• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, March 4, 2022

    New

    ডিএনএস (DNS) কি?
    DNS এর পূর্ণরূপ হল “DOMAIN NAME SYSTEM”। একটি ওয়েবসাইটকে সার্চ করার জন্য যে ডোমেইন ব্যবহার করা হয় তাকে ডিএনএস (DNS) বলে। আর ওয়েবসাইট গুলোর সাথে আইপি থাকে। আর পাবলিক আইপি গুলো ইউনিক হয়। (যেমন: 59.152.101.54)

    আপনি একটি ওয়েবসাইটের আইপি দিয়ে সার্চ করলে ওই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আইপি গুলো বিভিন্ন ডিজিটের হয়ে থাকে। যেটা মনে রাখা কষ্টকর।

    উপরের আইপিটি, আইপি ভার্সন 4 এর। কিন্তু আইপি ভার্সন 6 এর আইপি আরেকটু বড় হয় (যেমন: 2401:f40:1008:35e:4500:973f:b6df:25cf)

    তাই এগুলো মনে রাখা কষ্টকর হওয়ায় ডিএনএস (DNS) ব্যবহার করা হয়।

    ডিএনএস (DNS) কিভাবে কাজ করে:
    ডিএনএস (DNS) মূলত একটি সার্ভার, যা একটি ডিকশনারি মত কাজ করে। আপনি যখন কোনো ওয়েবসাইটের নাম (যেমন: google.com) লিখে সার্চ করেন তখন এটি একটি ডিএনএস (DNS) সার্ভার এ খোঁজার জন্য রিকোয়েস্ট পাঠায়। তারপরে ওই ওয়েবসাইটের আইপি বের করে, এবং ওই ওয়েবসাইট থেকে আপনার জন্য কাঙ্খিত ডাটা নিয়ে আসে। মানে আপনি যেটা খুঁজতে চাচ্ছেন সেটা আপনাকে বের করে দেয়।

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

    ফেসবুক প্রোফাইল

    ফেসবুক পেইজ

    The post ডিএনএস (DNS) কি? ডিএনএস (DNS) কিভাবে কাজ করে? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/KXRfvi7
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel