• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, March 23, 2022

    New

    আমরা যারা কম্পিউটার ও রিলেটেড ডিভাইস ব্যবহার করি, তারা অবশ্যই পেনড্রাইভ এর সাথে পরিচিত। কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য ও ফাইল আদান প্রদানের জন্য পেনড্রাইভ প্রায় প্রতিদিনই কাজে লাগে। তাহলে চলুন পেন ড্রাইভ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি…

    • পেনড্রাইভ (Pen Drive) কি?
    পেনড্রাইভ হলো মূলত একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। বিভিন্ন ফাইল দ্রুত আদান-প্রদানের জন্য মূলত পেনড্রাইভ ব্যবহার করা হয়।

    তবে আপনার পেনড্রাইভ এর স্পিড ভালো হলে, আপনি দ্রুত ফাইল আদান-প্রদান করতে পারবেন। আর যদি খারাপ হয়, সেক্ষেত্রে পারবেন না।

    • পেনড্রাইভ ব্যবহারের সুবিধা:
    ১. পেনড্রাইভ ছোট এবং হালকা হওয়ায়, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই বহন করতে পারবেন।
    ২. পেনড্রাইভে ইউএসবি ইন্টারফেস থাকার কারণে আপনি যেকোন ইউএসবি ডিভাইস এ plug-and-play সুবিধা পাবেন।
    ৩. দ্রুত ফাইল আদান প্রদানের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হয়।
    ৪. পেনড্রাইভ বেশি ছোট হলেও, এর ফাইল ধারণ ক্ষমতা অনেক বেশি। আপনি বাজারে ১ টেরাবাইট এর পেনড্রাইব ও পেয়ে যাবেন।
    ৫. আলাদা কোন পাওয়ার সাপ্লাই এর প্রয়োজন হয় না।
    ৬. ডিউরেবল ডিভাইস হিসেবে আপনার ফাইলগুলোকে অনেক বছর ধরে জমা রাখতে পারে।
    ৭. উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে উপযোগী করে তৈরি করা হয়।

    • পেনড্রাইভ ব্যবহারে করনীয়তা:
    ১. কম্পিউটারে ইউএসবি তে পেনড্রাইভ লাগানোর সময় সতর্ক ভাবে লাগাবেন। অযথা চাপ দিবেন না, এতে পেনড্রাইভের পিনগুলো ভেঙে যেতে পারে।
    ২. পেনড্রাইভ ব্যবহার করার পরে এর ক্যাপ লাগিয়ে নিবেন। এতে আপনার পেনড্রাইভটি ময়লা হবে না।
    ৩. তরল কোন পদার্থ (যেমন: পানি ইত্যাদি) যেন পেনড্রাইভকে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখবেন।
    ৪. ভারী কোনো জিনিস এর নিচে পেনড্রাইভ রাখবেন না, এতে করে পেনড্রাইভ ভেঙে যাবার সম্ভাবনা থাকবে।

    আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

     

    সৌদি আরব ভিসা চেক কিভাবে করবেন

    আমার ফেসবুক প্রোফাইল

    The post পেনড্রাইভ (Pen Drive) কি? পেনড্রাইভ ব্যবহারের সুবিধা এবং করণীয় গুলো জেনে নিন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/4bjvoAX
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel