• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Sunday, April 6, 2025

    New


    আসসালামু আলাইকুম

    ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ (সালাত) অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লী আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেন এবং তার সন্তুষ্টি লাভের জন্য ইচ্ছা প্রকাশ করেন।

    প্রস্তুতি (তাহারাত ও ওজু)

    নামাজ আদায়ের পূর্বে শরীর, পোশাক ও স্থানকে পবিত্র করতে হয়।

    • ওজু: সঠিক পদ্ধতিতে মুখ, হাত, মাথা, পা ধোয়া।
    • গোসল: বড় নাজিলের পর বা জুনুব অবস্থায় গোসল করা ফরজ।
    • কিবলা: মক্কার কাবার দিকে মুখ করে দাঁড়ানো।
    • পোশাক: পুরুষের সতর (নাভি থেকে হাঁটু পর্যন্ত) ঢাকা ও মহিলাদের শরীরের সমস্ত অঙ্গ (মুখ ও হাত ছাড়া) ঢেকে রাখা।

    তাকবীরাতুল তাহরীমা ও কিয়াম

    নামাজের প্রথম তাকবীরে (আল্লাহু আকবর) উভয় হাত তুলে নেওয়া সুন্নত।

    • পুরুষ: দুই হাত কানের লতি পর্যন্ত উত্তোলন করে ডান হাত বাম হাতের কবজির উপর রাখিয়া নাভীর নিচে বাঁধবে।
    • মহিলা: দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করে বুকের উপর মিলিয়ে রাখবে।

    এরপর কিয়াম অবস্থায় সূরা ফাতিহা ও অন্যান্য সূরা আস্তে আস্তে (নীরব) পাঠ করবে।

    কেরাত (সুরা পাঠ)

    পুরুষেরা ফজর, মাগরিব ও এশার নামাজ আওয়াজে পাঠ করা সুন্নত; অন্যান্য সালাতে নীরব পাঠ করতে হবে। মহিলারা সব সালাতে নীরব পাঠ; তবে নির্জন বা বিশেষ অবস্থায় আওয়াজে পাঠ করলেও হবে।

    রুকু (নিচু হওয়া)

    রুকু অবস্থায় শরীর সোজা রেখে ধীরগতিতে নিচু হতে হবে।

    “সুবহানা রব্বিয়াল আজিম” তিনবার পাঠ করা সুন্নত।

    রুকু থেকে উঠে দোয়া

    “সামিয়া আল্লাহু লিমান হামিদাহু, রাব্বানা ওয়া লাকাল হামদু” উচ্চারণ করতে হবে।

    সেজদা

    সেজদায় মাথা, নাক, দুই হাত, দুই হাঁটু ও পা পাতার তলা মাটিতে স্পর্শ করবে।

    “সুবহানা রাব্বিয়াল আ’লা” তিনবার পাঠ করা সুন্নত।

    তাশাহুদ

    আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু,
    আসসালামু আলাইকা আয়্যুহান্নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
    আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।
    আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
        

    সালাম

    প্রথমে ডানদিকে, পরে বামদিকে মুখ ফিরিয়ে “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বলে নামাজ সমাপ্ত করতে হয়।

    এরপর মোনাজাত করে নামাজ সমাপ্ত করা হয়।

    প্রধান দোয়া সমূহ

    • দোয়া ইস্তিফাতাহ: “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা…”
    • রুকুতে: “সুবহানা রব্বিয়াল আজিম”
    • রুকু থেকে ওঠার দোয়া: “সামিয়া আল্লাহু লিমান হামিদাহু, রাব্বানা ওয়া লাকাল হামদু”
    • সেজদায়: “সুবহানা রাব্বিয়াল আ’লা”
    • তাশাহুদ: উপরে উল্লেখিত আত্তাহিয়্যাতু

    আল্লাহ আমাদের সঠিক নামাজ আদায়ের তৌফিক দান করুন, আমীন।

    The post সঠিক পদ্ধতিতে নামাজ পড়ার নিয়মকানুন ও দোয়া appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/xRPJbMu
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel