক্সে এটা ইনস্টল করতে rpmfusion ওয়েবসাইটে গিয়ে আপনার হার্ডওয়্যার অনুযায়ী টার্মিনালে কমান্ড রান করুন।

    • Switch to full ffmpeg
    • Install additional codec
    • Hardware Accelerated Codec

    এই প্রথম তিনটা সেকশনের কমান্ডগুলো রান করলেই ইনস্টল হয়ে যাবে। হার্ডওয়্যার কমান্ড আপনার জিপিউ অনুযায়ী ইনস্টল দিবেন।

    Visit rpmfusion multimedia

    সমাধান #৩

    আর্চ লিনাক্সের জন্য, কিছু ক্ষেত্রে রেপোজিটরি থেকে সফটওয়্যারটি আপডেট দিলে সমস্যার সমাধান হয়ে যায়। প্যাকেজ ম্যানেজার থেকে কেডেনলাইভ আপডেট করতে নিচের কমান্ডটি রান করুনঃ

    sudo add-apt-repository ppa:kdenlive/kdenlive-stable

    সমাধান #৪

    যদি কোনো সমাধানই কাজ না করে, তাহলে সিস্টেম থেকে Kdenlive আনইনস্টল করুন। আর অফিশিয়াল সাইট থেকে .AppImage ভার্শনটি ডাউনলোড করুন। এই সফটওয়্যার ফরম্যাটে mp4 এক্সপোর্ট করতে কোনো ঝামেলা করে না।

    kdenlive h.264 exporting from appimage version

    এর কারন হল, অ্যাপ-ইমেজে একটা সফটওয়্যার রান করতে প্রয়োজনীয় সব টুলস, লাইব্রেরি ও ডিপেন্ডেন্সী এমবেড করা থাকে। ইউজারের সিস্টেম থেকে আলাদাভাবে কিছু খুঁজতে হয় না। তাই কোনো লাইব্রেরি মিসিং থাকলেও সমস্যা নেই।

    Flatpak ভার্শনে ভিডিও transcode করতেও এরর দেখাতো, অ্যাপ-ইমেজে আর দেখায় না।

    নিচের লিংকে গিয়ে AppImage ভার্শনটি নামিয়ে ফেলুনঃ

    Kdenlive official download page

    আরো পড়ুনঃ লিনাক্স প্যাকেজ ফরম্যাট সমগ্রঃ যেভাবে AppImage, Deb, RPM, Flatpak ফাইল লিনাক্সে ইনস্টল করবেন

    শেষ কথা

    লিনাক্সের এমন সমস্যাগুলো, যেমন লাইব্রেরি মিসিং, HDR সাপোর্ট এগুলা বেসিক ফিচারস যা আমরা বহু বছর ধরে উইন্ডোজে ইউজ করতে করতে অভ্যস্ত। তাই এগুলা সলভ করতে একটু বিরক্তি লাগতেই পারে।

    কিন্তু সব সিস্টেমেরই ভালো মন্দ আছে। উইন্ডোজের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয়, লিনাক্সেও তেমন। লিনাক্সে তো তাও টার্মিনাল থেকে অনেক কিছু সলভ করে ফেলা যায়, এর জন্য আমার মতে, তেমন টেকি পার্সনও হওয়া লাগে না।

    সুবিধা অসুবিধা নিয়েই মডার্ন লাইফ। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে।

    ভালো থাকুন, ভালো রাখুন 🫂

    আল্লাহ হাফেজ।

    The post Kdenlive – unsupported video codec: libx264 ভিডিও এডিটর এক্সপোর্টিং সমস্যার সমাধান appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/NCHlW0D
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel