আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন ৩ টি এপ্লিকেশন বা গেম যা ই বলেন এর কথা যার মাধ্যমে আপনারা খেলার মাধ্যমে নিজেদের Memory Power, Language Skill, Math problem solving skill, Other problem solving skill সহ নিজেদের মস্তিস্ককে ভালোভাবে ট্রেইন করতে পারবেন। এগুলো মূলত তাদের জন্যে যারা নিজেদের মেমোরি পাওয়ারকে বাড়াতে চান। নিজের মস্তিস্ককে অলস না রেখে মস্তস্কের Muscle গুলোকে ট্রেইন করতে চান।
এখন অনেকেই বলতে পারেন, ভাই সামান্য ৩ টা গেম খেলে কি নিজের মস্তিস্কের পাওয়ার বাড়ানো আদৌ সম্ভব? বিজ্ঞান অনুযায়ী সম্ভব। তবে আপনারা নিজেরা চেষ্টা না করলে কিছুই সম্ভব হবে না। আমি যে এপ্লিকেশনগুলোর (গেমও বলতে পারেন) কথা বলছি সেগুলো সাধারন কোনো গেম খেলার এপ্লিকেশন না। এগুলো প্রত্যেকটা আমি নিজে এক এক করে ব্যবহার করে খেলে দেখেছি। যে পরিমানে কঠিন তা আপনারা নিজেরা কিছুক্ষন খেলে দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, প্রত্যেকটা এপ্লিকেশনে যে যে গেমগুলো রয়েছে তা একটা আরেকটার থেকে একেবারে আলাদা।
সবগুলো এক এক করে বিস্তারিত বলার আগে বলে রাখি আপনারা কি কি Skill নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এগুলোর মাধ্যমে।
1) Memory Power
2) Language Skill
3) Movement Speed
4) Math
5) Writing
6) Speaking
7) Reading
8) Breathing,Eye,Body exercise
9) better sleep
10) emotion labelling
11) visualization
12) wellbeing
13) distancing
14) cognitive reappraisal
15) autogenic relaxation
16) stop method
17) attention power
18) reasoning
19) flexibilty
20) problem solving
এ ২০ টা স্কিল আপনারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ৩ টি গেম/এপ্লিকেশনের মাধ্যমে। এ সব গেমকে Brain training games ও বলা হয়। প্লেস্টোরে এমন অনেক গেমসের সমাহার আছে। কিন্তু আমার কাছে এ ৩টির ভিতরে যেসব Test গুলো দেওয়া আছে সেগুলো অনেকটা Challenging মনে হয়েছে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি।
আবারো বলে রাখি, যারা গেমস খেলতে ভালোবাসেন এবং Normal Games থেকে বেরিয়ে এসে এমন কিছু Games খেলতে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা আপনাদের brain কে train করতে পারবেন তাদের জন্যেই এই পোস্ট। অনেকের পোস্টটি ভালো না-ও লাগতে পারে। তারা ইগনোর করবেন।
3) App Name : Neuronation
App link : https://ift.tt/dSsLKit
এই গেমে আছে মোট ৩৩ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।
এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন।
এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন।
এছাড়াও আপনারা আরো যা যা পাচ্ছেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।
1) Form Fusion
2) Formula
3) Logiladder
4) Rotator
5) Solitaria
6) Trail Tracker
7) Clockwise
8) Colour Craze
9) Form Fever
10) Parallel Perfection
11) Quantum Leap
12) Quick Switch
13) Speed of Light
14) Chain Reaction
15) Flash memo
16) Focus master
17) Mathrobatics
18) Memopair
19) Memobox
20) Memoflow
21) Path Finder
22) Path finder reverse
23) Reflector
24) Restorer
25) Shuffler
26) Turnabout
27) Alphabat Soup
28) Flash Glance
29) Math Blitz
30) Symbolism
31) Verbal Voyager
32) Word Acrobat
33) Wordsmith
2) App Name : Elevate
App link : https://ift.tt/oUmIQW1
এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।
এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে।
এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন।
যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন।
1) Brevity
2) Commas
3) Detail
4) Expression
5) Inversion
6) Punctuation
7) Refinement
8) Spelling
9) Syntax
10) Adjective Recall
11) Clarity
12) Diction
13) Eloquence
14) Recall
15) Error Avoidance
16) Precision
17) Pronounciation
18) Transitions
19) Agility
20) Association
21) Comprehension
22) Connotation
23) Context
24) Extraction
25) Processing
26) Visualization
27) Word Parts
28) Averages
29) Conversion
30) Discounting
31) Division
32) Equivalence
33) Estimation
34) Measuring
35) Percentages
36) Proportion
37) Purchasing
38) Substraction
39) Tipping
40) Focus
41) Name Recall
42) Retention
43) Sequencing
44) Synthesis
1) App name : Lumosity
App link : https://ift.tt/zMbZQns
দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো।
বাকী যা যা পাচ্ছেন এখানে তার লিস্ট দিয়ে দিচ্ছিঃ
1) speed match
2) highway hazards
3) penguin pursuit
4) river ranger
5) spatial speed match
6) speed match overdrive
7) speed pack
8) splitting seeds
9) memory matrix
10) gameTitle_MemoryServes
11) memory match
12) memory match overdrive
13) pinball recall
14) tidal treasures
15) train of thought
16) gameTitle_Assistants
17) gameTitle_FeelTheBeat
18) gametitle_Skyrise
19) Lost in migration
20) Playing Koi
21) Star Search
22) Trouble Brewing
23) Color match
24) ebb and flow
25) brain shift
26) brain shift and overdrive
27) disillusion
28) gametitle_SpaceTrace
29) Fuse clues
30) masterpiece
31) organic order
32) pet detective
33) pirate passage
34) contexual
35) continuum
36) editor’s choice
37) taking root
38) word bubbles
39) word snatchers
40) chalkboard challenge
41) halve your cake
42) magic chance
43) raindrops
44) top that
সবগুলো এপ্লিকেশনের কিছু স্ক্রিনশটসঃ
বিঃদ্রঃ সবগুলো গেমের স্ক্রিনশট একসাথে দেওয়া হয়েছে। তার কারন আমার এড করতে সমস্যা হচ্ছিল এবং ফাইলে কোথায় রেখেছি তা খুজে পাচ্ছিলাম না। যেগুলো পেয়েছি সব একসাথে জগাখিচুরি হয়ে ছিল। তাই সাজাতে পারিনি বলে আমি দূঃখিত। আপনারা এপগুলো ডাউনলোড করে ইন্সটল করলেই সব বুঝতে পারবেন। স্ক্রিনশটতো শুধু দেখানোর জন্য যে এপ দেখতে কেমন। ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এই সমস্যা পোস্ট করার পর পাই। তাই আবার সবকিছু ঠিক করতে ঝামেলা লাগছিল বলেই সব একসাথে দিয়ে দিচ্ছি।
অবশেষে বলবো, অলস মস্তিস্ককে আপনারা বিভিন্নভাবে ট্রেইন করতে পারেন। আমি উদাহারনস্বরূপ এ ৩টি গেমের কথা উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মস্তিস্ককে ট্রেইন করার। পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….
The post ৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0UlsSHj
via IFTTT
No comments:
Post a Comment