• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, February 7, 2022

    New

    নমস্কার, সবাই কেমন আছেন?

    আশা করি সকলেই খুব ভালো আছেন,
    আমিও খুবই ভালো আছি,

    আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যে, কিভাবে আপনার ওয়াফাই সুরক্ষিত রাখবেন যাতে কেউ আপনার অনুমতি ছাড়া ব্যাবহার করতে না পারে।

    তো চলুন শুরু করা যাক।।

    সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। বর্তমান পকেটে পকেটে স্মার্টফোন-ইন্টারনেট প্যাক। প্রায় ২৪ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করেন অধিকাংশই। বহু মানুষের বাড়িতে রয়েছে ওয়াইফাই। ওয়ার্ক ফ্রম হোমে কয়েকগুণ বেড়েছে এর ব্যবহার।

    জানেন কি পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে আপনার নিজস্ব ওয়াইফাই ব্যবহার করতে পারেন যে কেউ? কিন্তু কীভাবে বুঝবেন অন্য কেউ আপনার কানেকশন অন্য কেউ ব্যবহার করছেন কি না?

    ১. আপনার ইন্টারনেট স্বাভাবিকের থেকে স্পিড কম দিচ্ছে? কয়েকদিন ধরে একই অবস্থা? কিন্তু এমনটা হওয়ার কোনও কারণ নেই। অর্থাৎ সার্ভারে কোনও সমস্যা নেই। তাহলে এমনটা হতেই পারে যে, কেউ আপনার অজান্তে ব্যবহার করছে ওয়াইফাই।

    ২. যে সমস্ত ডিভাইসগুলি প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, সেগুলিতে একটি ইউনিক IP ও MAC অ্যাড্রেস থাকে। মালিকের দেওয়া থাকে সেই নাম। রাউটারের মাধ্যমে কানেক্টেড ডিভাইসের নামও দেখা যায় তাতে। সেখানে যদি এমন কোনও নাম দেখেন, যা আপনার একেবারেই পরিচিত নয়। তাহলে বুঝে যাবেন লুকিয়ে কেউ ব্যবহার করছে ওয়াইফাই। তবে নাম না থাকলে কানেক্টেড ডিভাইসের সংখ্যার দ্বারাও বুঝতে পারবেন বিষয়টি।

    ৩. বেশ কিছু অ্যাপ ব্যবহার করলেও জানতে পারবেন কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছেন কি না।

    জেনে নিলাম যে, কিভাবে আমরা বুঝতে পারব যে কেউ আমার ওয়াইফাই ব্যাবহার করছে কিনা??
    তো এবার চলুন জেনে নিই যে,

    কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ওয়াইফাই?

    ১. সহজ এবং ছোট নয়, পাসওয়ার্ড তৈরির সময় চেষ্টা করুন যাতে তা বড় ও কঠিন হয়। যাতে সহজেই কেউ আন্দাজ করতে না পারে। নিজের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ব্যবহার না করাই ভাল।

    ২. কোম্পানির তরফে রাউটার সেট করে যাওয়ার পর পালটে ফেলুন লগ ইন তথ্য।

    ৩. লুকিয়ে রাখতে পারেন রাউটারের এসএসআইডি। ফলে কেউ ওয়াইফাই সার্চ করলে নিকটবর্তী অন্যগুলির অপশন পেলেও আপনারটা পাবে না।

    ৪. এছাড়া রয়েছে বেশ কিছু সফটওয়ার। যার মাধ্যমে অপরিচিত ডিভাইস লগ ইন করলেই টের পাবেন আপনি। তাহলে আর অপেক্ষা কেন, চটপট দেখে নিন লুকিয়ে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে কি না।

    আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পোস্ট টি খুবই ভালো লেগেছে।
    সবাই ভালো থাকবেন,
    সুস্থ থাকবেন,
    এবং TrickBD এর সাথেই থাকবেন।
    এই আশাতে আজ এখানেই শেষ করছি,

    নমস্কার”

    The post আপনার ওয়াফাই আপনার সাথে আরো অনেকই ব্যাবহার করছে, কিন্তু আপনি জানেন না? তাহলে কিভাবে বুঝবেন এবং তাকে আটকাবেন।? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/hJQxkUd
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel