• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, August 31, 2022

    New

    kih-lagbe.blogspot.com

    আসসালামু আলাইকুম! 

    আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

    তো কেমন আছেন সবাই? 

    আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।

    আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। ওয়েবসাইট’টির নাম হচ্ছে Midjourney এবং এর ডোমেইন হচ্ছে .com এটি টেক্সট-টু-ইমেজ জেনারেট করে এমন একটি সাইট যেটা সম্পূর্ণ AI দ্বারা সম্পন্ন হয়ে থাকে। লেখাটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। নতুন কিছু শিখলেও শিখতে পারেন।

    Midjourney – আসলে কি?

    Midjourney – হচ্ছে একটি রিসার্চ ল্যাব এবং ল্যাবটি’র নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence). Midjourney – ওয়েবসাইট’টি  AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। এটি DALLE-E বা OpenAI এর মতোই। 

    Midjourney – টিম এর সদস্য কারা?

    Midjourney – টিম এর মূল দায়িত্বে আছেন David Holz যিনি ছিলেন Leap Motion এর প্রতিষ্ঠাতা। তাছাড়া David Holz  নাসা”তে (NASA) রিসার্চার হিসেবেও কাজ করেছেন।

    Advisor  – হিসেবে আছেন  Jim Keller যিনি Apple, AMD, Tesla এবং Intel এর মতো বড় বড় জায়গায় কাজ করেছেন। 

    তাছাড়া Midjourney – এর অ্যাডভাইসর হিসেবে আরও আছেন গিটহাব (Github) এর সিইও Nat Friedman

    Midjourney –  এর কাজ কি, কিভাবে করে?

    এই প্রোগ্রাম’টির কাজ হচ্ছে লেখা থেকে ইমেজ তৈরী করা। অর্থাৎ আপনি লিখিত একটি বিবরণ দিবেন এবং আপনার সেই লেখার উপর ভিত্তি করে আপনাকে ইউনিক কয়েকটি ইমেজ জেনারেট করে দিবে। পুরো এই কাজটি সম্পন্ন হবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স‘ বা AI এর দ্বারা।

    ধরুন আপনি কমান্ড দিলেন, A beautiful 3d girl, black hair, black eyes. তারপর সেন্ড করে দিলেন। এখন Midjourney – তে থাকা AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কমান্ডগুলো একটি একটি করে পড়বে এবং কমান্ড অনুযায়ী পিকচার বা ছবি তৈরী করবে। 

    যেমন আপনি হয়তো কোনো মুভিতে দেখে থাকবেন যে, একটি ব্যক্তি যিনি একটি খুনিকে দেখেছেন কিন্তু খুনি তার অপরিচিত বা আগে কখনো দেখেন নি। এমন অবস্থায় পুলিশ একজন স্কেচ আর্টিস্ট কে ডাকে এবং যে ব্যক্তি খুনিকে দেখেছে তাকে বলা হয়, খুনি’র মুখ, কান, চোখ, নাক ইত্যাদি কেমন ছিল তার বর্ণনা দিতে। তারপর আর্টিস্ট সেই ব্যক্তির কথার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ ছবি এঁকে ফেলেন। 

    Midjourney ঠিক এভাবেই কাজ করে থাকে। আপনার দেওয়া ডিটেইলস বিশ্লেষণ করে সেই অনুযায়ী ছবি এঁকে দেয়। পার্থক্য শুধু মুভিতে একটি মানুষ ছবি আঁকার কাজটি সম্পন্ন করে থাকেন আর এখানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সম্পূর্ণ কাজটি করা হয়।

     Midjourney – কি ফ্রী? 

    দুঃখের বিষয় হচ্ছে এটি ফ্রী প্লাটফর্ম নয় অর্থাৎ এখানে আপনাকে টাকা দিয়ে তাদের সেবা গ্রহন করতে হবে। তবে তারা ফ্রি ট্রায়াল প্রোভাইড করে থাকেন। ট্রায়াল এর জন্য কোন ক্রেডিট কার্ড এর দরকার নেই। 

    Midjourney – তে কিভাবে অ্যাকাউন্ট খুলবো?

    প্রথমেই বলে রাখি এটি ব্যবহার করতে হলে আপনাদের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। ডিসকর্ড ছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো যাদের আগে থেকেই ডিসকর্ড অ্যাকাউন্ট আছে এবং আপনার Midjourney – এক্সপ্লোর করতে ইচ্ছুক তারা নিচের প্রসেসগুলো ফলো করুন। এবং যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নেই কিন্তু Midjourney – এক্সপ্লোর করতে চান তাহলে নিচে ডিসকর্ড ওয়েবসাইট’টির লিংক দিয়ে দিছি আপনারা অ্যাকাউন্ট খুলে নিন।

    Discord – Official Site

    Midjourney – অ্যাকাউন্ট খুলতে নিচের প্রসেসগুলো ফলো করুনঃ

    প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার’টি ওপেন করুন এবং নিচে দেওয়া লিংকটি’তে ক্লিক করুনঃ-

    Midjourney – Official Site

    লিংক ওপেন হলে আপনারা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। ছবিতে দেখানো  ‘Sign the beta‘ তে ক্লিক করুন।

    স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    তারপর আপনাদেরকে ডিসকর্ড অ্যাপ/ওয়েবসাইট এ রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তারপর ‘Accept Invite‘ – এ ক্লিক করুন।

    নিচের স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    ইনভাইটেশন অ্যাক্সেপ্ট করার পর আপনার নিচের মতো Midjourney সার্ভার দেখতে পাবেন। 

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    তারপর সাইডে লক্ষ করলে newbies  নামে কয়েকটি চ্যানেল দেখতে পারবেন। যেকোনো একটি newbies রুমে ক্লিক করুন। 

