ব্লগিং শুরু করার প্রথম দিকে অনেক ব্লগারই Blogger প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন ব্লগিং শুরু করেন।Blogger একটি ফ্রী ব্লগিং প্ল্যাটফর্ম হওয়ায় যারা নতুন ব্লগিং শুরু করে থাকেন,তাদের জন্য অনেক সহায়ক।Wordpress ব্যয়বহুল হওয়ায় অনেকেই ব্লগার দিয়েই ব্লগিং করেন।কিন্তু যারা ব্লগার দিয়ে ব্লগিং শুরু করেন,তাদের মাঝে ব্লগার থিম সিলেকশন নিয়ে অনেক দুশ্চিন্তা দেখা যায়।কোন থিমটি দিয়ে ব্লগিং শুরু করবো?এই থিমে অ্যাডসেন্স এপ্রুভাল পাওয়া যাবে তো?থিমটি এসইও ফ্রেন্ডলী তো?!
এই প্রশ্ন গুলো প্রায় দেখা যায় নতুন ব্লগার দের থেকে। ইতোমধ্যে আমি কয়েকটি ব্লগার টেমপ্লেট শেয়ার করেছি।যেগুলো দিয়ে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি এসইও ফ্রেন্ডলী করতে পারবেন এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলী।আজকের পোস্টে আমি Jettheme Newspaper Blogger Template শেয়ার করবো।যেটি Jettheme এর প্রিমিয়াম ভার্সন।নতুন ব্লগারদের মাঝে অনেক সংখ্যক ব্লগারই ব্লগিং শুরু করেন Jettheme দিয়ে।কারণ এটি অনেক ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলী।
Jettheme Newspaper Blogger Template
Jettheme ব্লগার টেমপ্লেট টি তো অনেকেই ব্যবহার করেন।কিন্তু আজকে যে টেমপ্লেটটি শেয়ার করবো সেটি Jettheme এর প্রো ভার্সন।যারা Jettheme ব্যবহার করেন, তারা প্রায়ই ফ্রী ভার্সনটি ব্যবহার করেন।কিন্তু ফ্রী ভার্সন এর থেকে এই প্রিমিয়াম নিউজপেপার ভার্সনটিতে বাড়তি কিছু ফিচার রয়েছে।এই টেমপ্লেটটি যেমন ইউজার ফ্রেন্ডলী ঠিক তেমনি অ্যাডসেন্স ফ্রেন্ডলী।Jettheme ব্লগার টেমপ্লেটটি ব্যবহার করে আপনি সহজেই আপনার ব্লগে অ্যাডসেন্স এপ্রুভাল নিতে পারবেন।
Jettheme Newspaper Blogger Theme Features
Jettheme Premium Blogger Template টির ফিচার গুলো নিচে উল্লেখ করে দিলাম।
- 100 percent Responsive
- Disqus Commenting System
- Unique Design
- Google Testing Tool Validating
- Social Share
- Pagespeed Insight
- Featured Post Section
- Short Code Added!
- Dark mode feature Included
- Newsletter Widgets
- Footer Social Section
- Back to Top Icon
- Related Post Section
- All Device Responsive
- Seo Friendly
- AdSense Responsive
- Dynamic Header
- Breadcrumbs Schema
- Social Box
শুধু এইগুলি নয়, আরও অনেক ফিচার রয়েছে এই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটটিতে।এই টেমপ্লেটটিতে আপনি সুন্দর একটি ফুটার পাবেন যেটা Layout থেকে ইচ্ছে মত কাস্টোমাইজ করতে পারবেন।রয়েছে Number Pagination । ফিচার্ড পোস্ট উইজেট এর পাশাপাশি ইমেজ সহ ক্যাটাগরি পোস্ট উইজেট পাবেন।ম্যানুয়ালি ইমেজ স্লাইডার ক্যাটাগরি পোস্ট উইজেট রয়েছে এই থিম।নিচে কিছু স্ক্রীনশট যুক্ত করে দিলাম Jettheme প্রিমিয়াম টেমপ্লেটটির।
এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আপনি ডেমো দেখলেই বুঝে যাবেন।ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
How to Download Jettheme Newspaper Theme?
আপনি যদি গুগলে সার্চ করেন Jettheme Premium Blogger Template লিখে তবে সবচেয়ে বেশি ব্লগে ফ্রী ভার্সনটি দেখতে পাবেন।প্রিমিয়াম নিউজপেপার ভার্সনটি ততবেশি Available না।কিন্তু আজকের এই পোস্টে আমি Jettheme Newspaper Premium Blogger Template টি শেয়ার করবো।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Blogger প্ল্যাটফর্ম দিয়ে ব্লগিং করার প্রধান কারণ হলো বিগীনার হিসেবে আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যয় বহন করা সম্ভব হয় না।কিন্তু Blogger দিয়ে ব্লগিং করতে যেয়ে যদি প্রিমিয়াম টেমপ্লেট কিনতে হয়,তখন অনেকেই ক্র্যাক না নাল থিম খুঁজে থাকেন।কারণ একটাই,অর্থ সংকট।আজকে আমি আপনাদের সাথে Jettheme Premium Template শেয়ার করেছি।এটি একটি প্রিমিয়াম টেমপ্লেট যেটি ফ্রীতেই পেয়ে যাচ্ছেন।কিন্তু আপনার যদি টেমপ্লেট কেনার সামর্থ থাকে,তবে অবশ্যই কিনে ব্যবহার করবেন।
উপসংহার
আজকের জন্য এইটুকুই।ব্লগিং সম্পর্কিত যেকোনো সমস্যায় কমেন্ট করতে পারেন।কিংবা টেমপ্লেটটি ডাউনলোড করতে কোনো সমস্যা ফেস করলে কমেন্ট করে জানাবেন।
ব্লগিং টিউটোরিয়াল এবং প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ও ব্লগার উইজেট স্ক্রিপ্ট পেতে প্রতিদিন ভিজিট করুন আমার Blogpen ব্লগে।আবারও নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো।আল্লাহ হাফেজ।
The post Jettheme Newspaper Premium Blogger Template Download for Free appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5MRhjXq
via IFTTT
No comments:
Post a Comment