• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, December 27, 2022

    New

    বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। পুরো নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১৯৮৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশ। এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে।

    টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।

    যারা এখনো ইসলামী ব্যাংকে ব্যাংক একাউন্ট খুলেন তারা খুব সহজেই ঘরে বসে একটি ইসলামী ব্যাংকে ব্যাংক খুলতে পারবেন.! কি ভাবে একাউন্ট খুলবে তা এই পোস্টটি দেখে আসেন.!

    আর আছকে আমি দেখানো কি ভাবে বিকাশ এবং নগদ একাউন্ট থেকে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট এ টাকা ট্রান্সফার করবেন।

    তো বিকাশ এবং নগদ একাউন্ট থেকে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট এ টাকা ট্রান্সফার করতে হলে প্রথম লাগবে আপনার ইসলামী ব্যাংকের Visa কার্ড.! Visa কার্ড ছাড়া কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না ব্যাংকে.!

    ব্যালেন্স ট্রান্সফার করতে বিকাশ এ চার্জ কাটবে হাজারে ১২.৫০ টাকা আর নগদ এ হাজার এ ১৫ টাকা কিন্তু মজার বিষয় হলো ATM বুথ থেকে টাকা উত্তোলন করা একদম ফ্রি। সে হিসাবে বিকাশ থেকে ব্যালেন্স ট্রান্সফার করে ইসলামী ব্যাংকে ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন কম খরচ এ.!

    প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে হোম পেজে দেখতে পাবেন “বিকাশ টু ব্যাংক” একটি অপশন। এই অপশনে ক্লিক করুন।

    এর পর ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করুন

    তার পর আপনার ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এর ১৬ ডিজিটের নাম্বার প্রদান করুন.!

    এর পর কত টাকা ট্রান্সফার করবেন তার পরিমাণ দিয়ে দিন (সর্বনিম্ন ৫০ টাকা)

    তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার প্রদান করুন

    এর পর ট্যাপ করে ধরে রাখুন এবং সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্ট এ.!

     

     

     

     

     

     

     

     

     

     

    প্রথম এ নগদ অ্যাপ এ ঢুকে দেখতে পাবেন হোম অপশন ট্রান্সফার মানি তা তে ক্লিক করুন।

    তারপর আপনার সামনে Visa debit card অপশন আসবে, সেখানে ক্লিক করতে

    এরপর ভিসা ডেবিট কার্ড এর ১৬ ডিজিটের নাম্বার দিয়ে, নিচে থাকা Remember me বক্সে টিক দিয়ে Proceed দিতে হবে।

    এরপর আপনার প্রয়োজন অনুযায়ি টাকা পরিমাণ দিয়ে দিন (সর্বনিম্ন ৫০ টাকা) তে পর পরবর্তী তে ক্লিক করুন.!

    এর পর আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার প্রদান করুন।

    তার পর ট্যাপ করে ধরে রাখুন এবং সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্ট এ

    বিকাশ, নগদ একাউন্ট থেকে ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করলে তা সাথে সাথে ব্যাংক একাউন্ট এ ব্যালেন্স অ্যাড হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে ব্যালেন্স ট্রান্সফার হতে সর্বোনিন্ম ৩০ মিনিট থেকে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে। আর ব্যালেন্স ট্রান্সফার হলে সাথে সাথে এসএমএস দিয়ে যানিয়ে দিয়া হবে এবং আপনি চাইলে CellFin অ্যাপ এ ঢুকে Statement অপশন গিয়েও দেখতে পারবেন Mini Statement.!!

     

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

     

    ধন্যবাদ

    The post Bkash, Nagad একাউন্ট থেকে ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করুন.! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/sAiSe6T
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel