• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, February 2, 2022

    New

    আসসালামু আলাইকুম,
    এটি হচ্ছে Telegram Bots এর 4th part। এর আগেও ২টি পোস্ট করেছি এমন সব উপকারী bots নিয়ে। সেগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন। উপকারে আসবে আশা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

     

    1) Youtube Download Bot

    Bot username : @utuberabot

    এই বটের কাজ খুবই সিম্পল। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। কিন্তু এখানে এর স্পেশালিটি হলো আপনাকে শুধু ৪-৫ টা Quality এর ডাউনলোডের option দিবে না। যে ভিডিও আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওতে যত Quality এর ভিডিও আর অডিও ফাইল আছে সব আপনাকে দিবে যাতে আপনি যেটা খুশি ডাউনলোড করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে বটটা। আশা করি আপনাদের উপকারেও আসবে।

    Screenshot proves :

     

    2) office to pdf

    Bot username : @office2pdf_bot

    এই Bot টি আশা করছি অনেক মানুষেরই কাজে দিবে৷ কারন এই Bot অনেক মানুষই খুজে।
    এই Bot এর কাজ হলো ছবিকে pdf এ কনভার্ট করা। আপনাকে এর জন্যে আলাদা কোনো এপ্লিকেশন ইন্সটল করার কোনো প্রয়োজন নেই। শুধু এই bot এ ঢুকুন। তারপর start command দিন। এরপর আপনার ছবিটি পাঠান। এরপর ফাইলের নাম সেট করুন। আর বট সাথে সাথে আপনাকে সেই ছবির pdf টি দিয়ে দিবে।

    উদাহারনস্বরুপ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

     

    3) এখন আমি ৩ টা বট এর কথা বলবো যাদের কাজ একই৷ এগুলো হচ্ছে virus checking bot. এগুলোর কাজ হচ্ছে আপনি যখন কোনো ফাইল এদেরকে পাঠাবেন তখন সাথে সাথে এরা চেক করে নিবে সেই ফাইলে কোনো ভাইরাস আছে কি না। থাকলে আপনাকে জানিয়ে দিবে। না থাকলেও জানাবে।

    বটগুলো হলোঃ

    🔥 @VirusYabBot
    🔥 @DrWebBot
    🔥 @VirusTotalAV_bot

     

    4) Telegram game bot

    Bot username : @gamee

    আপনি কি জানেন? আপনি টেলিগ্রামে গেমসও খেলতে পারেন? এই বট এর সাহায্যে আপনি মোট ১০ টা গেম খেলতে পাবেন। গেমগুলো মজার আর Addictive ও। ট্রাই করে দেখতে পারেন৷ আমার কাছে ভালোই লাগে।

     

     

    5) Functions Robot

    Bot username : @FunctionsRobot

    এই বটের মাধ্যমে আপনি ১৯ টা কাজ একসাথে করতে পারবেন। সেগুলো হলোঃ

    1) shorten url
    2) password generator
    3) web search (on google, amazon, youtube, wikipedia)
    4) forward info
    5) translate language
    6) text to voice
    7) rename file
    8) web screen
    9) cryptovalues
    10) your info
    11) upload
    12) logo search
    13) Create QR code
    14) Read QR code
    15) image to sticker converter
    16) encrypt
    17) decrypt
    18) domain tools
    19) pastebin

    পাওয়ারফুল একটি Bot. অনেক কাজই করতে পারবেন। আশা করছি কাজে দিবে।

    অবশেষে বলতে চাই, ধন্যবাদ পোস্টটি পড়ার জন্যে। আশা করি বটগুলো উপকারে আসবে না। না আসলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমি হাল্কা নেগেটিভিটিও সহ্য করতে পারি না। এগুলো থেকে দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, কোনো সাজেশন থাকলে দিতে পারেন। পরের পোস্ট কি বিষয়ে দেওয়া যায় সে সম্পর্কে জানাতে পারেন। নোট করে রাখব। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। এমন আরো Bot চাইলে বলতে পারেন।
    ধন্যবাদ।
    This is 4HS4N
    Logging Out…..

    The post (পর্ব–৪) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-4) appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/htET2z9gl
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel