• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, April 5, 2025

    New

    আপনার কি কখনো আপনার Android ফোন টির স্ক্রিন আপনার কম্পিউটারে শেয়ারের প্রয়োজন পড়েছিল? হতে পারে সেটা প্রেজেন্টেশন এর জন্যে কিংবা Debugging অথবা শুধুমাত্র একটি বড় ডিসপ্লে (গেমিং এ) এর মজা নেয়ার জন্যে?

    এই Android স্ক্রিন Mirror করতে গিয়ে অনেক জটিল প্রসেসে যেতে হয়েছে, অথবা বিভিন্ন পেইড বা ফ্রী এপ্লিকেশন ট্রাই করে হতাশ হতে হয়েছে অনেক ইউজার কেই।

    এই কাজটি কে সহজেই করতে পারবেন Github Tool Scrcpy এর মাধ্যমে। শুধু স্ক্রিন Mirror নয়, স্ক্রিন রেকর্ড, মোবাইল কন্ট্রোল, মোবাইল ক্যামেরা কে ওয়েবক্যামে রুপান্তর সহ আরো অনেক কাজ করতে পারবেন।

    আজকের ব্লগে আমি দেখাবো, কিভাবে Scrcpy ইন্সটল করবেন, এবং কিভাবে বিভিন্ন কমান্ড ব্যবহার করে টুলটি ব্যবহার করবেন।

    চলুন শুরু করা যাক।

     

    Scrcpy কি?

    Scrcpy হলো গিটহাব এ রিলিজ হওয়া একটি ফ্রী এপ্লিকেশন বা টুল, যার মাধ্যমে Android ডিভাইস কে খুব সহজেই পিসি তে Mirror করা যায় এবং USB ক্যাবল দিয়েও হতে পারে বা ওয়াইফাই ব্যবহার করেও হতে পারে।

    Scrcpy একাধারে Windows, Linux এবং MacOs এ কাজ করে এবং এটার জন্যে ফোনে কোনো এপ্লিকেশন ইন্সটল করা লাগেনা ও ফোন রুট করতেও হয়না।

     

    ইন্সটল করার পদ্ধতি [Installation Process]

    ১. প্রথমেই গিটহাব অফিশিয়াল জিপ ফাইলটি ডাইনলোড করে নিন। Windows 64bit    Windows 32bit

    ২. এবার জিপ ফাইল টি Extract করে নিন এবং Extract করা ফোল্ডার টি আপনার C drive এর Program files ফোল্ডারে Copy করে নিন।

     

    ৩. এখন Scrcpy এর Path টি কপি করে Environment Variables এর New Path এড করে নিন। এই Step টি অপশনাল, যদিও এটা করলে Error ফেইস করার সম্ভাবনা কম।

     

     

    ৪. ব্যস এবার চাইলে Scrcpy.exe এর ফাইল্টি দ্রুত রান করার জন্যে একটি Desktop shortcut তৈরি করে নিন।

     

    Connection Method

    ১. সহজ পদ্ধতি: Android এ USB Debugging অন করুন, যেটা Developer Options এ পাবেন। কিভাবে Developer অপশন অন করতে হয়, সেটা না জানলে গুগল করুন। Debugging অন করে USB ক্যাবল দিয়ে PC এর সাথে কানেক্ট করে Scrcpy.exe ফাইল রান করলেই আপনার ফোন Mirror Start হয়ে যাবে।

    ২. Wireless Method: Android 11+ হলে Wireless Debugging অন করলেই কাজ হয়ে যাবে আশা করি,  কিন্তু যাদের ফোনের Android Version 10 অথবা 10 এর কম তাদের একটু কাহিনী করতে হবে।

     

    • প্রথমেই USB connect করে cmd রান করুন, অত:পর command লিখুন “adb tcpip 5555”

    • এতে Adb পুনরায় Restart নিবে,
    • এখন কমান্ড লিখুন “adb connect deviceip 5555”

    • ডিভাইস ip পাবেন আপনার ফোনের about অপশন এ।

    • এভাবেই Wirelessly আপনার ফোন কে কানেক্ট করে Mirror করতে পারবেন।
    •   এবার আগের মত Scrcpy.exe ফাইল টি রান করলেই আপনার ফোনটি PC তে Mirror হয়ে যাবে।

     

    Useful Command for Scrcpy

    Screen Mirror ছাড়াও এই Scrcpy টুল দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, যার সব টাই জানতে চাইলে Scrcpy এর Documents সেকশন টা পড়তে হবে। যার লিংক আমি দিয়ে দিচ্ছি।  Documentation Link

     

    তবে আমি নিচে কিছু Useful কমান্ড দিয়ে দিচ্ছে যেগুলো আপনাদের কাজে আসতে পারে।

    ১. কোনো প্রকার ওটিজি ছাড়াই ক্যাবলের মাধ্যমে মাউস ও কী-বোর্ড দিয়ে মোবাইল কন্ট্রোল (পিসির সাথে মোবাইল কানেক্ট থাকা জরুরি)  করার কমান্ড-

    scrcpy –otg

     

    ২. ইচ্ছেমত ভিডিও মিরর কে Rotation করার কমান্ড গুলো-

    scrcpy –capture-orientation=0
    scrcpy –capture-orientation=90 # 90° clockwise
    scrcpy –capture-orientation=180 # 180°
    scrcpy –capture-orientation=270 # 270° clockwise
    scrcpy –capture-orientation=flip0 # hflip
    scrcpy –capture-orientation=flip90 # hflip + 90° clockwise
    scrcpy –capture-orientation=flip180 # hflip + 180°
    scrcpy –capture-orientation=flip270 # hflip + 270° clockwise

     

    ৩.  Mirror ভিডিও রেকর্ড করতে চাইলে Command দিন-

    scrcpy –record=file.mp4
    scrcpy -r file.mkv

    শুধু ভিডিও রেকর্ড করতে হলে,

    scrcpy –no-audio –record=file.mp4

     

    উপরের এই কমান্ড ছাড়াও আরো অনেক কমান্ড আপনি Scrcpy এর Documentation Section এ  পেয়ে যাবেন। সব নিয়ে লিখতে গেলে অেনেক বড় হয়ে যাবে।


     

    সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
    যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

    এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

    If you have any question, ,
    knock me

    📒 Facebook

    The post [Github Tool] Scrcpy: A Great Tool for Mirroring Your Android Device appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/LaCFKgi
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel