আসসালামু আলাইকুম,
এই আর্টিকেলে আমি কথা বলবো প্লে-স্টোরের এমন ৫টি গেমের কথা যা অনেকেই জানে আবার জানে না। কিন্তু সবগুলো গেমেরই সারা বিশ্বজুড়ে সুনাম রয়েছে। আপনারও ভালোলাগবে আশা করছি।
5) Game Name : Seashine
Game size : 56 Mb
Game Type : Adventure/Action/Casual
Playing Mode : Offline
Link – Playstore
https://play.google.com/store/apps/details?id=fr.pated.seashine
এটি একটি ভিন্ন রকমের গেম। এই গেমস আপনি হচ্ছেন একটি জেলিফিস আর আপনাকে সমুদ্রের তলদেশে থাকতে হচ্ছে এই গেমে। এই গেমকে অনেক সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। সমুদের তলদেশকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হবে আপনি নিজেই সেখানে আছেন। আমার সবচেয়ে প্রিয় যে বিষয়টি এই গেমের তা হচ্ছে এর মিউজিক। এত সুন্দর মিউজিক যে আপনাকে মুগ্ধ করবেই। তিমির সাউন্ডটা আমার খুব ভালো লেগেছে। গেমটি অনেক Relaxing ও বটে। আমি সাজেস্ট করবো গেমটি একবার হলেও খেলে দেখতে।
Game screenshots :
4) Game Name : Fancy Pants Adventures
Game size : 153 Mb
Game Type : Arcade/Action/Adventure
Playing Mode : Offline
এই গেমটি খুবই মজার। অন্যরকম একটি গেম। গ্রাফিক্স বলতে যা দেখতে পাচ্ছেন সবই আর্ট। গেমের কন্সেপ্ট হলো আর্টগুলো নিজে নিজে চলতে পারে আর সবকিছুই করতে পারে। দৌড়ানো, লাফালাফি, মারামারি কি নেই এই গেমে?! একশন আর এডভেঞ্চার দুটিই আছে।
Link – Playstore
https://play.google.com/store/apps/details?id=com.overthetopgames.fancypants
Game screenshots :
3) Game Name : Father and Son
Game size : 85 Mb
Game Type : Adventure
Playing Mode : Offline
নামের মতোই গেমটিও। বাবা ও ছেলেকে নিয়ে অসাধারন গল্পে তৈরী হয়েছে এই গেমটি৷ গেমটি সম্পর্কে অনেক কিছুই লিখতে পারি। কিন্তু কিছুই বলবো না। কারন গেমটির সাইজ খুবই কম। তাই আপনি খেলে দেখেন। একটি কথাই বলবো। গেমটি এক কথায় অসাধারন।
Link – Playstore
Game screenshots :
2) Game Name : Badland
Game size : 169 Mb
Game Type : Adventure
Playing Mode : Offline
এডভেঞ্চার লাভারদের প্রিয় গেমের তালিকায় এই গেমটি থাকবেই। কেননা এটি সারা বিশ্বে একটি অধিক জনপ্রিয় মোবাইল গেম। গেমটির মিউজিকগুলো আমার খুবই পছন্দের। আর গেমের গ্রাফিক্সের তো তুলনাই হয় না। এত কম সাইজে এত সুন্দর গেম সত্যিই প্রশংসনীয়।আশা করছি আপনারও ভালোলাগবে।
Link – Playstore
https://play.google.com/store/apps/details?id=com.frogmind.badland
Game screenshots :
1) Game Name : Oddmar
Game size : 480 Mb
Game Type : Action/Adventure
Playing Mode : Offline
এই গেমের গ্রাফিক্স, কন্ট্রোল, গেমপ্লে সবই অসাধারন। আপনি যদি এই গেমটা না খেলে থাকেন তবে আপনি অনেক বড় কিছু মিস করে ফেলেছেন। তাই আমি সাজেস্ট করবো অবশ্যই গেমটি খেলে দেখার জন্যে।
Link – Playstore
https://play.google.com/store/apps/details?id=com.mobge.Oddmar
Game screenshots :
একটা কথা বলে শেষ করবো।
নেগেটিভিটিকে বিদায় দিন। অন্যকে নিয়ে উপহাস করা বা অন্যের কাজকে ছোট করে দেখা বা অন্যের কাজকে ছোট বলা আপনাকে হিরো বা মহৎ বানিয়ে দিবে না। এগুলোর হিসাব আপনাকে ঠিকই দিতে হবে। নেগিটিভিটিতে ইন্টারনেটের দুনিয়া ভরে যাচ্ছে। আপনি নিজেও হয়তোবা সে দলে যোগ দিয়ে ফেলেছেন। এটা থেকে বেরিয়ে আসুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….
The post Top 5 Adventure Games on Playstore (Part-1) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/MST6C0Gye
via IFTTT
No comments:
Post a Comment