আসসালামু আলাইকুম,
এই পোস্টে আমি যেগুলো বট দিবো আশা করি প্রত্যেকটা বটই আপনাদের ভালো লাগবে। কেননা প্রত্যেকটা বট আমি নিজে ব্যবহার করে দেখেছে এবং প্রত্যেকটা বটই আমার কাছে প্রচুর ভালো লেগেছে। আমার Telegram bot series এর সেরা বটগুলোর লিস্ট মনে হয় এই পোস্টে দিচ্ছি। কেননা এই বটগুলোর কাজ এতই ভালো যে তা বলে প্রকাশ করা যাবে না।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
5) Bot name : Youtube playlist downloader
Bot username : @YoutubePlaylistDLBot
এই বটটি আমি যে পরিমানে খুজেছি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নের উত্তরও আমি তত খুজি নাই । অনেক খোজাখোজির পর এই বটকে আমি পেয়েছি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে Youtube এর যেকোনো playlist কে একেবারে একসাথে ডাউনলোড করা।
তবে ছোট্ট একটি সমস্যা আছে। আর তা হচ্ছেঃ আপনি max 100 টি ভিডিও আছে এমন playlist Download করতে পারবেন। 100 টির বেশি video আছে এমন playlist ডাউনলোড করতে পারবে না এই বটটি। বেশি মানুষ ব্যবহার করায় একটু সমস্যা হচ্ছে তাই ১০০ টির বেশি সাপোর্ট করতে পারছে না।
তবুও আমি জানি এই বট অনেক মানুষেরই কাজে লাগবে।
কাজ কিছুই না। আপনাকে শুধু /start কমান্ড দিয়ে বটকে আপনার কাংখিত playlist এর লিংকটি পাঠাতে হবে। আর বট নিজে নিজে সে playlist এ থাকা সকল ভিডিও নিজে নিজে ডাউনলোড করে আপনাকে মেসেজে পাঠিয়ে দিবে।
কি? বিশ্বাস হচ্ছে না?
তবে এই নিন স্ক্রিনশট সহ প্রমানঃ
4) Bot name : Audio Converter Bot
Bot username : @AudioConverter_cbot
এই বট অনেক কাজের। কেন কাজের তা বলছি। এই বট কি কি কাজ করতে পারে সেটা বললেই বুঝে যাবেন কেন এটিকে কেন অনেক কাজের বলছি।
1) Audio merger – আপনি যেকোনো অডিও ফাইলকে merge করতে পারবেন।
2) Audio trimmer – আপনি যেকোনো অডিও ফাইলকে trim করতে পারবেন।
3) Audio Renamer – আপনি যেকোনো অডিও ফাইলকে rename করতে পারবেন।
4) Audio converter – আপনি যেকোনো ভিডিও ফাইলকে অডিওতে convert করতে পারবেন।
5) Audio compressor – আপনি যেকোনো অডিও ফাইলকে compress করতে পারবেন।
6) Audio and video merger – আপনি যেকোনো অডিও ফাইলকে ও ভিডিও ফাইলকে merge করতে পারবেন।
7).Audio Tag editor – অডিও এর tag edit করতে পারবেন।
8).Audio speed changer – আপনি যেকোনো অডিও ফাইলের স্পিড পাল্টাতে পারবেন।
9).Audio volume changer – আপনি যেকোনো অডিও ফাইলের volume change করতে পারবেন।
10).media info (audio bit-rate) – media info পাল্টাতে পারবেন। audio এর bit rate পাল্টাতে পারবেন।
11).video to audio converter – ভিডিওকে অডিওতে convert করতে পারবেন।
12).various audio file ( wav,flac,m4a etc) converter (8-320 kbps) – আপনি mp3 ফাইল ছাড়াও বিভিন্ন ধরনের ফাইলকে নিয়ে কাজ করতে পারবেন। যেমনঃ wav,flac,m4a ইত্যাদি।
বুঝতেই তো পারছেন এটি একটি ultimate bot!
কাজের নমুনা হিসেবে নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ
3) Bot name : Book Quote Bot
Bot username : @BookQuoteBot
যাদের উদ্ধৃতি বা উক্তি পছন্দ তাদের জন্যে এই বটটি লিস্টে রাখলাম। এই বটের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে উক্তি বের করে নিয়ে আপনাকে পাঠানো। আপনাকে প্রতিদিন এই বট বিভিন্ন বই থেকে সুন্দর সুন্দর উদ্ধৃতি পাঠাবে। শুধু তাই নয়, সাথে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটিও বলে দিবে। তার সাথে বইটি কেনার লিংকসহ আপনাকে পাঠাবে। এবং এর সাথে বইটির author এর নাম তো দিবেই।
বটটির কাজ সম্পর্কে বলি।
১) আপনি চাইলে বটটিকে যেকোনো গ্রুপে Add করতে পারবেন।
২) আপনি চাইলে কারো ইনবক্সেও বটটি ব্যবহার করতে পারবেন।
৩) আপনি চাইলে /quote কমান্ডটির মাধ্যমে এখনি instant একটি quote বটের কাছ থেকে গ্রহন করতে পারবেন। শুধু একবারই না, যতবার আপনার ইচ্ছা!