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    তারপর নিচে থাকা ইনপুট বক্স এ টাইপ করুন ‘ /  ‘(স্ল্যাশ) দেখবেন অনেকগুলো কমান্ডস ভেসে উঠবে। এগুলোর মধ্যে থেকে /imagine এ ক্লিক করুন। অথবা সরাসরি /imagine লিখুন তারপর একটি স্পেস দিন।

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    স্পেস দেওয়ার পর ‘ Prompt ‘ নামে একটি অপশন আসবে এর ভেতরে আপনি যেরকম ছবি জেনারেট করতে চান সেটা লিখুন। এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। অ্যাডাল্ট কিছু লিখলে সেটা ইনপুট নেবে না।

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

     এখানে আপনি আপনার মন মতো ডিটেইলস লিখুন আপনি যেভাবে লিখবেন সেইভাবেই ছবি জেনারেট হবে। আপনার ডিটেইলস লেখা হয়ে গেলে সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

     Midjourney এর AI আপনার দেওয়া  ডিটেইলস মোতাবেক ছবি জেনারেট করা শুরু করে দিবে। ১০০% হয়ে গেলে আপনারা চারটি জেনারেটেড ছবি দেখতে পারবেন।

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com



    এবার চারটি ছবি থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপস্কেল বা বড়ো করতে পারবেন। ছবি বড়ো করার জন্য নিচে U1 U2 U3 U4  – এ ক্লিক করতে হবে। U1 এ যদি ক্লিক করেন তাহলে চারটি ইমেজ এর যেটি প্রথমে আছে সেটি একটি সিঙ্গেল ছবিতে রুপান্তরিত হবে। U2 তে ক্লিক করলে দ্বিতীয় ছবিটি আপস্কেল হবে। 

    নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    ছবি বড়ো করার জন্য U1 বা অন্য যেকোনো একটা তে ক্লিক করলে আপনার ছবিটি আপস্কেল বা বড়ো হতে শুরু করবে। ১০০% হলে ছবিটি পুরোপুরি তৈরী হয়ে যাবে।

    নিচের স্ক্রিনশট’টি দেখুনঃ-

    kih-lagbe.blogspot.com

    ছবিটি পুরোপুরি তৈরী হয়ে যাওয়ার পর ছবিটি’তে একটি ক্লিক করুন। নিচে বাম কোণায় ‘Open Original Image‘ লিখাতে ক্লিক করুন। তারপর আপনার ইমেজটি লোড হয়ে গেলে ডাউনলোড করে নিন।

    নিচের স্ক্রিনশট’টি লক্ষ্য করুনঃ-

    kih-lagbe.blogspot.com

    Full Sized Image: 

    kih-lagbe.blogspot.com

    যারা ভেবে পাচ্ছেন না ছবি জেনারেট করতে কি কমান্ড দিবেন তাদের জন্য নিচে কয়েকটি কমান্ড দিয়ে দিলাম। এগুলো ট্রাই করে দেখতে পারেন।

    1. Rubber Duck Aliens visiting the Earth for the first time, hyper-realistic, cinematic, detailed –ar 16:9

    2. watermelon sofa with empty background

    3. stained glass cat

    4. beautiful garden full of flowers, fantasy, a girl, butterfly, oil in canvas

    5. window full of flowers, fantasy, butterfly, oil painting

    6. robot female, art nouveau, art deco , hyperrealist, 8k, vray, octane render, photographic –test –upbeta –upbeta

    7. ctane render 8k of beautiful mermaid, intricate detail, cinematic lighting, green eyes,  :: —ar 2:3 –test –upbeta

    8. anthropomorphic character of a Duck, armed with guns, prosthetic eye, elegant hat, steampunk, octane rendered, city lights, :: 8k –ar 2:3 –testp 

    9. octane render 8k of kitsune oracle portreit, intricate detail, cinematic lighting, green eyes,  :: —ar 2:3 –test –upbeta

    10. octane render 8k of kitsune, girl, oracle, portreit, intricate detail, cinematic lighting,   :: —ar 2:3 –test –upbeta 

    বিশেষ দ্রষ্টব্যঃ  অ্যাডাল্ট টেক্সট ইনপুট করবেন না! যেহেতু এটা ট্রায়াল তাই আপনি হয়তো সর্বোচ্চ ২৫ বার ইমেজ জেনারেট করতে পারবেন(পুরোপুরি শিওর নই)। 

    আমার এই লেখার উদ্দেশ্য কোনোভাবেই ওয়েবসাইটি’কে প্রমোট করার জন্য নয়। এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এই বিষয়ে কিছুই জানেন না তাদের অবগত করা। ভবিষ্যতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI একপ্রকার রাজত্ব করবে তা বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে এর চরম উন্নতি সাধিত হবে এবং এর ব্যবহার প্রায় সব জায়গাতেই পরিলক্ষিত হবে। তাই আমাদের ভবিষ্যৎ এর প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা উচিত। এগুলো কিভাবে কাজ করে, কোন কোন মাধ্যমে কাজ করে এগুলো সব জানা উচিত। 


    ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা করছি। লেখাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কি রিলেটেড পোস্ট ট্রিকবিডি তে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে হয়তো আমরা আপনাদের মন মতো টপিক নিয়ে পোস্ট লিখতে পারবো যেটা আপনাদেরও উপকারে আসবে। 

    তো আজকে এ পর্যন্তই।

    বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।

    ফেসবুকে আমি




    The post [Midjourney AI] আপনি যেভাবে বলবেন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবেই ছবি এঁকে দেবে। [Text-to-image] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/b4mGcFM
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel