আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনারা (টেম্পরারি মেইল অ্যাপ InstAddr) নিয়ে অর্থাৎ InstAddr টেম্পরারি মেইল কিভাবে InstAddr অ্যাপ একাউন্ট ব্যাকআপ করে রাখবেন বা পার্মানেন্ট টেম্পরারি মেইল গুলো কিভাবে পরবর্তীতে ইউস করবেন। আজকের ট্রিক্সের বেনিফিটআজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা InstAddr অ্যাপ একাউন্ট ব্যাকআপ রাখবেন বা Information of account in use কিভাবে একাউন্ট খুলবেন+মেইল ভেরিফাই+টু-স্টেপ ভেরিফিকেশন করবেন Information of account in use (InstAddr) একাউন্ট ব্যাকআপ রাখার মাধ্যমে আপনারা ৩-৪ বছর বা এক কথায় পার্মানেন্ট আগের টেম্পরারি সব মেইল ইউস করতে পারবেন। আমরা অনেকে ই যারা হয়ত না জানি তারা হয়ত ভাবতাম টেম্পরারি মেইল হয়ত অ্যাপ আনইন্সটল করা পর্যন্ত ইউস কর যেতো কিন্তু আজকের পোস্টের মাধ্যমে আপনারা শিখতে চলেছেন কিভাবে টেম্পরারি মেইল লাইফ টাইম ইউস করতে হয়। আমি আপনাদের একদম A-Z অর্থাএ (সম্পুর্ন প্রসেস সহ+প্রুফ) দেখিয়ে দিবো। আপনারা সবাই জানেন আমি কখনো প্রুফ ছাড়া পোস্ট করি না। সো আজকে ও তার কোন ব্যতিক্রম নয়। সো স্টার্ট[/b]
তো চলুন শুরু করা যাক…১. প্রথমে আপনার ফোনে থেকে InstAddr অ্যাপটি ওপেন করুন।
২. তারপর আরেকটু নিচের দিকে স্ক্রোল করুন।
৪. তারপর Information of account use তে ক্লিক করুন।
৫. তারপর AccountID ইডিট করার জন্য পেন আইনকনে ক্লিক করুন।
৬. তারপর AccountID নিজের ইচ্ছামতো দিয়ে OK ক্লিক করুন।
৭. তারপর Password দেওয়ার জন্য পেন আইনকনে ক্লিক করুন।
৭. তারপর Password দেওয়ার পর OK তে ক্লিক করুন।
৯. তারপর Recovery email বসানোর জন্য পেন আইনকনে ক্লিক করুন।
১০. তারপর আপনার একটি রিয়েল ইমেইল এড্রেস দিয়ে OK তে ক্লিক করুন।
১১. তারপর 2-Factor Authentication অন করার জন্য পেন আইনকনে ক্লিক করুন।
১২. তারপর QR code স্ক্যান বা লিংক কপি করে টু-ফেক্টর কোড দিয়ে অন টু-ফেক্টর অন করে রাখতে পারেন।
১৩. তারপর Linking Account Settings তে ক্লিক করুন।
১৫. তারপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করুন।
১৬. তারপর দেখুন একাউন্ট খুলা ডান।
১৭. তারপর অ্যাপটি আনইন্সটল করে আবার ইন্সটল করুন।
১৮. তারপর Sign in to another account তে ক্লিক করুন।
১৯. তারপর AccountID & Password দিয়ে লগ ইন করুন।
২০. তারপর OK তে ক্লিক করুন।
২১. ব্যাস কাজ শেষ এবার দেখুন আবার পুনরায় আগের সব মেইল ফিরে আসছে।
আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ
-ফেসবুকের যেকোন সম্যসা সমাধান অর্থাএ [b]Get Started লক, Two Factor Authorities বাইপাস, Upload Your ID (Card Lock), Hacked Account recovery, Facebook ID Running ভেরিফাই ইত্যাদি করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনসাল্লাহ আমি আমার সর্বোচ্চ সমাধান দেওয়ার চেষ্টা করবো [/b]
ফেসবুক লিংকঃ https://ift.tt/b3OnFq5
The post এখন থেকে টেম্পোরারি মেইল অ্যাপ Instaddr ব্যাবহার পরে টেম্পোরারি মেইল ব্যাবহার করুন লাইফটাইম, অ্যাপ আনইন্সটল করলেও হারাবে না আপনার মেইলের এক্সেস। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/E9iZweA
via IFTTT
No comments:
Post a Comment