৪) /naval কমান্ডের মাধ্যমে আপনি স্বাস্থ্য কিংবা সম্পদ নিয়ে quote নিতে পারবেন এই বটটির মাধ্যমে।
এছাড়াও /features কমান্ডের মাধ্যমে বটের সকল feature আপনি একসাথে পেয়ে যাবেন।
2) Bot name : Bismillah Bot
Bot username : @BismillahBot
মুসলিম ভাই ও বোনেদের জন্যে অনেক উপকারী একটি বট এটি।
যারা কুরআন নিয়ে গবেষনা করছেন বা করতে চান বা করতে ভালোবাসেন বা যারা কোরআনকে আরো জানতে চান ইত্যাদি তাদের জন্যে এই বটটা অবশ্যই সাজেস্টেড থাকবে। এই বটের কাজ হচ্ছে আপনাকে কোরআনের যেকোনো সূরার যেকোনো আয়াতের অর্থ বের করে দেওয়া। আপনাকে শুধু সূরাটি ও আয়াতের সংখ্যাটি টাইপ করে সেন্ড করতে হবে আর বট সেটি এক সেকেন্ডের মধ্যে আপনাকে সেই আয়াতের ইংরেজী অর্থটি পাঠিয়ে দিবে। যেমনঃ আমি চাচ্ছি সূরা ফাতিহার ৩য় আয়াতের অর্থ। এক্ষেত্রে আমাকে লিখতে হবেঃ 1:3
নিচে উদাহারনটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছিঃ
বিঃদ্রঃ আপনি শুধু ইংরেজী অর্থটাই পাবেন। তাই যারা ইংরেজী একটু ভালো বোঝেন তারাসহ যারা ইংরেজী বুঝেন ও না তারা শুধু অর্থটা ট্রান্সলেট করে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে একটা কথা বলে দিতে চাই, সবসময় ইন্টারনেটের ট্রান্সলেশন ১০০% Accurate থাকে না। তাই একটু বুঝেশুনে ব্যবহার করবেন। কারন Quran এর সঠিক অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনি চাইলে যে আয়াতটির অর্থ আপনি বের করেছেন সেটির তাফসির ও আরবী অডিওটিও পেতে পারেন। এখানে সেটিরও অপশন দেওয়া আছে। এছাড়াও পরের আয়াতটির অডিও যদি চান তবে বারে বারে টাইপ না করে Next এ ক্লিক করলেই আপনাকে পরের অডিওটি পাঠিয়ে দিবে।
আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই বটটি। অবশ্যই ব্যবহার করার পরামর্শ আমি আপনাকে দিবো।
1) Bot Name : Quran Bot
Bot username : @QuranBot
মুসলিম ভাই-বোনদের জন্যে এই বটটি আমি Recommend করবো একবার হলেও ব্যবহার করে দেখতে।
আমার দেখা সেরা বটগুলোর মধ্যে একটি।
কিভাবে ব্যবহার করতে হবে, ফিচার কি কি আছে সব বুঝিয়ে দিচ্ছি।
তার আগে বলে দেই বটটির কাজগুলো কি কি।
এই বটটির মাধ্যমে আপনারা কোরআন পড়তে ও শুনতে পারবেন।
এছাড়াও এই বটটির সাহায্যে আপনারা দুয়া ও জিয়ারত এবং রমজানের ৩০ টি রোজার দোয়াগুলোও পেয়ে যাবেন text অথবা audio যেভাবেই আপনি চান ঠিক সেভাবে।
বটটির ব্যবহারবিধিঃ
১) প্রথমে /start কমান্ড দিয়ে বটটি শুরু করুন।
২) এরপর আপনি যদি Quran এর সূরা শুনতে চান তবে Quran বট সিলেক্ট করুন। অথবা অন্যগুলোতে প্রবেশ করতে চাইলে সে কমান্ডটি দিন।
৩) Quran এর কমান্ডটি আমি দিলাম। এরপর আমাকে ১১৪টি সূরার যেকোনো একটি সিলেক্ট করতে বলছে। আমি যেকোনো একটি সিলেক্ট করলাম।
৪) আমি সূরা নিসা সিলেক্ট করলাম। আমাকে এই সূরার আয়াত, কতগুলো শব্দ, কতগুলো অক্ষর ইত্যাদি বলে দিবে এবং কোন ভাষায় আমি সূরাটি পড়তে বা শুনতে চাই সেটি সিলেক্ট করতে বলবে।
৫) এরপর আমি সূরাটি কিভাবে (পড়তে বা শুনতে) নিতে চাই সেটা সিলেক্ট করতে বলবে। মানে আমি সূরাটি text আকারে না audio আকারে চাই সেটি সিলেক্ট করতে হবে।
৬) আমি অডিও টাইপ সিলেক্ট করলাম আর আমাকে সাথে সাথে ১ সেকেন্ডের মধ্যে সেই অডিও ফাইলটির ডাউনলোড লিংক পাঠিয়ে দিয়েছে।
যা যা বললাম তার স্ক্রিনশটগুলো প্রমান সহকারে দেখানো হলোঃ
এরকম আরো একটি বট দিয়ে দিচ্ছি।
Bot username : @AlQuran_TamilBot
আশা করছি বটগুলো আপনাদের কাজে দিবে। ভালো লাগলে বলবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কারন আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….
The post YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন এক ক্লিকে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি উপকারী Telegram bot (Part-6) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/lcgh7fC
via IFTTT
No comments:
Post a Comment