• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, August 29, 2022

    New

    আসসালমুআলাইকুম বন্ধুরা। ট্রিকবিডির নতুন পোস্ট এ আপনাদের কে স্বাগতম। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।

     

    আজকে আমি আপনাদের সামনে যেই ট্রিক টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনি ছোট্ট একটি স্টিকার এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ফেসবুক স্টোরি তে লিংক শেয়ার করবেন। তাহলে কথা না বারিয়ে শুরু করা যাক।

     

    এর জন্যে আপনার ফেসবুক একাউন্ট এর সাথে থাকতে হবে ইনস্টাগ্রাম ও। আজকাল প্রায় সকলেই ইনস্টাগ্রাম ব্যাবহার করে। আর যারা করেন না তাদের ও কোনো চিন্তা নেই। আপনি ফেসবুক একাউন্ট দিয়েই ইনস্টাগ্রাম ব্যাবহার করতে পারেন। তাই দেরি না করে প্রথমেই আপনার ফোনে ইনস্টল করে নিন ইনস্টাগ্রাম।

     

     

    এর জন্যে প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম ইনস্টল করার পর ইনস্টাগ্রাম এ ঢুকতে হবে। ঢুকার পরই দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির নাম শো করছে। আপনার আগের কোনো ইনস্টাগ্রাম আইডি থাকুক কিংবা না থাকুক আপনি যদি আমার ট্রিক তি ব্যাবহার করতে চান তাহলে আপনাকে নিচের দেখানো বাটনে অর্থাৎ আপনার ফেসবুক আইডির নামের উপর ক্লিক করতে হবে।

    এরপর আপনি নিচের দেখানো yes ফিনিস সেটাপ এ ক্লিক করুন।

     

    এরপর সাইন আপ এ ক্লিক করুন।

    এরপর আপনি চাইলে sync প্রোফাইল ইনফো তে ক্লিক করতে পারেন।

    এখানে আপনি চিনতে পারেন এমন কিছু পরিচিত জন অথবা কিছু সেলিব্রিটি দের নাম আসবে। আপনি ইনস্টাগ্রাম একাউন্ট চালু করার জন্য এইখানে কয়েকজন কে follow করে নিবেন। এরপর আপনি উপরের মার্ক করা বাটনে ক্লিক করবেন।

    এরপর your story তে ক্লিক করুন।

    এইখানে আপনি যেই অ্যাপস এর অথবা যেই ওয়েবসাইট এর অথবা যেই জায়গার লিংক শেয়ার করবেন। সেই জায়গায় কোনো একটি ছবি অথবা সেটার সাথে সম্পর্কযুক্ত কোনো একটা ছবি সিলেক্ট করবেন যাতে সবাই বুঝতে পারে এবং আকর্ষণ হয়। আমি নিচের দেখানো ছবিটির লিংক দিয়ে দিলাম।

    এরপর আপনাকে উপরের মার্ক করা স্টিকার বাটনে ক্লিক করতে হবে।

    এইখানে লিংক নামে একটি অপশন থাকবে সেটি সিলেক্ট করতে হবে।

    এরপর আপনি আপনার স্টোরি তে লিংক বসানোর অপশন টি পেয়ে যাবেন। আমি আমাদের ট্রিকবিডির একটি পোস্টের লিঙ্ক দিয়ে দিলাম। লিংক দেওয়ার পর done এ ক্লিক করে দিলাম।

    নিচে দেখুন ছবির সাথে ট্রিকবিডি ওয়েব এর নাম শো করছে। আপনিও যখন লিংক শেয়ার করবেন সেই লিংক অনুযায়ী একটি নাম শো করবে। এরপর নিচে ছোটো লেখা শেয়ারিং অপশন এ ক্লিক করুন।

    এরপর উপরের দুটির যেকোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন।

    এরপর সেখানে and facebook story লেখা দেখতে পাবেন। এরপর নিচে share অপশন এ ক্লিক করুন।

     

    Done করুন।

    এরপর আপনার স্টোরি শেয়ার করা কমপ্লিট।এখন আপনি ফেসবুক এ যেয়ে দেখতে পারেন স্টোরি টি facebook এ শেয়ার হয়েছে কি না।

    দেখুন আমার স্টোরি টি ফেসবুক এও শেয়ার হয়ে গেছে। এখন লিংক টি কাজ করছে কি না সেটি দেখার জন্য স্টোরি তে ক্লিক করুন।

    এরপর লিংক এ ক্লিক করুন। এরপর লিংকে যান বা go to লিংক নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন।

    এরপর নিজেই দেখেনিন আমার দেওয়া লিংক এর সেই পোস্ট টি দেখা যাচ্ছে।

    আমার আজকের পোস্ট টি তাহলে এই পর্যন্তই থাক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার পোস্ট টি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার আমার ওয়েবসাইট টি ভিজিট করতে ভুলবেন না।

    ওয়েবসাইট: https://ift.tt/L6G1CAc

    আপনি চাইলে আমার সাথে টুইটারেও চাইলে যোগাযোগ করতে পারেন আমি ফেসবুক এর চেয়ে বেশি এক্টিভ থাকি টুইটারে।

    টুইটার: 1215maruf

    The post লিংক শেয়ার করুন ফেসবুক স্টোরি এর মাধ্যমে নতুন উপায়ে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/qH635fU
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel