আসসালামু আলাইকুম
আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের চ্যাটজিপিটি তে যুক্ত হওয়া নতুন একটি ফিচার নিয়ে জানাতে যাচ্ছি। এই ফিচারটি সকলের অনেক কাজে লাগবে। তো চলুন মূল পোস্ট শুরু করা যাক।
চ্যাটজিপিটির নতুন ফিচার
চ্যাটজিপিটি বর্তমানে আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়ে গেছে তা বলাই যায়। যেকোনো প্রশ্ন করার জন্য আমরা আগে গুগলের সাহায্য নিলেও এখন ডিরেক্ট চ্যাটজিপিটি তেই জিজ্ঞেস করি। যদিও চ্যাটজিপিটি শতভাগ নির্ভুল উত্তর দেয় না। তাও এটা আমাদের অনেক কাজেই লাগে।
তো আমাদের এই কাজের ক্ষেত্রে আরেকটু সহজ করতে নতুন একটা ফিচার এড হয়েছে চ্যাটজিপিটিতে। ফিচারটির নাম হলো লাইব্রেরি ফিচার। এটা কি, এবং কিভাবে কাজ করে চলুন এবার সেটা জেনে নেই।
চ্যাটজিপিটি লাইব্রেরি ফিচার কিভাবে কাজ করে
আমরা প্রায়ই চ্যাটজিপিটিতে কোনো কমান্ড দিয়ে বলি এই কমান্ডের হিসাবে ছবি বানায় দেও। আবার ছবি এডিট ও করতে বলি। আবার কয়দিন আগে ঘিবলি স্টাইল বানানোর জন্য এটা ইউজ করলাম। তো আমরা ছবি দিয়ে বা কমান্ড দিয়ে ছবি বানাতে বললে সে ছবি বানাই দিতো। আর সেই ছবি ডাউনলোড করতাম।
কিন্তু ধরুন আপনার গ্যালারি থেকে ডাউনলোড করা ছবি ডিলিট হয়ে গেলো এক্ষেত্রে আপনার ঐ ছবি লাগলে কি করবেন? চ্যাটজিপিটির সাথে করা চ্যাট এর মধ্য থেকে ঐটা খুজে বের করবেন? নাকি নতুন করে বানাবেন?
না এমন কিছুই করা লাগবে না। এই লাইব্রেরি নামক অপশনে চ্যাটজিপিটি আপনাকে যত ছবি বানাই দিছিলো সব থাকবে, একদম গ্যালারি মতোন। সেখানে গিয়ে যাস্ট ছবি সিলেক্ট করবেন। আর ডাউনলোড করে নিবেন।
এই ফিচার ইউজ করার জন্য প্রথমে চ্যাটজিপিটি এপ আপডেট করে নিন লেটেস্ট ভার্সনে। (ওয়েবসাইট ইউজ করলে দরকার নেই) তারপর চ্যাটজিপিটে ঢুকে মেনু অপশনে ক্লিক করুন।
এরপর লাইব্রেরি অপশন পাবেন ক্লিক করুন।
তারপর দেখুন সব ছবি আছে যা আগে বানাইছেন আবার ভবিষ্যতে যা বানাবেন তাও থাকবে।
যদি কোনো ছবি ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক দিন। এবার দেখুন ইডিট, সিলেক্ট, ডাউনলোড অপশন পাবেন।
ইডিট বলতে ঐ ছবিতে কোনো এডিট লাগলে তা কমান্ড দিলে করে দিবে। সিলেক্ট বলতে যে কোনো স্পেসিফিক যায়গায় কিছু পরিবর্তন লাগলে তা করে দিবে। বাকিটা আপনারা ইউজ করলে বুঝবেন।
শেষ কথা
আজকের পোস্ট এই পর্যন্তই। বেশি কথা বলে পোস্ট বড় করলাম না শুধু মেইন কথা বলে দিলাম। আশা করি আপনাদের এই পোস্ট ভালো লাগবে। আর কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন। আজকের পোস্ট এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
The post চ্যাটজিপিটিতে আসলো নতুন লাইব্রেরি ফিচার appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/7TEJ14s
via IFTTT
No comments:
Post a Comment