আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই
5) Bot Name : Telegram to Notion Bot
Bot username : @ToNotionBot
যারা Notion ব্যবহার করেন তাদের জন্যে এই বটটি। এই বটটির মাধ্যমে আপনারা টেলিগ্রাম থেকেই আপনাদের Notion Account টি Manage করতে পারবেন। কি কি করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ
1) Example sub page
2) Sub page
3) movie list
4) yearly goals
5) Travel plans
6) recipes
7) media
8) quick note
9) journal
10) reading list
11) getting started on
12) personal home
13) task list
Notion এর সাথে এই বটটিকে Sync করে ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছামতো note বা page তৈরি করতে পারবেন। পুরো account কে এই বটটির মাধ্যমে manage করতে পারবেন।
যারা Notion ব্যবহার করে তাদের কথা চিন্তা কিরে বটটি লিস্টে রেখেছি।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
4) Bot name : Ascii Art Bot
Bot username : @asciiart_bot
দেখতে সাধারন মনে হলেও ব্যবহার করার পর বুঝতে পারবেন কতটা অসাধারন এই বট। আপনি যেকোনো ছবি এই বটকে পাঠাবেন আর বট সেই ছবিটিকে Ascii code এ রূপান্তর করে আপনাকে পাঠাবে। যে ছবিটি আপনাকে পাঠাবে সেটি দূর থেকে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যখন zoom in করবেন তখনই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি।
নিজে ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কেমন দেখায় ছবিটি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে বটটি তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
3) Bot name : Youtube Search
Bot username : @YTSZBot
আমি জানি অনেকেই নাম দেখে বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু এই বট তার নামের চেয়েও বেশি কাজ করতে সক্ষম।
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো YouTube Channel এর সকল ভিডিওর লিংক একবারে Generate করতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ Playlist এর সব লিংকও একসাথে Generate করতে পারবেন। এক এক করে আর Playlist থেকে link গুলো generate করতে হবে না এখন থেকে। এটি অনেক পাওয়ারফুল একটি বট যদি আপনি এর ব্যবহার বুঝতে পারেন।
বটটি ব্যবহার করতে হলে প্রথমে /start command দিয়ে বটটি চালু করুন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @YTSZBot টাইপ করে একটি স্পেস দিন। এরপর আপনার কাঙ্খিত লিংকটি এখানে পেস্ট করে দিন আর এভাবেই বটটিকে ব্যবহার করুন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
2) Bot name : Renamer Bot
Bot username : @renamer_cbot
নাম শুনে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এই বটের কার্যকারিতা ব্যাপক।
এই বটের মাধ্যমে আপনারা ভিডিও Editor এর প্রায় প্রচুর কাজ করতে পারবেন। এক এক করে সবগুলো কাজের বিস্তারিত বলছি।
1) Audio & Subtitle :
আপনি যেকোনো ভিডিওর audio আর subtitle দুটিই customize করতে পারবেন। এমন কি ভিডিও থেকে Audio তে convert ও করতে পারবেন।
2) Video Trimmer :
যেকোনো ভিডিও trim করতে পারবেন ইচ্ছামতো।
3) Video Merge :
আপনার যতগুলো ইচ্ছা ভিডিও একসাথে merge করতে পারবেন।
4) Remove audio :
আপনি চাইলে যেকোনো ভিডিও থেকে অডিও remove করতে পারবেন।
5) merge video and audio :
আপনি ভিডিওর সাথে audio merge করতে পারবেন একসাথে।
6) Video to gif :
ভিডিও থেকে gif এ convert করতে পারবেন।
7) Compress video :
ভিডিও compress করতে পারবেন এই tool টির সাহায্যে।
8) Screenshots :
ভিডিও থেকে স্ক্রিনশট বের করতে পারবেন।
9) Manual screenshots :
আপনার ইচ্ছামতো ভিডিও থেকে স্ক্রিনশটস বের করতে পারবেন।
10) Generate sample :
Sample generate করতে পারবেন ভিডিওটির।
11) Video to audio :
ভিডিও থেকে অডিও বের করতে পারবেন।
12) Video converter :
Video convert করতে পারবেন।
13) Video renamer :
ভিডিওটি rename করতে পারবেন।
14) Video to mp4 :
ভিডিওর ফরমেট যদি mp4 না হয়ে থাকে তবে সে ভিডিওটির ফরমেট চেঞ্জ করে mp4 এ নিয়ে আসতে পারবেন।
15) Video information :
ভিডিওটির সকল information আপনারা এই কমান্ডের মাধ্যমে বের করতে পারবেন।
এই ১৫ টি Tool আপনারা মাত্র ১ টি বটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। যদি কাজে আসে তবে অবশ্যই জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
1) Bot name : Bot Father
Bot username : @BotFather
আপনি Telegram User আর এই বট সম্পর্কে না জানলে আপনি কিছুই জানেন না। এ কথা কেন বলছি তা এখনই বুঝতে পারবেন।
আপনি কি নিজে নিজে বট তৈরি করতে চান? তবে এই বটটি আপনার সে কাজটি করতে সাহায্য করবে।
টেলিগ্রামে যত বট দেখেন তার অনেক বটই এই বটের সাহায্যে তৈরি করা হয়। আপনি চাইলে এই বট দিয়ে Game ও তৈরি করতে পারবেন।আপনি যদি নিজের তৈরি করা কোনো বট delete করতে চান তবে সেটিও করতে পারবেন। আপনার তৈরি করা বট ও game এর লিস্টও পেয়ে যাবেন একটি কমান্ড ব্যবহারের মাধ্যমে যা আপনারা মেনুতেই পেয়ে যাবেন। এই বটের মাধ্যমে আপনারা প্রচুর কাজ করতে পারবেন। একটি বট A-Z পর্যন্ত তৈরি করতে ও সেই বট Manage করতে যা যা করা যায় সব এই বটের মাধ্যমে আপনারা করতে পারবেন। Privacy set করতে পারবেন। Command লিস্ট Set করতে পারবেন। inline settings change করতে পারবেন। description change করতে পারবেন। বটের সমস্ত information set ও change করতে পারবেন।
আপনি যদি নিজে নিজে কোনো বট তৈরি করতে চান তবে এই বটটি আপনাকে Must Try করতেই হবে।
প্রতিদিনই টেলিগ্রামে প্রচুর বট তৈরি করে এড করছে অনেক মানুষ। অনেকদিন আগে আমি নিজেও একটি বট তৈরি করেছিলাম এই বটের সাহায্যেই। কিন্তু তারপর বটটি ডিলিট করে দিই। এ কথা এ কারনে বলছি কারন এই বটটি সত্যিই কাজ করে। আশা করছি আপনারাদের কাজে দিবে। উপকারে আসলে জানাবেন।
বটিটির কিছু স্ক্রিনশটসঃ
অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..
The post আপনি নিজে নিজেই Telegram Bot তৈরি করুন! ভিডিও Edit করুন Telegram Bot এর সাহায্যে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি অসাধারন Telegram bot (Part-15) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/OtFxVi2
via IFTTT
No comments:
Post a Comment