Xiaomi Redmi 11 Prime মডেলের নতুন স্মার্টফোন বাংলার বাজারে সামনের বছর আসবে ৷ এটি বিশ্ব বাজারে বেশ নজর কেরেছে Xiaomi Redmi 11 Prime মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, 8mp সেলফি ক্যামেরা, শক্তিশালী র্যাম-রম। এবং Charging 18W wired & 5W reverse wired
Sort lite:
- Xiaomi Redmi 11 Prime
- Price 15.000-17.000 (আনুমানিক)
- 6.5” Display
- Back : 50+2+2MP
- Front: 8MP Camera
- 5000 mAh Li-Polymer
- MediaTek MT8781 Helio G99 (6nm)
- Octa-core (2×2.2 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55)
- Android 12 (MIUI 13)
- RAM 4/6
- ROM 64/128
Display:
স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.5” ইঞ্চি (269 ppi) ৷
এইচডি প্লাস পর্দার রেজল্যুশন 1080 x 2408 পিক্সেল।
Bettary:
৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন।
Prossesor: Octa-core 2.2 GHz ফোনটিতে পাবেন MediaTek MT8781 Helio G99 (6nm)
প্রসেসর। !
ফোনটি অ্যান্ড্রয়েড 12 (MIUI 13)
অপারেটিং সিস্টেম ।
Memory:
সঙ্গে রয়েছে 4/6 জিবি র্যাম এবং 64/128 জিবি রম ৷ আলাদা মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট সাপোর্ট করবে ।
Camera: Back : 50+2+2 MP
Front: 8 MP
প্রধান ক্যামেরায় 50 মেগাপিক্সেল রয়েছে ৷
♯ নাইট ভার্শনে ভিডিও রেকর্ড করা যায় ৷
♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
♯ ফোনটি দিয়ে HD+ 1080 x 2408 তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক।
Features:
AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot
Special Features
- Google Translate
- Parental Control
- Wellbeing
- Fingerprint sensor
- One-handed Mode
- Dark Theme
More:
ফোনটি ৩টি (Playful Green, Flashy Black, Peppy Purple) কালারে পাওয়া যাবে ৷
Xiaomi Redmi 11 Prime স্মার্টফোনটিতে ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ফিঙ্গারপ্রিন্ট ফোনের পিছনে থাকবে না । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন।
ফোনটির ওজন 201 গ্রাম ৷
ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Xiaomi Redmi 11 Prime স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। এমনিতেও Xiaomi ফোন টাচ ইসুৎ নিয়ে কোনপ্রকার অভিযোগ নেই।
ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে ৷
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Xiaomi Redmi 11 Prime মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।
Price: ৳15-17 হাজার ৷
সামনের মাসে Xiaomi শো রুম থেকে কিনতে পারবেন ৷
যদি রিভিউটি ভালো লাগে তাহলে আমার নতুন সাইটটি ঘুরে দেখুন একবার hmvai.com
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Xiaomi Redmi 11 Prime মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷
The post Xiaomi Redmi 11 Prime ফোন রিভিউ দেখে নিন একজরে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2JXi5jY
via IFTTT
No comments:
Post a Comment