আসসালামু আলাইকুম বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।
সময় কাটানোর জন্য গেমের বিকল্প বর্তমানে নেই বললেই চলে,তাই আমি তোমাদের জন্য নিয়ে সেরা সময় কাটানোর জন্য সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড গেম।
তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক:-
5.Hyper Square
Size:-34 mb
Ratting:-9.9(TapTap)
Download:-2.7K
এই গেমটিতে তেমাদের বিভিন্ন রকমের শেপ দেওয়া হবে,
যেগুলোকে আরেকটা শেপের মধ্যে তোমাদের বসাতে হবে।
তবে এর মধ্যে রয়েছে বিভিন্ন রুলস,যেগুলোও আপনাকে ফলো করে গেমের প্রত্যেকটা লেভেল শেষ করতে হবে।
যখন তোমরা সবগুলো শেপকে নির্দিষ্ট শেপের মধ্যে রাখতে পারবেন তখন গেমের একটি লেভেল শেষ হবে।
Hyper Square সময় কাটানোর জন্য সেরা একটি গেম,তাই অবশ্যই ট্রাই করবেন।
গেমটি প্লে স্টোরে নেই তাই তোমাদের গেমটি ApkPure বা TapTap থেকে ডাউনলোড করতে হবে।আমি ডাউনলোডের সুবিধার্থে নিচে ApkPure এর লিংক দিয়ে দিলাম।
Screenshot:-
Download Link:-Hyper Square
4.Where’s Samantha?
Size:-161 mb
Ratting:-4.2
Download:-500K+
Where’s Samantha গেমের সবচেয়ে ইউনিক বিষয়টা হলো এর আর্ট স্টাইল,যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে।
গেমটির স্টোরি হচ্ছে দুটো জর্জ আর সামান্থার ওপর ভিত্তি করে তৈরি করা।
একদিন বাতাসে সামান্থা একজায়গায় উড়ে যাই।এখন জর্জ মানে তোমাকে সামান্থা কে খুজে বের করতে হবে।
এছাড়াও গেমটিতে রয়েছে অনেক পাজেল,যদিও প্রথমে সব পাজেল ইজি মনে হলেও পরে গিয়ে সেগুলো অনেক হার্ড হয়ে যায়।
তো অবশ্যই গেমটি একবার ট্রাই করে দেখতে পারেন।
Screenshot:-
Download Link:-Where’s Samantha
3.Barrier X
Size:-33.1 mb
Barrier X গেমটি অনেকটা Temple Run এর মতোই।
কিন্তু যে বিষয়টা এই গেমটিকে আলাদা করে সেটা হলো গেমটিতে মানুষের পরিবর্তে রয়েছে একটা কাগজের প্লেন।
যেই প্লেনটিকে তোমাদের 60 সেকেন্ড ধরে উড়াতে হবে,তাহলেই তোমরা গেমটির একটা লেভেল কমপ্লিট করতে পারবে।
60 সেকেন্ড শুনে অনেকে মনে করতে পারে যে এটা তো অনেক সহজ টাস্ক,কিন্তু যে জিনিসটা এটাকে কঠিন করেছে সেটা হল প্লেনটির প্রচন্ড গতি এবং পথের মাঝে বিভিন্ন অবস্টেকেল।
যেগুলো ক্রস করে গেছে 60 সেকেন্ড টিকে থাকা অনেকটা অসম্ভবের মতো।
তাই যারা টেম্পল রান এর মত কোন গেম খুঁজছেন তারা অবশ্যই গেমটি একবার হলেও ট্রাই করবেন।
Screenshot:-
Download Link:-Barrier X
2.Love You To Bits
Size:-22 mb
Download:-10K+
Love You To Bits গেমটি একটি অসাধারণ সুন্দর অ্যাডভেন্সার ও পাজেল বেসড গেম।
গেমটির শুরতেই দেখা যায় এক বিস্ফোরণে Nova নামক এক রোবটের প্রতিটি অংশ আলাদা আলাদা প্লেনেটে চলে যায়।
এখন গেমের মুল ক্যারেক্টার Kosmo যে কিনা Nova র বয়ফ্রেন্ড,সে সবগুলো গ্রহে গিয়ে বিভিন্ন পাজেল সলভ করে নোভার প্রতিটি পার্ট সংগ্রহ করে আবার নোভাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।
গেমটির গ্রাফিক্স খুব সুন্দর আর পাজেল গুলোও অনেক সহজ,তাই কেউ যদি গেমটি না খেলে থাকেন তবে অবশ্যই ট্রাই করবেন।
Screenshot:-
Download Link:-Love You To Bits
1.Death Palette
Size:-51 mb
Ratting:-4.7
Download:-1M+
Death Palette গেমটি একটি Horror,Mystery গেম।
গেমটিতে তোমাদের সাতদিন বেঁচে থাকতে হবে একটা অভিশপ্ত মেয়ের পেইন্টিং থেকে।
গেমটির শুরতেই তোমরা একটা স্টুডিওতে আটকা পড়ে যাবে,
আর তোমাদের সেখান থেকে বের হওয়ার জন্য একটি অভিশপ্ত মেয়ের পেইন্টিং কমপ্লিট করতে হবে বিভিন্ন পাজেল সলভ করে
এবং পুরোনো ভিক্টিমদের নোট দেখে,যারা মেয়েটির পেইন্টিং করতে ব্যর্থ হয়েছে,সেই কারণে মেয়েটি সবাইকে মেরে ফেলেছে।
Death Palette গেমটির খুব ভালো একটি স্টোরি আছে আর গেমটি খুব বেশি ভয়ংকর তাও নয়।
তাই এরকম কেউ যদি থাকে যে হরর গেম খেলতে আগ্রহী কিন্তু ভয়ে খেলতে পারে না,তাদের জন্য এই গেমটি একেবারে বেস্ট।
তাই যদি সময় কাটানোর জন্য ভালো কোনো হরর গেম চান তাহলে Death Palette গেমটি তোমাদের জন্যই।
Screenshot:-
Download Link:-Death Palette
তো আজকে এই পর্যন্তই,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
আল্লাহ হাফেজ
The post নিয়ে নিন সময় কাটানোর জন্য সেরা পাঁচটি অ্যান্ড্রোয়েড গেম{পার্ট ১} appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/p6OjNic
via IFTTT
No comments:
Post a Comment