• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, January 27, 2022

    New

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

    অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি verb এর সাথে ‘ing’ যুক্ত করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

    আজকে ইংরেজি ব্যাকারণে একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব । এটি অনেকের কাছে ছোট মনে হতেই পারে । কিন্তু আমাদেরকে অবশ্যয় মনে রাখতে হবে যে ছোট ছোট জিনিসগুলোই আমাদের সবথেকে বেশি ভূল যায় । তাই আমাদের সবার আগে ছোট ছোট জিনিসগুলোই শেখা উচিত ।

    ইংরেজি verb এর সাথে “ing” যুক্ত করার কিছু সাধারণ নিয়ম :-

    ১। যদি কোন ইংরেজি verb এর শেষে একটিমাত্র ‘e’ থাকে তবে ‘ing’ যুক্ত করার সময় ‘e’ উঠে যায় এবং ‘ing’ যুক্ত হয় । যেমন :-

    Come=coming
    Give=giving
    Have=having
    Love=loving
    Make=making
    Write=writing

    আমরা অনেক সময় write এর সাথে ing যুক্ত করার সময় Writting এটা লিখি । কিন্তু প্রকৃত পক্ষে হবে Writing এটা ।

    ব্যাতিক্রম নিয়ম :- কিন্তু Verb এর শেষে দুটি ‘e’ থাকলে কোন কিছুই পরিবতন না হয়েই ing যুক্ত হবে । যেমন :-

    Agree=agreeing
    see=seeing

    ২। Verb এর শেষে consonant থাকলে ও তার আগে Vowel থাকলে শেষের শব্দটি দ্বিগুণ হয় ও পরে ing যুক্ত করতে হয় । যেমন :

    Beg=begging
    bat=batting
    get=getting
    run=running
    sit=sitting
    travel=travelling
    admit=admitting
    forget=forgetting

    মনে রাখতে হবে,এই জাতীয় শব্দের শেষে যেকোন শব্দ যুক্ত করলে শেষের অক্ষর দ্বিগুণ হবে এবং ঐ শব্দ যুক্ত হবে । যেমন :-

    Beg+ed=begged

    ব্যাতিক্রম :- Listen,visit,remember । এই শব্দগুলোর ক্ষেত্রে শেষের অক্ষর দ্বিগুণ হবে না ।

    ৩। Verb এর শেষে *ie* থাকলে ing যুক্ত করার সময় শেষের IE উঠে যাবে ও এর স্থলে Y বসবে এবং ing যুক্ত হবে । যেমন :-

    die=dying
    lie=lying
    tie=tying

    তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । পোস্টটি আপনার কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না । পরবতীতে আরও ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব । ধন্যবাদ ।

    The post জেনে নিন ইংরেজি Verb এর সাথে Ing যুক্ত করার কিছু কতিপয় নিয়ম appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3H70Cx6
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel