• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, April 30, 2025

    New

    অনেকেই আছেন, Windows এর Start-up Time নিয়ে বিরক্ত। পযার্প্ত র‌্যাম এবং SSD থাকা সত্বেও Start-up হতে টাইম নেয়, আবার অনেকের HDD তাই Start-up টাইম অনেক বেশি।

    উভয় ক্ষেত্রে আপনি কিছু সেটিংস করে নিলে এই Start-up টাইম ‍কিছুটা হলেও কমতে পারে। তো আজকে আপনাদের এমন কিছু টিপস দেখাবো।

    চলুন, শুরু করা যাক।

     

    Step by Step Guide

    যখন Windows চালু হয়, তখন বিভিন্ন এপ্লিকেশন ও সার্ভিস Windows Start-up এর সময় চালু হয়। তারমধ্যে বিভিন্ন Application ও Service সিস্টেম এর হয় আবার কিছু Application ও Service থার্ড পার্টির হয়। তো আমরা সেসব থার্ড পার্টি Application ও Service অফ করে দেওয়ার পদ্দ্বতি দেখবো যাতে Windows Start-up এ চাপ কমে যায় এবং Start-up সময় কমে যায়।

    ১. প্রথমেই আমরা Startup Application গুলো Disable করে দিব। সেজন্যে নিচের দেখুন

    ২. সেটিংস এ যান।

     

    ৩. এরপর Application এ যান।

    ৩. এরপর StartUp এ যান।

     

    ৪. এখান থেকে Application যা দরকার নাই তা Disable করে দিন।

     

    ৫. এবার Windows key + R প্রেস করুন এবং টাইপ করুন ”msconfig” এবং Enter প্রেস করুন।

     

    ৬. এবার Services  এ যান । এবং Hide Microsoft Service এ ক্লিক করুন।

     

    ৭. এবার বাকি Services গুলো Disable All করে দেন অথবা আপনার যেগুলো অপ্রয়োজন সেগুলো সিলেক্ট করে Disable করে দিন।

    ৮. ব্যস। এবার দেখবেন আপনার পিসি আগের চেয়ে কিছুটা হলেও Fast Startup হচ্ছে।

     

    সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
    যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

    এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

    If you have any question, ,
    knock me

    📒 Facebook

    The post যেভাবে Windows এর Start-Up Time কমাবেন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/oVFQeYG
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel