• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, January 29, 2022

    New

    আসসালামু আলাইকুম,

    এই পোস্টে আমি এমন ২ টা এপ্লিকেশন এর কথা বলবো যা আপনার ফোনকে একটু অন্যরকমভাবে কাস্টমাইজেশন করতে সাহায্য করবে। আপনি অবশ্যই   Visualizer কি এটা দেখেছেন। ইউটিউবে বিভিন্ন মিউজিক চ্যানেলে অবশ্যই দেখে থাকবেন মিউজিক চলার সাথে Visualizer গুলো উঠানামা করে৷ আজ আমি দেখাবো ঐরকমই আপনি আপনার ফোনের Navigation bar এর সাথে করতে পারবেন। আর এটা করা খুবই সহজ। আমি যে ২ টা এপ্লিকেশন দিবো সেগুলো Mod Version। তাই আপনাকে কিছু কেনা নিয়ে চিন্তা করতে হবে না। কারন Mod Version এর ভিতরে সব ফ্রি তেই পেয়ে যাবেন।

    APP NAME : 1) Muviz

    App link : Gdrive

    আপনি আপনার Navigation bar এ অনেক রকমের Visualizer সেট করতে পারবেন। আপনি অনেক রকমের Options পাবেন কাস্টমাইজ করার জন্যে। কাস্টমাইজেশন লাভাররা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।

    কিভাবে ব্যবহার করবেন?

    1) App Install করুন
    2) Open করুন
    3) Permission গুলো Allow করে দিন।
    4)ব্যাস! আপনার কাজ শেষ। এবার যে স্টাইলে ব্যবহার করতে চান সেটা খুজে সিলেক্ট করুন আর ব্যবহার করুন।

    এপটির কিছু স্ক্রিনশটসঃ

    APP NAME : 2) Always On : Edge  Music Lightning

    App link : Gdrive

    এই এপটি আগেরটির মতই। কিন্তু এর কিছু বিশেষত্ব আছে। আর তা হচ্ছে এর মাধ্যমে আপনি ফোনের চারপাশে Visualizer সেট করতে পারবেন। আপনি যফি কাস্টমাইজেশন লাভার হয়ে থাকেন তবে অবশ্যই একবার হলেও এই এপটি ট্রাই করে দেখবেন।

    এপটির কিছু স্ক্রিনশটসঃ

    কিভাবে ব্যবহার করবেন?

    1) App Install করুন
    2) Open করুন
    3) Permission গুলো Allow করে দিন।
    4)ব্যাস! আপনার কাজ শেষ। এবার যে স্টাইলে ব্যবহার করতে চান সেটা খুজে সিলেক্ট করুন আর ব্যবহার করুন।

    আর হ্যাঁ,  দুটি এপই যেকোনো এপের ভিতরে কাজ করবে। আপনি শুধু মিউজিক প্লে করবেন যেকোনো এপে আর সাথে সাথে Visualizer দেখতে পাবেন।

    ২ টি এপই আমার ভালো লেগেছে। তাই শেয়ার করলাম। এরকম আরো এপ সম্পর্কে জানাতে ইনশাল্লাহ পরেরবার আবারো হাজির হবো।
    ট্রিকবিডির সাথেই থাকুন।
    ধন্যবাদ।
    This is 4HS4N
    Logging Out….

    The post আপনার Navigation Bar ও ফোনের চারপাশ Customize করুন Music Visualizer দিয়ে! appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/4qwi0oXlh
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel