• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Sunday, December 11, 2022

    New

    আসসালামুআলাইকুম
    সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

    আমরা সবাই বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করে থাকি। স্মার্টফোন ব্যাবহার করতে গেলে আমাদের স্মার্টফোনটি যত্ন নিতে হয়। আমরা আমাদের স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করে থাকি। আমাদের মাঝে এমন লোক খুজে পাওয়া অসম্ভব যে স্মার্টফোন ব্যাবহার করে আর ব্যাক কভার ব্যাবহার করে না।

    আমরা অনেকে জানি না আমাদের ফোনে ব্যাক কভার ব্যাবহার করা কতটা ক্ষতিকর। আজকে আপনাদের জানাব, স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করলে কি কি ক্ষতি হয়।
    তাই আপনার মনোযোগ সহকারে সম্পন্ন আর্টিকেলটি পড়বেন। 

     ব্যাক কভার ব্যাবহার করলে স্মার্টফোনে যে ক্ষতি হয়ঃ-

    স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহার করলে প্রথমে যে ক্ষতি হয়, তাহলো ফোন আত্যাধিক গরম হয়ে যায়। ফোনের উপর চাপ পড়লে ফোনটি অতি তাপমাত্রায় গরম হতে থাকে। আপনার স্মার্টফোনটি দিয়ে যখন ভারি কোনো কাজ করবেন বা গেমস খেলবে। তখন যদি আপনার স্মার্টফোনে ব্যাক কভার লাগানো থাকে,তাহলে ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাবে। আপনার স্মার্টফোনটি তে যখন ব্যাক কভার লাগানো থাকবেন, তখন ফোনের উপর যখন চাপ পড়বে সে গরম বাহিরে বের হবার সুযোগ পাবে না। যার কারনে স্মার্টফোনটি গরম হতে থাকবে। এছাড়া ও স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করলে দীর্ঘক্ষন ব্যাবহার করলে ব্যাটারির ও অনেক ক্ষতি হয়ে থাকে। অতিরিক্ত ফোন ব্যাবহার করার কারনে ফোনের হিটিং ব্যাটারিতে চলে যায়,এবং ব্যাটারি ফুলে যাওয়া সহ ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। অন্যান্য কারনে ও ব্যাটারি নস্ট হতে পারে,কিন্তু ফোন অত্যাধিক গরম হলে ও ব্যাটারির ক্ষতি হতে পারে।

    এছাড়া ও স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করে দীর্ঘক্ষন ব্যাবহার করলে স্মার্টফোনের ভিতরের গুরুত্বপূর্ণ পার্টস গুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে। যার কারনে আপনার স্মার্টফোন অল্প সময়ে স্লো,হ্যাং বা নস্ট হয়ে যেতে পারে। 

    অনেকে বলতে পারেন, যে অনেক দিন ধরে ব্যাব কভার ব্যাবহার করছি, আমার ফোন তো নস্ট হয় নি। আসলে ধীরে ধীরে ফোন ড্যামেজ এর দিকে যায়,হঠাৎ করে তো স্মার্টফোন নস্ট হয়ে যায় না। 

    অনেকের ব্যাক কভার ব্যাবহার করার পর, আমাদে স্মার্টফোন এর পিছিনের অংশে দাগ পড়ে যায়। এবং দেখতে খুব খারাপ লাগে।

    ব্যাক কভার ব্যাবহার না করলে আমাদের স্মার্টফোনটি আসলে খুব রিস্কে থাকেন কারন হঠাৎ করে স্মাটফোনটি পড়ে গেলে কিন্তু ভেঙ্গে যাওয়ার আসঙ্কা থাকে। ওছাড়া ও ব্যাক কভার ব্যাবহার করে থাকেন আসলে ফোনের নিরাপত্তার জন্য। 

    আপনি যদি দামি ফোন ব্যাবহার কারী হয়ে থাকে, তাহলে বর্তমানে বাজারে পুরো ফোনে প্রটেক্টর লাগানো যায়। এতে ফোনের কোনো ক্ষতি হয় না। শহর অঞ্চলে সাধারণত পুরো ফোন প্রটেক্ট করার সিস্টেম আছে। তাই ব্যাক কভার ব্যাবহার না করে পুরো ফোনে প্রটেক্টর লাগানোটাই ভাল।
    কম দামি ফোন গুলোতে আসলে ব্যাক কভার না লাগানো টাই ভালো। তবে ব্যাক কভার না লাগালে যে ফোন রিস্কে থেকে যায়।

    যাই হোক, স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করলে যে ক্ষতি গুলো হয় এটি কিন্তু আপনাদের জানালাম। এখন আপনি ইচ্ছা করলে ব্যাক কভার ব্যাবহার করতে পারেন। কিংবা না ও করতে পারেন। পুরোটা নির্ভর করে আপনার উপর।

    আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
    ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    • যেকোন প্রয়োজনে,
    • ফেসবুকে আমিঃ-

    Sk Shipon

    • ধন্যবাদ। 




    The post স্মার্টফোনে ব্যাক কভার ব্যাবহার করার কারনে যে ক্ষতি হয়, জেনে নিন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/DuHwPcx
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel